কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছালাম ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম টুকুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীরা।
গতকাল বুধবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক প্রতিনিধি হারুন অর রশিদ।
হারুন অর রশিদ বলেন, সিরাজুল ইসলামের যোগসাজশে আব্দুস ছালাম সিনিয়র দুই শিক্ষককে টপকিয়ে বিধিবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ দখল করেন। নিয়ম অনুযায়ী ছয় মাস পরও নতুন অধ্যক্ষ নিয়োগ না দিয়ে নিজেই পদটি স্থায়ী করতে চাচ্ছেন। পাশাপাশি টাকার বিনিময়ে গোপনে কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের পাঁয়তারা করছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিরাজুল ইসলাম স্নাতক পাস না হয়েও মিথ্যা তথ্য ও জাল সনদ দিয়ে সভাপতির পদটি ধরে রেখেছেন। তাঁর স্নাতকের সনদ শিক্ষা বোর্ডে ভুয়া প্রমাণিত হয়েছে।
আরও অভিযোগ করা হয়, জেলার ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় নন-এমপিও শিক্ষকেরা ছয় মাস ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুস ছালাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। নিয়মমাফিক আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে।’
কুড়িগ্রাম শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছালাম ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম টুকুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীরা।
গতকাল বুধবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক প্রতিনিধি হারুন অর রশিদ।
হারুন অর রশিদ বলেন, সিরাজুল ইসলামের যোগসাজশে আব্দুস ছালাম সিনিয়র দুই শিক্ষককে টপকিয়ে বিধিবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ দখল করেন। নিয়ম অনুযায়ী ছয় মাস পরও নতুন অধ্যক্ষ নিয়োগ না দিয়ে নিজেই পদটি স্থায়ী করতে চাচ্ছেন। পাশাপাশি টাকার বিনিময়ে গোপনে কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের পাঁয়তারা করছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিরাজুল ইসলাম স্নাতক পাস না হয়েও মিথ্যা তথ্য ও জাল সনদ দিয়ে সভাপতির পদটি ধরে রেখেছেন। তাঁর স্নাতকের সনদ শিক্ষা বোর্ডে ভুয়া প্রমাণিত হয়েছে।
আরও অভিযোগ করা হয়, জেলার ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় নন-এমপিও শিক্ষকেরা ছয় মাস ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুস ছালাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। নিয়মমাফিক আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে