বিনোদন প্রতিবেদক, ঢাকা
১৯৯৬ সালে সঞ্জীব চৌধুরীর নেতৃত্বে গড়ে উঠেছিল ব্যান্ড দলছুট। ব্যান্ড গঠনের পরের বছর প্রকাশ পায় প্রথম অ্যালবাম ‘আহ’। এর পর থেকে অ্যালবাম ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করে দলটি। উপহার দিয়েছে ‘হৃদয়পুর’, ‘আকাশচুরি’, ‘জোছনাবিহার’ ও ‘কিংবদন্তি’ শিরোনামের অ্যালবাম। ২০০৭ সালে সঞ্জীব মারা গেলে পাঁচ বছর পর ২০১২ সালে প্রকাশ পায় দলটির সর্বশেষ অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’। অবশেষে এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে আসছে দলছুট। ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সঞ্জীব’। আজ থেকে স্পটিফাইতে শোনা যাবে নতুন এই অ্যালবামের গানগুলো।
‘সঞ্জীব’ অ্যালবামে গান থাকছে ১১টি। গানগুলো লিখেছেন ৮ জন গীতিকার। তাঁরা হলেন জুলফিকার রাসেল, কবির বকুল, শাহান কবন্ধ, শেখ রানা, মাস মাসুম, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, দীপান এবং রাসেল ও’নিল। অ্যালবামের টাইটেল গান ‘সঞ্জীব’ লিখেছেন শাহান কবন্ধ।
নতুন অ্যালবাম নিয়ে দলছুট ব্যান্ডের প্রধান বাপ্পা মজুমদার জানান, এক যুগ পর নতুন অ্যালবাম এলেও থেমে ছিল না নতুন গান তৈরির কাজ। ২০১৬ সাল থেকে শুরু হয় সঞ্জীব অ্যালবামের কাজ। বাপ্পা বলেন, ‘সঞ্জীবদার মৃত্যুর পর ২০১২ সালে সর্বশেষ প্রকাশ পেয়েছিল দলছুটের অ্যালবাম “আয় আমন্ত্রণ”।
অ্যালবাম প্রকাশের তাড়না অনেক দিন ধরেই অনুভব করছিলাম সবাই। শ্রোতারাও অপেক্ষায় ছিলেন। তবে আমরা তাড়াহুড়ো করতে চাইছিলাম না। ২০১৬ সালে কাজ শুরু হয় অ্যালবামের গান নিয়ে। শেষ করতে প্রায় ৮ বছর লেগে গেল। অবশেষে এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে দলছুট।’
নতুন অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে সঞ্জীব চৌধুরীকে। বাপ্পা মজুমদার বলেন, ‘সঞ্জীব চৌধুরীকে নিয়ে সব সময় আমাদের একটা ভালোবাসার জায়গা আছে। তাঁর প্রতি সেই ভালোবাসা উদ্যাপন করতেই আমাদের এই অ্যালবাম। সঞ্জীব চৌধুরীকে নিয়ে আমাদের ভাবনাগুলো ফুটে উঠবে গানগুলোতে। সঞ্জীবদাকে আমরা ভালোবাসি, এখনো মিস করি; তাই তাঁকে ট্রিবিউট করে আমাদের অ্যালবাম।’
অ্যালবামের গান প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘সব গান মেলোডিনির্ভর। এর মধ্যে রক, ফোকের ধাঁচও পাওয়া যাবে। সর্বোপরি দলছুট যে সাউন্ডে গান করে, সেই ধারাই পাওয়া যাবে নতুন অ্যালবামে। দলছুটের সিগনেচার স্টাইলটা খুঁজে পাবেন শ্রোতারা।’
জানা গেছে, স্পটিফাইয়ের পর ধারাবাহিকভাবে ইউটিউবে প্রকাশ পাবে সঞ্জীব অ্যালবামের গানগুলো।
দলছুটের লাইনআপ
ভোকাল
বাপ্পা মজুমদার
গিটার
মাসুম ওয়াহিদুর রহমান
বেজ গিটার
জন শার্টন
ড্রামস
ডানো শেখ
কি-বোর্ড
সোহেল আজিজ
ব্যান্ড ম্যানেজার
শাহান কবন্ধ
১৯৯৬ সালে সঞ্জীব চৌধুরীর নেতৃত্বে গড়ে উঠেছিল ব্যান্ড দলছুট। ব্যান্ড গঠনের পরের বছর প্রকাশ পায় প্রথম অ্যালবাম ‘আহ’। এর পর থেকে অ্যালবাম ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করে দলটি। উপহার দিয়েছে ‘হৃদয়পুর’, ‘আকাশচুরি’, ‘জোছনাবিহার’ ও ‘কিংবদন্তি’ শিরোনামের অ্যালবাম। ২০০৭ সালে সঞ্জীব মারা গেলে পাঁচ বছর পর ২০১২ সালে প্রকাশ পায় দলটির সর্বশেষ অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’। অবশেষে এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে আসছে দলছুট। ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সঞ্জীব’। আজ থেকে স্পটিফাইতে শোনা যাবে নতুন এই অ্যালবামের গানগুলো।
‘সঞ্জীব’ অ্যালবামে গান থাকছে ১১টি। গানগুলো লিখেছেন ৮ জন গীতিকার। তাঁরা হলেন জুলফিকার রাসেল, কবির বকুল, শাহান কবন্ধ, শেখ রানা, মাস মাসুম, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, দীপান এবং রাসেল ও’নিল। অ্যালবামের টাইটেল গান ‘সঞ্জীব’ লিখেছেন শাহান কবন্ধ।
নতুন অ্যালবাম নিয়ে দলছুট ব্যান্ডের প্রধান বাপ্পা মজুমদার জানান, এক যুগ পর নতুন অ্যালবাম এলেও থেমে ছিল না নতুন গান তৈরির কাজ। ২০১৬ সাল থেকে শুরু হয় সঞ্জীব অ্যালবামের কাজ। বাপ্পা বলেন, ‘সঞ্জীবদার মৃত্যুর পর ২০১২ সালে সর্বশেষ প্রকাশ পেয়েছিল দলছুটের অ্যালবাম “আয় আমন্ত্রণ”।
অ্যালবাম প্রকাশের তাড়না অনেক দিন ধরেই অনুভব করছিলাম সবাই। শ্রোতারাও অপেক্ষায় ছিলেন। তবে আমরা তাড়াহুড়ো করতে চাইছিলাম না। ২০১৬ সালে কাজ শুরু হয় অ্যালবামের গান নিয়ে। শেষ করতে প্রায় ৮ বছর লেগে গেল। অবশেষে এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে দলছুট।’
নতুন অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে সঞ্জীব চৌধুরীকে। বাপ্পা মজুমদার বলেন, ‘সঞ্জীব চৌধুরীকে নিয়ে সব সময় আমাদের একটা ভালোবাসার জায়গা আছে। তাঁর প্রতি সেই ভালোবাসা উদ্যাপন করতেই আমাদের এই অ্যালবাম। সঞ্জীব চৌধুরীকে নিয়ে আমাদের ভাবনাগুলো ফুটে উঠবে গানগুলোতে। সঞ্জীবদাকে আমরা ভালোবাসি, এখনো মিস করি; তাই তাঁকে ট্রিবিউট করে আমাদের অ্যালবাম।’
অ্যালবামের গান প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘সব গান মেলোডিনির্ভর। এর মধ্যে রক, ফোকের ধাঁচও পাওয়া যাবে। সর্বোপরি দলছুট যে সাউন্ডে গান করে, সেই ধারাই পাওয়া যাবে নতুন অ্যালবামে। দলছুটের সিগনেচার স্টাইলটা খুঁজে পাবেন শ্রোতারা।’
জানা গেছে, স্পটিফাইয়ের পর ধারাবাহিকভাবে ইউটিউবে প্রকাশ পাবে সঞ্জীব অ্যালবামের গানগুলো।
দলছুটের লাইনআপ
ভোকাল
বাপ্পা মজুমদার
গিটার
মাসুম ওয়াহিদুর রহমান
বেজ গিটার
জন শার্টন
ড্রামস
ডানো শেখ
কি-বোর্ড
সোহেল আজিজ
ব্যান্ড ম্যানেজার
শাহান কবন্ধ
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে