বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় কবর থেকে ১৩টি কঙ্কাল চুরি হয়েছে বলে জানা গেছে। গত সোমবার রাতের কোনো এক সময় উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া ও দলুয়া দিঘি গোরস্থানে এ ঘটনা ঘটে।
এদিকে, ঘটনা জানাজানি হলে গতকাল মঙ্গলবার সকাল থেকেই উৎসুক মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও পরিদর্শক (তদন্ত) আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় এক শিশু কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়। বিষয়টি জানার পর অনেকেই তাঁদের স্বজনদের কবর দেখার জন্য গোরস্থানে যান। গিয়ে একে একে ১৩টি কবর খোঁড়া অবস্থায় দেখেন তাঁরা। মৃত এক ব্যক্তির স্বজনেরা নিজ উদ্যোগে কবরের মাটি ও বাঁশ সরিয়ে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
দলুয়া এলাকার মকছেদ আলী বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আতঙ্কিত। এমন ঘটনা এই এলাকায় প্রথম। এমন হলে আমরা কি করব? একজন মানুষ মরণের পরও নিরাপদ নয়!’
চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম প্রধান বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে যাই। এমন ঘটনা আমাদের এলাকায় বিরল।’
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
ইউএনও সোলেমান আলী বলেন, ‘যেহেতু বিষয়টি স্পর্শকাতর, সে কারণে গোরস্থান কমিটিকে আইনের সহায়তা নিতে হবে। পরবর্তীতে আদালত কোনো নির্দেশ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পঞ্চগড়ের বোদা উপজেলায় কবর থেকে ১৩টি কঙ্কাল চুরি হয়েছে বলে জানা গেছে। গত সোমবার রাতের কোনো এক সময় উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া ও দলুয়া দিঘি গোরস্থানে এ ঘটনা ঘটে।
এদিকে, ঘটনা জানাজানি হলে গতকাল মঙ্গলবার সকাল থেকেই উৎসুক মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও পরিদর্শক (তদন্ত) আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় এক শিশু কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়। বিষয়টি জানার পর অনেকেই তাঁদের স্বজনদের কবর দেখার জন্য গোরস্থানে যান। গিয়ে একে একে ১৩টি কবর খোঁড়া অবস্থায় দেখেন তাঁরা। মৃত এক ব্যক্তির স্বজনেরা নিজ উদ্যোগে কবরের মাটি ও বাঁশ সরিয়ে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
দলুয়া এলাকার মকছেদ আলী বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আতঙ্কিত। এমন ঘটনা এই এলাকায় প্রথম। এমন হলে আমরা কি করব? একজন মানুষ মরণের পরও নিরাপদ নয়!’
চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম প্রধান বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে যাই। এমন ঘটনা আমাদের এলাকায় বিরল।’
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
ইউএনও সোলেমান আলী বলেন, ‘যেহেতু বিষয়টি স্পর্শকাতর, সে কারণে গোরস্থান কমিটিকে আইনের সহায়তা নিতে হবে। পরবর্তীতে আদালত কোনো নির্দেশ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে