কুমিল্লা প্রতিনিধি
বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নিত্যদিনের মতো দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ করছেন কয়েক দিন ধরে। তবে সাধারণ ভোটাররা বলছেন জেনে শুনেই ভোট দেবেন যোগ্য প্রার্থীদের।
গতকাল শনিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত সকালে নগরীর কাশারীপট্রি, চকবাজার, শাপলা মার্কেট এলাকায় গণসংযোগ করেন। বিকেলে রামঘাট দলীয় কার্যালয়ে কর্মচারী সমন্বয় পরিষদের সভায় অংশ নেন। এ ছাড়া ১৮ নম্বর ওয়ার্ডে হাউজিং এস্টেট এলাকা, ২৬ নম্বর ওয়ার্ডে বল্লভপুর, পুরাতন চৌয়ারা ধনপুর ও ২৫ নম্বর ওয়ার্ডের দয়াপুরে পথসভা ও উঠান বৈঠক করেন।
নির্বাচনী পথসভায় আরফানুল হক রিফাত বলেন, মেয়র নির্বাচিত হতে পারলে প্রথমেই যানজট ও জলাবদ্ধতা দূর করব। নির্বাচনে কালো টাকার ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগে আরফানুল হক রিফাত বলেন, এটা একটা হাস্যকর ব্যাপার। এর কোনো সত্যতা নেই। আমি সাধারণ একজন মানুষ। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে ৪০ বছর রাজনীতি করে আসছি। আমার বিরুদ্ধে কুমিল্লাবাসীর কোনো অভিযোগ নেই। আমাকে কলুষিত করার জন্য যারা অপপ্রচার করছে, তারা বিভিন্ন মামলার আসামি।
এদিকে স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু সকালে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাকতলা ও গোবিন্দপুর এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়া বিকেলে সাক্কুপত্নী ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর খলিফাবাড়ি ও ১৭ নম্বর ওয়ার্ডে শাহাপাড়া দুর্গামন্দির মাঠে উঠান বৈঠক করেন।
গণসংযোগকালে মনিরুল হক সাক্কু বলেন, আমার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করা হচ্ছে। কোনো প্রমাণ ছাড়া এসব বলা ঠিক না। আমি কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। আমার সঙ্গে মাদকসেবীরা ঘোরে, এমন অপপ্রচার করা হয়। এমন লোক আমার সঙ্গে থাকলে পুলিশ দিয়ে ধরিয়ে দিতে বলব। ওনার নাম তো প্রধানমন্ত্রীর দপ্তরের মাদককারবারির তালিকায় ১ নম্বরে আছে। আমার নাম তো আসে নাই। মাদককারবারির তালিকার বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে অনশন করুক। কেন এ দপ্তর থেকে এ তালিকা আসল। বিভিন্ন পত্রিকায় তো প্রমাণ ছাড়া নিউজ আসে নাই। উনি (রিফাত) আমার বিচার করবে, উনি কে? দুদক না সরকার? অপপ্রচার না করে আমার মতো মানুষের কাছে যাক, ভোটের কথা বলুক।
এদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রার্থী রাশেদুল ইসলামকে প্রচারণায় দেখা গেলেও আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বাবুলের কোনো প্রচারণা দেখা যায়নি।
নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজী ফারুক বলেন, প্রার্থীরা একজন আরেক জনের বিরুদ্ধে কথা বলছেন, এটা তাঁদের নির্বাচনী কৌশল। তবে আমরা জেনে বুঝেই ভোট দেব।
প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের ভোটার মেরাজ হোসেন বলেন, কারও কথায় নয়, কুমিল্লার উন্নয়ন যে করতে পারবেন, তাঁকেই ভোট দেব।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
নগরীর ৬ নম্বর ওয়ার্ডের ভোটার মো. আনোয়ার হোসেন বলেন, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার একটা অপসংস্কৃতি। প্রার্থীরা কে কী করেছেন, তাঁরা কেমন নগরবাসী, তা বিবেচনা করেই তাঁদের ভোট দেবেন। কুমিল্লা সিটিতে মেয়র পদে লড়ছেন পাঁচ প্রার্থী। ১৩ জুন রাত ৮টায় কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণা শেষ হবে। ১৫ জুন ভোট।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নিত্যদিনের মতো দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ করছেন কয়েক দিন ধরে। তবে সাধারণ ভোটাররা বলছেন জেনে শুনেই ভোট দেবেন যোগ্য প্রার্থীদের।
গতকাল শনিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত সকালে নগরীর কাশারীপট্রি, চকবাজার, শাপলা মার্কেট এলাকায় গণসংযোগ করেন। বিকেলে রামঘাট দলীয় কার্যালয়ে কর্মচারী সমন্বয় পরিষদের সভায় অংশ নেন। এ ছাড়া ১৮ নম্বর ওয়ার্ডে হাউজিং এস্টেট এলাকা, ২৬ নম্বর ওয়ার্ডে বল্লভপুর, পুরাতন চৌয়ারা ধনপুর ও ২৫ নম্বর ওয়ার্ডের দয়াপুরে পথসভা ও উঠান বৈঠক করেন।
নির্বাচনী পথসভায় আরফানুল হক রিফাত বলেন, মেয়র নির্বাচিত হতে পারলে প্রথমেই যানজট ও জলাবদ্ধতা দূর করব। নির্বাচনে কালো টাকার ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগে আরফানুল হক রিফাত বলেন, এটা একটা হাস্যকর ব্যাপার। এর কোনো সত্যতা নেই। আমি সাধারণ একজন মানুষ। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে ৪০ বছর রাজনীতি করে আসছি। আমার বিরুদ্ধে কুমিল্লাবাসীর কোনো অভিযোগ নেই। আমাকে কলুষিত করার জন্য যারা অপপ্রচার করছে, তারা বিভিন্ন মামলার আসামি।
এদিকে স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু সকালে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাকতলা ও গোবিন্দপুর এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়া বিকেলে সাক্কুপত্নী ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর খলিফাবাড়ি ও ১৭ নম্বর ওয়ার্ডে শাহাপাড়া দুর্গামন্দির মাঠে উঠান বৈঠক করেন।
গণসংযোগকালে মনিরুল হক সাক্কু বলেন, আমার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করা হচ্ছে। কোনো প্রমাণ ছাড়া এসব বলা ঠিক না। আমি কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। আমার সঙ্গে মাদকসেবীরা ঘোরে, এমন অপপ্রচার করা হয়। এমন লোক আমার সঙ্গে থাকলে পুলিশ দিয়ে ধরিয়ে দিতে বলব। ওনার নাম তো প্রধানমন্ত্রীর দপ্তরের মাদককারবারির তালিকায় ১ নম্বরে আছে। আমার নাম তো আসে নাই। মাদককারবারির তালিকার বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে অনশন করুক। কেন এ দপ্তর থেকে এ তালিকা আসল। বিভিন্ন পত্রিকায় তো প্রমাণ ছাড়া নিউজ আসে নাই। উনি (রিফাত) আমার বিচার করবে, উনি কে? দুদক না সরকার? অপপ্রচার না করে আমার মতো মানুষের কাছে যাক, ভোটের কথা বলুক।
এদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রার্থী রাশেদুল ইসলামকে প্রচারণায় দেখা গেলেও আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বাবুলের কোনো প্রচারণা দেখা যায়নি।
নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজী ফারুক বলেন, প্রার্থীরা একজন আরেক জনের বিরুদ্ধে কথা বলছেন, এটা তাঁদের নির্বাচনী কৌশল। তবে আমরা জেনে বুঝেই ভোট দেব।
প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের ভোটার মেরাজ হোসেন বলেন, কারও কথায় নয়, কুমিল্লার উন্নয়ন যে করতে পারবেন, তাঁকেই ভোট দেব।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
নগরীর ৬ নম্বর ওয়ার্ডের ভোটার মো. আনোয়ার হোসেন বলেন, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার একটা অপসংস্কৃতি। প্রার্থীরা কে কী করেছেন, তাঁরা কেমন নগরবাসী, তা বিবেচনা করেই তাঁদের ভোট দেবেন। কুমিল্লা সিটিতে মেয়র পদে লড়ছেন পাঁচ প্রার্থী। ১৩ জুন রাত ৮টায় কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণা শেষ হবে। ১৫ জুন ভোট।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে