মোহাম্মদ কামাল হোসেন, ঘাটাইল
ঘাটাইলের ধলাপাড়া জামে মসজিদটি শত বছরের পুরনো। ১৯১৭ সালে স্থানীয় জমিদারেরা এটি নির্মাণ করেন। কারুকার্যখচিত ও নান্দনিক কাঠামোর জন্য এটি জেলার বাসিন্দাদের কাছে জনপ্রিয় হয়ে উঠে।
ঘাটাইল উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে বংশাই নদীর পাড়ে মসজিদটি অবস্থিত। এর নামফলক থেকে জানা গেছে, ১৩২৩ বঙ্গাব্দ বনাম ইংরেজি ১৯১৭ সালে এটি নির্মাণ করা হয়। তৎকালীন ধলাপাড়ার জমিদার ছমির উদ্দিন চৌধুরী এটি নির্মাণ করেন।
মসজিদটিতে রয়েছে সাতটি গম্বুজ। মূল অংশের ওপরে রয়েছে তিনটি গম্বুজ। মাঝের গম্বুজটি একটু বড়। বারান্দায় রয়েছে আরও চারটি ছোট আকারের গম্বুজ। এর পাশে একটি সুউচ্চ মিনার ও ঈদগাহ মাঠ রয়েছে।
স্থানীয় প্রত্নতত্ত্ব গবেষক আবু সালেহ মো. জাকারিয়ার ‘ঘাটাইলের কিংবদন্তী’ বইয়ের তথ্যমতে, মসজিদটির গম্বুজ মোগল আমলের মসজিদের স্থাপত্যরীতির সঙ্গে মিল রয়েছে। মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৫৪ ও ৪০ ফুট। প্রতিটি দেয়ালের পুরুত্ব আনুমানিক সাড়ে তিন ফুট। মসজিদের মূল অংশে ও বারান্দায় রয়েছে পাঁচটি করে দরজা। এর ওপর রয়েছে লোহার খাঁচকাটা কারুকাজ। পশ্চিমের দেয়ালের কারুকাজগুলো অন্য পাশের দেয়াল থেকে ভিন্ন। এটি সহজে মুসল্লিদের দৃষ্টি কাড়ে।
মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে চুন, সুরকি ও সাদা সিমেন্ট। মিনারের পাশে মুসল্লিদের অজু ও গোসলের ব্যবস্থার জন্য একটি পুকুরও খনন করা হয়েছে। মসজিদটিতে একসঙ্গে আনুমানিক ২০০ জন নামাজ আদায় করতে পারেন।
মসজিদটি সম্প্রতি সংস্কার করা হয়েছে। জমিদার ছমির উদ্দিন চৌধুরীর বংশধর ধলাপাড়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ববিন হায়দার চৌধুরীর উদ্যোগে এই সংস্কার কাজ করা হয়।
ববিন হায়দার চৌধুরী বলেন, ‘মসজিদের মূল কারুকাজ ঠিক রেখে সংস্কার করা হয়েছে। ফলে প্রাচীন এই স্থাপনাটি আরও অনেক দিন টিকে থাকবে।’
ঘাটাইলের ধলাপাড়া জামে মসজিদটি শত বছরের পুরনো। ১৯১৭ সালে স্থানীয় জমিদারেরা এটি নির্মাণ করেন। কারুকার্যখচিত ও নান্দনিক কাঠামোর জন্য এটি জেলার বাসিন্দাদের কাছে জনপ্রিয় হয়ে উঠে।
ঘাটাইল উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে বংশাই নদীর পাড়ে মসজিদটি অবস্থিত। এর নামফলক থেকে জানা গেছে, ১৩২৩ বঙ্গাব্দ বনাম ইংরেজি ১৯১৭ সালে এটি নির্মাণ করা হয়। তৎকালীন ধলাপাড়ার জমিদার ছমির উদ্দিন চৌধুরী এটি নির্মাণ করেন।
মসজিদটিতে রয়েছে সাতটি গম্বুজ। মূল অংশের ওপরে রয়েছে তিনটি গম্বুজ। মাঝের গম্বুজটি একটু বড়। বারান্দায় রয়েছে আরও চারটি ছোট আকারের গম্বুজ। এর পাশে একটি সুউচ্চ মিনার ও ঈদগাহ মাঠ রয়েছে।
স্থানীয় প্রত্নতত্ত্ব গবেষক আবু সালেহ মো. জাকারিয়ার ‘ঘাটাইলের কিংবদন্তী’ বইয়ের তথ্যমতে, মসজিদটির গম্বুজ মোগল আমলের মসজিদের স্থাপত্যরীতির সঙ্গে মিল রয়েছে। মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৫৪ ও ৪০ ফুট। প্রতিটি দেয়ালের পুরুত্ব আনুমানিক সাড়ে তিন ফুট। মসজিদের মূল অংশে ও বারান্দায় রয়েছে পাঁচটি করে দরজা। এর ওপর রয়েছে লোহার খাঁচকাটা কারুকাজ। পশ্চিমের দেয়ালের কারুকাজগুলো অন্য পাশের দেয়াল থেকে ভিন্ন। এটি সহজে মুসল্লিদের দৃষ্টি কাড়ে।
মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে চুন, সুরকি ও সাদা সিমেন্ট। মিনারের পাশে মুসল্লিদের অজু ও গোসলের ব্যবস্থার জন্য একটি পুকুরও খনন করা হয়েছে। মসজিদটিতে একসঙ্গে আনুমানিক ২০০ জন নামাজ আদায় করতে পারেন।
মসজিদটি সম্প্রতি সংস্কার করা হয়েছে। জমিদার ছমির উদ্দিন চৌধুরীর বংশধর ধলাপাড়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ববিন হায়দার চৌধুরীর উদ্যোগে এই সংস্কার কাজ করা হয়।
ববিন হায়দার চৌধুরী বলেন, ‘মসজিদের মূল কারুকাজ ঠিক রেখে সংস্কার করা হয়েছে। ফলে প্রাচীন এই স্থাপনাটি আরও অনেক দিন টিকে থাকবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে