শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরিস্বল্পতা ও পন্টুন সমস্যায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। উভয় ঘাট এলাকায় পারের জন্য আসা যানবাহনের অব্যাহত চাপে দেখা দিয়েছে স্থায়ী যানজট। গতকাল মঙ্গলবার পাটুরিয়া ঘাট এলাকায় আটকে ছিল পাঁচ শতাধিক পণ্যবাহী যানবাহন।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীবাহী যানবাহন পাটুরিয়া ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা শেষে ফেরির নাগাল পায়। তবে পণ্যবাহী ট্রাকগুলোকে দিনের পর দিন অপেক্ষায় থাকতে হয়। পাটুরিয়া ফেরিঘাটের ট্রাক টার্মিনালের অপেক্ষমাণ পণ্যবাহী যানের ঠাঁই হয় না। এ যানের সারি মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়।
গতকাল সরেজমিনে দেখা যায়, ঘাট এলাকার যানজট এড়াতে পুলিশ পাটুরিয়ার ফেরি সংযোগ মোড়ে ঘাটমুখী পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রাখছে। ঘাটের অবস্থা বুঝে পর্যায়ক্রমে তা ছেড়ে দিচ্ছে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাটুরিয়া ঘাটে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষা আটকে ছিল।
পাটুরিয়ায় ফেরি পারের অপেক্ষায় থাকা ট্রাকচালক শাহ আলম বলেন, ঢাকা থেকে মালামাল বোঝাই করে গত সোমবার বিকেলে পাটুরিয়ায় আসেন তিনি। ঢাকা থেকে ঘাট পর্যন্ত পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। তবে ঘাটে এসে ফেরির নাগাল পেতে সারা রাত ও দিন কাটছে। ক্ষোভের সঙ্গে শাহ আলম বলেন, ‘ঘাটে আসলে যত সমস্যা ট্রাক ড্রাইভারদের। ফেরির বুকিং কাউন্টারে ঝামেলা, স্কেলে হয়রানি, ট্রাফিক পুলিশ ম্যানেজ। কোনোটি কম হলে ফেরি পারের কোনো সুযোগ নাই। অনিয়ম যেন এ ঘাটে নিয়মে পরিণত হয়েছে। এ বিষয়ে আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে কথা বলাটাই আমাদের জন্য বিপদ।’
বিপদ কেন—জানতে চাইলে শাহ আলম বলেন, ‘এত কিছু আপনাদের জানার দরকার নাই। টাকা ছাড়া কোনো সমস্যার সমাধান নাই এ ঘাটে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে পাটুরিয়া নৌপথে ছোট-বড় ২০টি ফেরির মধ্যে ১৬টি চলাচল করছে। শিমুলিয়া রুটে ফেরি চলাচল বিঘ্ন ঘটায় এ রুটে বাড়তি যানবাহন পারাপার অব্যাহত আছে।
জিল্লুর রহমান বলেন, ঘাটের উভয় প্রান্তে ফেরিতে যানবাহন লোড-আনলোডে পন্টুন সংকট আছে। পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় ৫ নম্বর পন্টুনটি এক সপ্তাহ যাবৎ বন্ধ থাকায় ৩ ও ৪ নম্বর ঘাটে বাড়তি চাপ পড়েছে। নতুন করে ১ নম্বর ঘাটটিতে পন্টুন স্থাপন করা হলেও নাব্য-সংকটে তা চালু করা সম্ভব হয়নি। ঘাটের মুখে পলি অপসারণের কাজ চলছে। দু-এক দিনের মধ্যে তা চালুর সম্ভাবনা আছে।
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরিস্বল্পতা ও পন্টুন সমস্যায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। উভয় ঘাট এলাকায় পারের জন্য আসা যানবাহনের অব্যাহত চাপে দেখা দিয়েছে স্থায়ী যানজট। গতকাল মঙ্গলবার পাটুরিয়া ঘাট এলাকায় আটকে ছিল পাঁচ শতাধিক পণ্যবাহী যানবাহন।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীবাহী যানবাহন পাটুরিয়া ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা শেষে ফেরির নাগাল পায়। তবে পণ্যবাহী ট্রাকগুলোকে দিনের পর দিন অপেক্ষায় থাকতে হয়। পাটুরিয়া ফেরিঘাটের ট্রাক টার্মিনালের অপেক্ষমাণ পণ্যবাহী যানের ঠাঁই হয় না। এ যানের সারি মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়।
গতকাল সরেজমিনে দেখা যায়, ঘাট এলাকার যানজট এড়াতে পুলিশ পাটুরিয়ার ফেরি সংযোগ মোড়ে ঘাটমুখী পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রাখছে। ঘাটের অবস্থা বুঝে পর্যায়ক্রমে তা ছেড়ে দিচ্ছে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাটুরিয়া ঘাটে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষা আটকে ছিল।
পাটুরিয়ায় ফেরি পারের অপেক্ষায় থাকা ট্রাকচালক শাহ আলম বলেন, ঢাকা থেকে মালামাল বোঝাই করে গত সোমবার বিকেলে পাটুরিয়ায় আসেন তিনি। ঢাকা থেকে ঘাট পর্যন্ত পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। তবে ঘাটে এসে ফেরির নাগাল পেতে সারা রাত ও দিন কাটছে। ক্ষোভের সঙ্গে শাহ আলম বলেন, ‘ঘাটে আসলে যত সমস্যা ট্রাক ড্রাইভারদের। ফেরির বুকিং কাউন্টারে ঝামেলা, স্কেলে হয়রানি, ট্রাফিক পুলিশ ম্যানেজ। কোনোটি কম হলে ফেরি পারের কোনো সুযোগ নাই। অনিয়ম যেন এ ঘাটে নিয়মে পরিণত হয়েছে। এ বিষয়ে আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে কথা বলাটাই আমাদের জন্য বিপদ।’
বিপদ কেন—জানতে চাইলে শাহ আলম বলেন, ‘এত কিছু আপনাদের জানার দরকার নাই। টাকা ছাড়া কোনো সমস্যার সমাধান নাই এ ঘাটে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে পাটুরিয়া নৌপথে ছোট-বড় ২০টি ফেরির মধ্যে ১৬টি চলাচল করছে। শিমুলিয়া রুটে ফেরি চলাচল বিঘ্ন ঘটায় এ রুটে বাড়তি যানবাহন পারাপার অব্যাহত আছে।
জিল্লুর রহমান বলেন, ঘাটের উভয় প্রান্তে ফেরিতে যানবাহন লোড-আনলোডে পন্টুন সংকট আছে। পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় ৫ নম্বর পন্টুনটি এক সপ্তাহ যাবৎ বন্ধ থাকায় ৩ ও ৪ নম্বর ঘাটে বাড়তি চাপ পড়েছে। নতুন করে ১ নম্বর ঘাটটিতে পন্টুন স্থাপন করা হলেও নাব্য-সংকটে তা চালু করা সম্ভব হয়নি। ঘাটের মুখে পলি অপসারণের কাজ চলছে। দু-এক দিনের মধ্যে তা চালুর সম্ভাবনা আছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে