খান রফিক, বরিশাল
দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ঠিক এ মুহূর্তে নিজেদের মধ্যে ঐক্য প্রয়োজন হলেও বরিশালের বিভিন্ন সংসদীয় আসনে এমপিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বিরোধ তুঙ্গে। এমপিদের বিরুদ্ধে অভিযোগ এনে দলীয়ভাবে শোকজ করা, পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া, আবার প্রকাশ্যে একে অপরকে ‘শব্দ বোমায়’ ঘায়েল করতে দেখা যাচ্ছে। জেলার চার এমপির সঙ্গেই তৃণমূল নেতা-কর্মীদের এই বিরোধ দেখা দিয়েছে।
এমপিদের সঙ্গে নেতা-কর্মীদের এতটাই দূরত্ব বেড়েছে যে দীর্ঘদিন ধরে তাঁদের ‘মুখ দেখাদেখি’ বন্ধ বলে জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে এ বিরোধ বলে অভিযোগ উঠেছে। তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা মনে করছেন, ভোটের রাজনীতিতে এই বিরোধ বিরূপ প্রভাব ফেলবে।
১৬ অক্টোবর চাঁদা আদায়সহ বিভিন্ন অভিযোগে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সরকারদলীয় এমপি শাহে আলমকে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ শোকজ করে। পরদিনই জেলা আওয়ামী লীগ পাল্টা শোকজ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে। এমপি অনুসারীদের অভিযোগ, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক জেলা নেতাদের ঘনিষ্ঠ সহচর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জেলার কোনো কোনো নেতা মনোনয়নপ্রত্যাশী। এ জন্যই তাঁরা এমপিকে বিতর্কিত করতে চান।
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুন্ডু বলেন, ‘কারও ব্যক্তিস্বার্থে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অপরাজনীতি চলছে। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক এবং সম্পাদক মাওলাদ হোসেন সানা মাঝেমধ্যে বানারীপাড়ায় আসেন। সুবিধাবাদীরা বাইরের লোককে এমপি বানানোর জন্য এ আসনে চক্রান্ত শুরু করেছেন।’
মাওলাদ হোসেন বলেন, ‘এমপি দলকে প্রশ্নবিদ্ধ করেছেন। তাঁর তো উচিত ছিল আগেই বোধগম্য হওয়া। আমাদের সঙ্গে নিয়ে কাজ করা। আমরা দূরত্ব করতে চাইনি। তিনি দলে আলাদা কোরাম করেছেন।’
তবে এমপি শাহে আলমের দাবি, সামনে নির্বাচন, তাই এসব ঘটনা ঘটাচ্ছেন বরিশালের কয়েকজন। যেমনটা করা হয়েছিল বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের এমপি পংকজ নাথের ক্ষেত্রে।
বাবুগঞ্জে ১৪ অক্টোবর আশু বজলুর রহমান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং এ আসনে দলটির মনোনয়নপ্রত্যাশী আতিকুর রহমান। ওই অনুষ্ঠানে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জাপার এমপি গোলাম কিবরিয়া টিপুকে দেখা যায়নি। বরং একই স্থানে বিকেলে ফুটবল ম্যাচের আয়োজন করেন টিপু। সেখানে ছিলেন না আওয়ামী লীগের অধিকাংশ নেতা। আতিকের দাবি, এমপি পাঁচ বছরে নিজের বাড়ির সামনের রাস্তাও পাকা করতে পারেননি। তাঁরা এবার নৌকার প্রার্থী চান। তবে এমপি বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ডে এখানকার জনগণ তাঁদের দেখতে পারেন না।’
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের এমপি পংকজ নাথের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের বিরোধ প্রকাশ্যে। তাঁকে কোণঠাসা করতে গত বছরের ১১ সেপ্টেম্বর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে সাবেক এমপি প্রয়াত মহিউদ্দিন আহমেদ সম্পর্কে বলেন, ‘বঙ্গবন্ধু খুনের পর ঢাকায় এমপি হোস্টেলে আমোদ-ফুর্তি করেছেন মহিউদ্দিন। তাঁর তখনকার সহযোগীরা এখন মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগ করছেন।’ ওই বক্তব্যের পর মহিউদ্দিনের ছেলে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহমেদ বলেন, ‘এমপি পংকজ নানা বিতর্কিত মন্তব্য করেছেন। মেহেন্দীগঞ্জ আওয়ামী লীগে বঙ্গবন্ধুর খুনিরা আছেন কি না, তা দলের সভাপতিই ভালো জানেন।’
বরিশাল-৫ (সদর) আসন থেকে এবার এমপি হতে দৌড়ঝাঁপ করছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ কারণে স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে দলীয় কোনো কর্মসূচিতে ডাকেন না আওয়ামী লীগের নেতারা। ফলে অধিকাংশ দলীয় কর্মসূচি এমপির অনুসারীরা আলাদাভাবে করেন।
এ বিষয়ে জানতে সাদিক আবদুল্লাহর মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। তাঁর অনুসারী নগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, এমপিরা তো আওয়ামী লীগের নেতাদের চেনেনই না। তাঁরা রাজধানীতে বসে কেন্দ্রীয় নেতাদের তোষামোদ করে মনোনয়ন আনেন।
এমপি জাহিদ ফারুকের অনুসারী নগর আওয়ামী লীগের আরেক সহসভাপতি আফজালুল করিম বলেন, স্থানীয়দের মধ্যে এমপির প্রতি ইতিবাচক ধারণা আছে। তিনি ক্লিন ইমেজের মানুষ।
এমপি-আওয়ামী লীগ নেতাদের পাল্টাপাল্টি এ অবস্থানের কারণে আসন্ন নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন মেহেন্দীগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বাচ্চু দেওয়ান।
দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ঠিক এ মুহূর্তে নিজেদের মধ্যে ঐক্য প্রয়োজন হলেও বরিশালের বিভিন্ন সংসদীয় আসনে এমপিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বিরোধ তুঙ্গে। এমপিদের বিরুদ্ধে অভিযোগ এনে দলীয়ভাবে শোকজ করা, পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া, আবার প্রকাশ্যে একে অপরকে ‘শব্দ বোমায়’ ঘায়েল করতে দেখা যাচ্ছে। জেলার চার এমপির সঙ্গেই তৃণমূল নেতা-কর্মীদের এই বিরোধ দেখা দিয়েছে।
এমপিদের সঙ্গে নেতা-কর্মীদের এতটাই দূরত্ব বেড়েছে যে দীর্ঘদিন ধরে তাঁদের ‘মুখ দেখাদেখি’ বন্ধ বলে জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে এ বিরোধ বলে অভিযোগ উঠেছে। তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা মনে করছেন, ভোটের রাজনীতিতে এই বিরোধ বিরূপ প্রভাব ফেলবে।
১৬ অক্টোবর চাঁদা আদায়সহ বিভিন্ন অভিযোগে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সরকারদলীয় এমপি শাহে আলমকে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ শোকজ করে। পরদিনই জেলা আওয়ামী লীগ পাল্টা শোকজ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে। এমপি অনুসারীদের অভিযোগ, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক জেলা নেতাদের ঘনিষ্ঠ সহচর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জেলার কোনো কোনো নেতা মনোনয়নপ্রত্যাশী। এ জন্যই তাঁরা এমপিকে বিতর্কিত করতে চান।
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুন্ডু বলেন, ‘কারও ব্যক্তিস্বার্থে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অপরাজনীতি চলছে। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক এবং সম্পাদক মাওলাদ হোসেন সানা মাঝেমধ্যে বানারীপাড়ায় আসেন। সুবিধাবাদীরা বাইরের লোককে এমপি বানানোর জন্য এ আসনে চক্রান্ত শুরু করেছেন।’
মাওলাদ হোসেন বলেন, ‘এমপি দলকে প্রশ্নবিদ্ধ করেছেন। তাঁর তো উচিত ছিল আগেই বোধগম্য হওয়া। আমাদের সঙ্গে নিয়ে কাজ করা। আমরা দূরত্ব করতে চাইনি। তিনি দলে আলাদা কোরাম করেছেন।’
তবে এমপি শাহে আলমের দাবি, সামনে নির্বাচন, তাই এসব ঘটনা ঘটাচ্ছেন বরিশালের কয়েকজন। যেমনটা করা হয়েছিল বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের এমপি পংকজ নাথের ক্ষেত্রে।
বাবুগঞ্জে ১৪ অক্টোবর আশু বজলুর রহমান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং এ আসনে দলটির মনোনয়নপ্রত্যাশী আতিকুর রহমান। ওই অনুষ্ঠানে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জাপার এমপি গোলাম কিবরিয়া টিপুকে দেখা যায়নি। বরং একই স্থানে বিকেলে ফুটবল ম্যাচের আয়োজন করেন টিপু। সেখানে ছিলেন না আওয়ামী লীগের অধিকাংশ নেতা। আতিকের দাবি, এমপি পাঁচ বছরে নিজের বাড়ির সামনের রাস্তাও পাকা করতে পারেননি। তাঁরা এবার নৌকার প্রার্থী চান। তবে এমপি বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ডে এখানকার জনগণ তাঁদের দেখতে পারেন না।’
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের এমপি পংকজ নাথের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের বিরোধ প্রকাশ্যে। তাঁকে কোণঠাসা করতে গত বছরের ১১ সেপ্টেম্বর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে সাবেক এমপি প্রয়াত মহিউদ্দিন আহমেদ সম্পর্কে বলেন, ‘বঙ্গবন্ধু খুনের পর ঢাকায় এমপি হোস্টেলে আমোদ-ফুর্তি করেছেন মহিউদ্দিন। তাঁর তখনকার সহযোগীরা এখন মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগ করছেন।’ ওই বক্তব্যের পর মহিউদ্দিনের ছেলে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহমেদ বলেন, ‘এমপি পংকজ নানা বিতর্কিত মন্তব্য করেছেন। মেহেন্দীগঞ্জ আওয়ামী লীগে বঙ্গবন্ধুর খুনিরা আছেন কি না, তা দলের সভাপতিই ভালো জানেন।’
বরিশাল-৫ (সদর) আসন থেকে এবার এমপি হতে দৌড়ঝাঁপ করছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ কারণে স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে দলীয় কোনো কর্মসূচিতে ডাকেন না আওয়ামী লীগের নেতারা। ফলে অধিকাংশ দলীয় কর্মসূচি এমপির অনুসারীরা আলাদাভাবে করেন।
এ বিষয়ে জানতে সাদিক আবদুল্লাহর মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। তাঁর অনুসারী নগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, এমপিরা তো আওয়ামী লীগের নেতাদের চেনেনই না। তাঁরা রাজধানীতে বসে কেন্দ্রীয় নেতাদের তোষামোদ করে মনোনয়ন আনেন।
এমপি জাহিদ ফারুকের অনুসারী নগর আওয়ামী লীগের আরেক সহসভাপতি আফজালুল করিম বলেন, স্থানীয়দের মধ্যে এমপির প্রতি ইতিবাচক ধারণা আছে। তিনি ক্লিন ইমেজের মানুষ।
এমপি-আওয়ামী লীগ নেতাদের পাল্টাপাল্টি এ অবস্থানের কারণে আসন্ন নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন মেহেন্দীগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বাচ্চু দেওয়ান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে