কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে ঘুষ আদায়ের অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ডের জন্য আঙুলের ছাপ নেওয়ার সময় ঘুষ নেওয়া, বিদেশ গমন-ইচ্ছুকদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা নেওয়ার অভিযোগ পেয়ে গত বুধবার দুদক এ অভিযান চালায়।
দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে সহকারী পরিচালক চৌধুরী বিশ্বনাথন আনন্দ, রকিবুল ইসলাম ও উপসহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান এবং মোহাম্মদ আবু তালহার সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম ওই অভিযান চালায়।
দুদক সূত্রে জানা যায়, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ওমানসহ বেশ কয়েকটি দেশে শ্রমিক ভিসায় যেতে আগ্রহী ব্যক্তিদের নীতিমালা অনুসারে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ইস্যু করা ভিসার সত্যায়ন কপি প্রাপ্তি সাপেক্ষে স্ব স্ব জেলার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কার্যালয়ে কোনো রকম ফি ছাড়া আঙুলের ছাপ নেওয়ার বিধান রয়েছে।
জানা গেছে, দেশের বাইরে যেতে ইচ্ছুক এসব ব্যক্তিরা আঙুলের ছাপ দিতে গেলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে ভিসার সত্যায়ন ছাড়াই ঘুষ নিয়ে বিএমইটির কার্ড দেওয়া হয়। দীর্ঘদিন ধরে চলা এমন অনিয়মের অভিযোগ ওঠায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, কুষ্টিয়ায় অভিযান চালায় দুদক। অভিযানে সহকারী পরিচালক (বিএমইটি) মোহাম্মদ মশফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সঙ্গে দপ্তরের গুরুপূর্ণ ফাইলপত্র পর্যালোচনা করেন। এ সময় দুদকের সরেজমিন পরিদর্শনকালে কার্যালয়ের নিজস্ব কর্মকর্তা কর্মচারীদের বাইরেও বহিরাগত দালালদের দৌরাত্ম্য দুদকের দৃষ্টিগোচর হয় বলেও দুদকের পক্ষ থেকে জানানো হয়।
জানতে চাইলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, কুষ্টিয়া কার্যালয়ে সহকারী পরিচালক (বিএমইটি) মোহাম্মদ মশফিকুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সত্য নয়।’ তবে দুদকের অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো কথার জবাব দেননি।
দুদকের সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল গতকাল বৃহস্পতিবার বলেন, ‘ওই কার্যালয়ের কর্মকর্তাদের ঘুষ নেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। আমরা সেখানে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলি এবং সেখান থেকে অভিযোগের বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে।’
দুদকের সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের বিরুদ্ধে আসা কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে দুদকের পক্ষ থেকে একটি দল অভিযান চালায়।’
কুষ্টিয়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে ঘুষ আদায়ের অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ডের জন্য আঙুলের ছাপ নেওয়ার সময় ঘুষ নেওয়া, বিদেশ গমন-ইচ্ছুকদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা নেওয়ার অভিযোগ পেয়ে গত বুধবার দুদক এ অভিযান চালায়।
দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে সহকারী পরিচালক চৌধুরী বিশ্বনাথন আনন্দ, রকিবুল ইসলাম ও উপসহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান এবং মোহাম্মদ আবু তালহার সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম ওই অভিযান চালায়।
দুদক সূত্রে জানা যায়, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ওমানসহ বেশ কয়েকটি দেশে শ্রমিক ভিসায় যেতে আগ্রহী ব্যক্তিদের নীতিমালা অনুসারে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ইস্যু করা ভিসার সত্যায়ন কপি প্রাপ্তি সাপেক্ষে স্ব স্ব জেলার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কার্যালয়ে কোনো রকম ফি ছাড়া আঙুলের ছাপ নেওয়ার বিধান রয়েছে।
জানা গেছে, দেশের বাইরে যেতে ইচ্ছুক এসব ব্যক্তিরা আঙুলের ছাপ দিতে গেলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে ভিসার সত্যায়ন ছাড়াই ঘুষ নিয়ে বিএমইটির কার্ড দেওয়া হয়। দীর্ঘদিন ধরে চলা এমন অনিয়মের অভিযোগ ওঠায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, কুষ্টিয়ায় অভিযান চালায় দুদক। অভিযানে সহকারী পরিচালক (বিএমইটি) মোহাম্মদ মশফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সঙ্গে দপ্তরের গুরুপূর্ণ ফাইলপত্র পর্যালোচনা করেন। এ সময় দুদকের সরেজমিন পরিদর্শনকালে কার্যালয়ের নিজস্ব কর্মকর্তা কর্মচারীদের বাইরেও বহিরাগত দালালদের দৌরাত্ম্য দুদকের দৃষ্টিগোচর হয় বলেও দুদকের পক্ষ থেকে জানানো হয়।
জানতে চাইলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, কুষ্টিয়া কার্যালয়ে সহকারী পরিচালক (বিএমইটি) মোহাম্মদ মশফিকুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সত্য নয়।’ তবে দুদকের অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো কথার জবাব দেননি।
দুদকের সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল গতকাল বৃহস্পতিবার বলেন, ‘ওই কার্যালয়ের কর্মকর্তাদের ঘুষ নেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। আমরা সেখানে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলি এবং সেখান থেকে অভিযোগের বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে।’
দুদকের সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের বিরুদ্ধে আসা কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে দুদকের পক্ষ থেকে একটি দল অভিযান চালায়।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে