গৌরীপুর ও নান্দাইল প্রতিনিধি
আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে দুই উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে গৌরীপুরে উপজেলায় গত রোববার গভীর রাতে বয়ে যাওয়া ঝড়ে ১০টি ইউনিয়নেই ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে রামগোপালপুর, অচিন্ত্যপুর, ডৌহাখলা, গৌরীপুর, ভাংনামারী ও পৌরসভায় শিলায় ফসলের ক্ষতি হয়েছে। ভেঙে গেছে অনেক গাছপালা।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ভেঙে যাওয়া গাছপালায় অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বিশেষ করে কলতাপাড়া বাজার লাইন ও অচিন্ত্যপুর ইউনিয়নে ক্ষতি হয়েছে বেশি। রাত থেকেই এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ছাড়া অনেক ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, রোববার রাত দেড়টার গৌরীপুরে আধঘণ্টাব্যাপী বয়ে যাওয়া ঝড় ও কয়েক মিনিটের শিলাবৃষ্টির তাণ্ডবে এ ক্ষতি হবে। গাছপালা পড়ে ঘর-বাড়ি ভেঙে যায় ও বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতে রাতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পৌরসভার নিমতলি মহল্লার রিসেন্ট কম্পিউটার একাডেমির পরিচালক মো. মমিনুর রেজা বিপ্লব বলেন, ‘পাশের একটি শতবর্ষী দেবদারু গাছ পড়ে প্রতিষ্ঠানের টিনের ছাউনি ও ইটের পাকা দেয়াল ভেঙে গেছে।’
গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি বলেন, ‘পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে পরিদর্শন ও তালিকা তৈরি করছেন।’
গৌরীপুরের আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘রাতের আকস্মিক ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ বিতরণ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। কলতাপাড়া ও অচিন্ত্যপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, ‘রাতের ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে মাঠ পর্যায়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’
এদিকে নান্দাইলেও ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বোরো ধান নষ্ট হয়েছে, গাছের ডালপালা পড়ে ঘর ভেঙে গেছে। ঝড়ের পর থেকে উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার ইফতারের পর হালকা বাতাস ও বৃষ্টি হয়। পরে রাত ২টার দিকে ঝোড়ো হাওয়া ও শিলা বৃষ্টি শুরু হয়। এতে গাছের ডাল পালা ভেঙে ঘরে পড়ে। ফসলি জমির ধান বাতাসে নুয়ে পড়েছে। উপজেলার জামতলা এলাকার মৎস্য চাষি ফেরদৌস মল্লিকের মাছের পোনা হ্যাচারির চাল বাতাসে উড়ে গেছে। এদিকে ঝড়ে চন্ডিপাশা, মোয়াজ্জেমপুর, আচারগাঁও ইউনিয়নের অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে ক্ষতি হয়েছে। মুসুল্লি ও সিংরইল ইউনিয়নে ভুট্টা খেতের বেশি ক্ষতি হয়েছে।
আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে দুই উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে গৌরীপুরে উপজেলায় গত রোববার গভীর রাতে বয়ে যাওয়া ঝড়ে ১০টি ইউনিয়নেই ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে রামগোপালপুর, অচিন্ত্যপুর, ডৌহাখলা, গৌরীপুর, ভাংনামারী ও পৌরসভায় শিলায় ফসলের ক্ষতি হয়েছে। ভেঙে গেছে অনেক গাছপালা।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ভেঙে যাওয়া গাছপালায় অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বিশেষ করে কলতাপাড়া বাজার লাইন ও অচিন্ত্যপুর ইউনিয়নে ক্ষতি হয়েছে বেশি। রাত থেকেই এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ছাড়া অনেক ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, রোববার রাত দেড়টার গৌরীপুরে আধঘণ্টাব্যাপী বয়ে যাওয়া ঝড় ও কয়েক মিনিটের শিলাবৃষ্টির তাণ্ডবে এ ক্ষতি হবে। গাছপালা পড়ে ঘর-বাড়ি ভেঙে যায় ও বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতে রাতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পৌরসভার নিমতলি মহল্লার রিসেন্ট কম্পিউটার একাডেমির পরিচালক মো. মমিনুর রেজা বিপ্লব বলেন, ‘পাশের একটি শতবর্ষী দেবদারু গাছ পড়ে প্রতিষ্ঠানের টিনের ছাউনি ও ইটের পাকা দেয়াল ভেঙে গেছে।’
গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি বলেন, ‘পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে পরিদর্শন ও তালিকা তৈরি করছেন।’
গৌরীপুরের আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘রাতের আকস্মিক ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ বিতরণ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। কলতাপাড়া ও অচিন্ত্যপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, ‘রাতের ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে মাঠ পর্যায়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’
এদিকে নান্দাইলেও ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বোরো ধান নষ্ট হয়েছে, গাছের ডালপালা পড়ে ঘর ভেঙে গেছে। ঝড়ের পর থেকে উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার ইফতারের পর হালকা বাতাস ও বৃষ্টি হয়। পরে রাত ২টার দিকে ঝোড়ো হাওয়া ও শিলা বৃষ্টি শুরু হয়। এতে গাছের ডাল পালা ভেঙে ঘরে পড়ে। ফসলি জমির ধান বাতাসে নুয়ে পড়েছে। উপজেলার জামতলা এলাকার মৎস্য চাষি ফেরদৌস মল্লিকের মাছের পোনা হ্যাচারির চাল বাতাসে উড়ে গেছে। এদিকে ঝড়ে চন্ডিপাশা, মোয়াজ্জেমপুর, আচারগাঁও ইউনিয়নের অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে ক্ষতি হয়েছে। মুসুল্লি ও সিংরইল ইউনিয়নে ভুট্টা খেতের বেশি ক্ষতি হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে