হাবিবুর রনি, বাকৃবি
রান্নার কথা উঠলেই আসে মসলার কথা। দেশে বিভিন্ন ধরনের মসলার ব্যবহার এবং চাহিদা বাড়ছে। বর্তমানে দেশে মসলার বাজার প্রায় ৩০ হাজার কোটি টাকার। দেশে প্রায় ৫০ ধরনের মসলা ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে দেশে চাষ হয় মাত্র সাত ধরনের মসলা। চাহিদার বেশির ভাগই আমদানি করতে হয়।
বছরে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা মসলা আমদানিতে ব্যয় হয়। বিশ্ববাজারেও বিভিন্ন কারণে মসলার বাজার প্রায়ই অস্থির হয়ে ওঠে। যার কারণে বিপাকে পড়েন ভোক্তারা।
এসব বিষয় বিবেচনায় নিয়ে দেশেই উন্নত জাতের মসলার চাষ এবং প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ১১০টি উপজেলা এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে উন্নত জাতের মসলা চাষ ও প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করা হবে।
‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ’ নামক প্রকল্পের মাধ্যমে ৫ বছরে এটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের বাজেট ধরা হয়েছে ১১৯ কোটি ৫০ লাখ টাকা। এর মাধ্যমে দেশে মসলার আবাদ ৫ শতাংশ বাড়বে। পরিমাণে যা প্রায় ২ লাখ ৩৬ হাজার টন।
গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় এবং একনেকের সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত প্রকল্পটি অনুমোদনের জন্য সুপারিশ করে পরিকল্পনা কমিশন। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
পরিকল্পনা কমিশন জানায়, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে জুন ২০২৭ মেয়াদে বাস্তবায়ন করা হবে। আধুনিক টেকসই প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থাপনা সম্প্রসারণের মাধ্যমে মসলাজাতীয় ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও বহুমুখীকরণ, মসলা সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনোত্তর অপচয় হ্রাস এবং শস্য নিবিড়তা ২ থেকে ৫ শতাংশ বৃদ্ধি করা হবে।
মসলা প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং প্রতিকূল পরিবেশে অভিযোজন ক্ষমতাসম্পন্ন জাত প্রচলন করা হবে।
প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে ২৮ হাজার ৬৫২টি মসলা প্রদর্শনী এবং চারা-কলম উৎপাদন ও আমদানি, ৩০২টি বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি কেনা, ৪ হাজার ২০০ রানিং মিটার সীমানাপ্রাচীর ও ১৮৫টি পলি শেড-গার্ড, শেড-লেবার শেড ও নার্সারি শেড নির্মাণ করা।
এ ছাড়া ২ হাজার ৬৫০ ব্যাচ কৃষক প্রশিক্ষণ, ৪৫ ব্যাচ এসএএও-সমমানের কর্মকর্তা প্রশিক্ষণ, ২৯ ব্যাচ কর্মকর্তা প্রশিক্ষণ ও ২ ব্যাচ বৈদেশিক প্রশিক্ষণ, ১৩৫ ব্যাচ কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ এবং ১ হাজার ৬৫০টি কৃষক মাঠ দিবস আয়োজন করা হবে।
জানা গেছে, বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র এ পর্যন্ত ২৩ ধরনের মসলাজাতীয় ফসলের ৪৮টি জাত উদ্ভাবন করেছে। এসব ফসল পোকামাকড় এবং বিভিন্ন বালাই থেকে সুরক্ষা ও সংরক্ষণে বিভিন্ন প্রযুক্তিও উদ্ভাবন হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও হর্টিকালচার বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম আব্দুর রহিম বলেন, ‘সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রকল্পটি বাস্তবায়ন হলে বিদেশ থেকে মসলা আমদানি অনেকাংশেই কমে যাবে। তবে প্রকল্পের আওতাধীন এলাকাগুলোয় দেশের উদ্ভাবিত উন্নত জাতের মসলার জাত চাষ করতে হবে। কারণ, এগুলো দেশীয় আবহাওয়ায় সহজেই খাপ খাইয়ে নিতে পারবে। প্রকল্পের মাধ্যমে দেশে উদ্ভাবিত মসলার জাত এবং প্রযুক্তি মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া যাবে।’
রান্নার কথা উঠলেই আসে মসলার কথা। দেশে বিভিন্ন ধরনের মসলার ব্যবহার এবং চাহিদা বাড়ছে। বর্তমানে দেশে মসলার বাজার প্রায় ৩০ হাজার কোটি টাকার। দেশে প্রায় ৫০ ধরনের মসলা ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে দেশে চাষ হয় মাত্র সাত ধরনের মসলা। চাহিদার বেশির ভাগই আমদানি করতে হয়।
বছরে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা মসলা আমদানিতে ব্যয় হয়। বিশ্ববাজারেও বিভিন্ন কারণে মসলার বাজার প্রায়ই অস্থির হয়ে ওঠে। যার কারণে বিপাকে পড়েন ভোক্তারা।
এসব বিষয় বিবেচনায় নিয়ে দেশেই উন্নত জাতের মসলার চাষ এবং প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ১১০টি উপজেলা এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে উন্নত জাতের মসলা চাষ ও প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করা হবে।
‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ’ নামক প্রকল্পের মাধ্যমে ৫ বছরে এটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের বাজেট ধরা হয়েছে ১১৯ কোটি ৫০ লাখ টাকা। এর মাধ্যমে দেশে মসলার আবাদ ৫ শতাংশ বাড়বে। পরিমাণে যা প্রায় ২ লাখ ৩৬ হাজার টন।
গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় এবং একনেকের সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত প্রকল্পটি অনুমোদনের জন্য সুপারিশ করে পরিকল্পনা কমিশন। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
পরিকল্পনা কমিশন জানায়, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে জুন ২০২৭ মেয়াদে বাস্তবায়ন করা হবে। আধুনিক টেকসই প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থাপনা সম্প্রসারণের মাধ্যমে মসলাজাতীয় ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও বহুমুখীকরণ, মসলা সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনোত্তর অপচয় হ্রাস এবং শস্য নিবিড়তা ২ থেকে ৫ শতাংশ বৃদ্ধি করা হবে।
মসলা প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং প্রতিকূল পরিবেশে অভিযোজন ক্ষমতাসম্পন্ন জাত প্রচলন করা হবে।
প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে ২৮ হাজার ৬৫২টি মসলা প্রদর্শনী এবং চারা-কলম উৎপাদন ও আমদানি, ৩০২টি বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি কেনা, ৪ হাজার ২০০ রানিং মিটার সীমানাপ্রাচীর ও ১৮৫টি পলি শেড-গার্ড, শেড-লেবার শেড ও নার্সারি শেড নির্মাণ করা।
এ ছাড়া ২ হাজার ৬৫০ ব্যাচ কৃষক প্রশিক্ষণ, ৪৫ ব্যাচ এসএএও-সমমানের কর্মকর্তা প্রশিক্ষণ, ২৯ ব্যাচ কর্মকর্তা প্রশিক্ষণ ও ২ ব্যাচ বৈদেশিক প্রশিক্ষণ, ১৩৫ ব্যাচ কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ এবং ১ হাজার ৬৫০টি কৃষক মাঠ দিবস আয়োজন করা হবে।
জানা গেছে, বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র এ পর্যন্ত ২৩ ধরনের মসলাজাতীয় ফসলের ৪৮টি জাত উদ্ভাবন করেছে। এসব ফসল পোকামাকড় এবং বিভিন্ন বালাই থেকে সুরক্ষা ও সংরক্ষণে বিভিন্ন প্রযুক্তিও উদ্ভাবন হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও হর্টিকালচার বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম আব্দুর রহিম বলেন, ‘সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রকল্পটি বাস্তবায়ন হলে বিদেশ থেকে মসলা আমদানি অনেকাংশেই কমে যাবে। তবে প্রকল্পের আওতাধীন এলাকাগুলোয় দেশের উদ্ভাবিত উন্নত জাতের মসলার জাত চাষ করতে হবে। কারণ, এগুলো দেশীয় আবহাওয়ায় সহজেই খাপ খাইয়ে নিতে পারবে। প্রকল্পের মাধ্যমে দেশে উদ্ভাবিত মসলার জাত এবং প্রযুক্তি মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া যাবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে