কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
অল্প বৃষ্টিপাত হলেই ডুবে যায় রাস্তা। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমজুড়ে রাস্তায় থাকে পানি। এতে হাঁটুপানি পেরিয়ে চলাচল করেন চার গ্রামের মানুষ। রাস্তাটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চর সরিষাবাড়ি এলাকায়।
জানা গেছে, চর সরিষাবাড়ি এলাকা মূলত নদীতীরবর্তী চরাঞ্চল। এ কারণে বেশির ভাগ স্থান বন্যা ও বৃষ্টির পানিতে ডুবে থাকে। কাঁচা রাস্তাটি সংস্কার না করায় দুর্ভোগ কমছে না এলাকার মানুষের।
স্থানীয় বাসিন্দা মো. জনাব আলী, মো. আবদুল আজিজ ও জয়নাল আবেদীন বলেন, ‘আশপাশের চার গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পানিতে ডুবে কিংবা সাপের ছোবলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
তাই সন্তানদের স্কুলে পাঠিয়েও দুশ্চিন্তায় থাকতে হয়। শিশুরা হাঁটুপানি পার হয়ে চলাচল করে।’
আকমল হোসেন নামের এক কৃষক বলেন, ‘৩১ বছর ধরে এই এলাকার অন্যতম সমস্যা রাস্তা ও সেতু। ভোট এলেই সবাই এই রাস্তা ও সেতু নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট শেষ হলে আর কারও দেখা পাওয়া যায় না।’
এ বিষয়ে চর সরিষাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল রহমান বলেন, ‘বিদ্যালয়টি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঝুঁকি নিয়ে আমাদের স্কুলে আসা-যাওয়া করতে হচ্ছে। এই রাস্তা ও একটি সেতুর জন্য বারবার আবেদন করছি, কিন্তু কোনো লাভ হয়নি। একটু পানি হলেই ব্যাগে করে বাড়তি কাপড় নিয়ে আসতে হয়। এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চাই।’
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. হাবিবুল্লাহ বাহার বলেন, ‘আমি যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই দেখছি, এই অবস্থায় মানুষ চলাচল করে আসছে। বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করেও কোনো ফল হয়নি।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ‘এলাকার জনগণের সহযোগিতায় বিদ্যালয় ও সরিষাবাড়ি গ্রামে যাতায়াতের একটি রাস্তা করা হয়েছে। তবে রাস্তাটি রেকর্ডভুক্ত নয়। সরেজমিনে দেখে জনদুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য দ্রুত এটি সংস্কার ও সেতুর কাজ সম্পন্ন করা হবে।’
অল্প বৃষ্টিপাত হলেই ডুবে যায় রাস্তা। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমজুড়ে রাস্তায় থাকে পানি। এতে হাঁটুপানি পেরিয়ে চলাচল করেন চার গ্রামের মানুষ। রাস্তাটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চর সরিষাবাড়ি এলাকায়।
জানা গেছে, চর সরিষাবাড়ি এলাকা মূলত নদীতীরবর্তী চরাঞ্চল। এ কারণে বেশির ভাগ স্থান বন্যা ও বৃষ্টির পানিতে ডুবে থাকে। কাঁচা রাস্তাটি সংস্কার না করায় দুর্ভোগ কমছে না এলাকার মানুষের।
স্থানীয় বাসিন্দা মো. জনাব আলী, মো. আবদুল আজিজ ও জয়নাল আবেদীন বলেন, ‘আশপাশের চার গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পানিতে ডুবে কিংবা সাপের ছোবলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
তাই সন্তানদের স্কুলে পাঠিয়েও দুশ্চিন্তায় থাকতে হয়। শিশুরা হাঁটুপানি পার হয়ে চলাচল করে।’
আকমল হোসেন নামের এক কৃষক বলেন, ‘৩১ বছর ধরে এই এলাকার অন্যতম সমস্যা রাস্তা ও সেতু। ভোট এলেই সবাই এই রাস্তা ও সেতু নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট শেষ হলে আর কারও দেখা পাওয়া যায় না।’
এ বিষয়ে চর সরিষাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল রহমান বলেন, ‘বিদ্যালয়টি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঝুঁকি নিয়ে আমাদের স্কুলে আসা-যাওয়া করতে হচ্ছে। এই রাস্তা ও একটি সেতুর জন্য বারবার আবেদন করছি, কিন্তু কোনো লাভ হয়নি। একটু পানি হলেই ব্যাগে করে বাড়তি কাপড় নিয়ে আসতে হয়। এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চাই।’
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. হাবিবুল্লাহ বাহার বলেন, ‘আমি যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই দেখছি, এই অবস্থায় মানুষ চলাচল করে আসছে। বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করেও কোনো ফল হয়নি।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ‘এলাকার জনগণের সহযোগিতায় বিদ্যালয় ও সরিষাবাড়ি গ্রামে যাতায়াতের একটি রাস্তা করা হয়েছে। তবে রাস্তাটি রেকর্ডভুক্ত নয়। সরেজমিনে দেখে জনদুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য দ্রুত এটি সংস্কার ও সেতুর কাজ সম্পন্ন করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে