আ.লীগের একজনসহ ৩১ প্রার্থী জামানত হারাচ্ছেন

বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ০০

বুড়িচং উপজেলায় সপ্তম ধাপের ৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের একজনসহ ৩১ চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। এসব ইউপিতে মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ না পাওয়ায় প্রার্থীরা তাঁদের জামানত হারাচ্ছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এসব প্রার্থীদের মধ্যে রাজাপুর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তফা জামানত হারাচ্ছেন। একই ইউপিতে আরও ৫ চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। এ ছাড়া বাকশীমূল ইউপিতে ৬ জন, বুড়িচং সদরে ১, ষোলনলে ১, পীরযাত্রাপুরে ৪, ময়নামতিতে ৩, মোকামে ২, ভারেল্লা উত্তরে ১, ভারেল্লা দক্ষিণে ৭ জন প্রার্থী জামানত হারাচ্ছেন।

উল্লেখ্য, গত সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ৯টি ইউপির ৩ টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ৬ টিতে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৯ ইউপিতে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮২ জন ও সাধারণ সদস্য পদে ৩৫৭ জনসহ মোট ৫০০ প্রার্থীর মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়র হোসেন বলেন, প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। সেই অনুযায়ী চেয়ারম্যান পদে ৬১ জনের মধ্যে ৩১ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত