মহসিন রেজা, দেওয়ানগঞ্জ (জামালপুর)
জামালপুরের দেওয়ানগঞ্জে গয়ের ডোবা সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে যানবাহনসহ পথচারীদের। উপজেলার কাঠারবিল সানান্দবাড়ী সড়কের এ সেতুটি ২০০৬ সালে নির্মাণ করা হয়। দুই বছর আগে সেতুটি পুনর্নির্মাণে প্রস্তাবনা করা হয়। কিন্তু বর্তমানে এই প্রস্তাবনার কোনো হদিস নেই বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, এলজিইডির অর্থায়নে ২০০৬ সালে ৩৫ লাখ ২৫ হাজার ৫৯৭ টাকা ব্যয়ে গয়ের ডোবা খালের ওপর পথচারী সেতু নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের সময় দুই পাশে সরু কাঁচা রাস্তা ছিল। ২০১৭ সালে কাঠারবিল থেকে সানান্দবাড়ী পর্যন্ত পাকা সড়ক হলে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, কাঠারবিল-সানান্দবাড়ী সড়ক পাকা হওয়ায় বিশাল জনগোষ্ঠীর জেলা-উপজেলায় যাতায়াত সহজতর হয়েছে। কিন্তু গয়ের ডোবা সেতুটির প্রশস্ততা খুবই কম। পাশাপাশি দুটি ভ্যানগাড়ি চলতে পারে না।
স্থানীয় বাসিন্দা হজরত আলী মাস্টার, মো. আ. সালাম ও মো. রফিল উদ্দিন বলেন, প্রায় নয় বছর আগে থেকে সেতুটির রেলিং ভাঙতে শুরু করে। প্রায় তিন-চার বছর আগে থেকে ভাঙতে শুরু করে পাটাতন। সেতুটির ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত যানবাহন চলাচল করছে।
তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে ঝুঁকিপূর্ণ সেতুর বিষয়টি জানালেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। তাঁরা সেতুটির প্রশস্ততা বৃদ্ধিসহ যানবাহন পারাপারের উপযোগী সেতু নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ বলেন, কাঠারবিল সানান্দবাড়ী সড়কের গয়ের ডোবা সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। সেতুর রেলিং অনেক আগেই ভেঙে গেছে। সেতুর পূর্ব-পশ্চিম পাড়ের মানুষের বিকল্প সড়ক না থাকায় এই সেতু দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ বলেন, ‘গয়ের ডোবা সেতুটি পুনর্নির্মাণের জন্য আড়াই বছর আগে প্রস্তাবনা করা হয়। সে প্রস্তাবনার কোনো হদিস আমি এসে পাইনি। বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ। তাই ওই স্থানে সড়কের উপযোগী ১০০ মিটার নতুন সেতু নির্মাণের জন্য শিগগিরই প্রস্তাবনা পাঠানো হবে।’
জামালপুরের দেওয়ানগঞ্জে গয়ের ডোবা সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে যানবাহনসহ পথচারীদের। উপজেলার কাঠারবিল সানান্দবাড়ী সড়কের এ সেতুটি ২০০৬ সালে নির্মাণ করা হয়। দুই বছর আগে সেতুটি পুনর্নির্মাণে প্রস্তাবনা করা হয়। কিন্তু বর্তমানে এই প্রস্তাবনার কোনো হদিস নেই বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, এলজিইডির অর্থায়নে ২০০৬ সালে ৩৫ লাখ ২৫ হাজার ৫৯৭ টাকা ব্যয়ে গয়ের ডোবা খালের ওপর পথচারী সেতু নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের সময় দুই পাশে সরু কাঁচা রাস্তা ছিল। ২০১৭ সালে কাঠারবিল থেকে সানান্দবাড়ী পর্যন্ত পাকা সড়ক হলে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, কাঠারবিল-সানান্দবাড়ী সড়ক পাকা হওয়ায় বিশাল জনগোষ্ঠীর জেলা-উপজেলায় যাতায়াত সহজতর হয়েছে। কিন্তু গয়ের ডোবা সেতুটির প্রশস্ততা খুবই কম। পাশাপাশি দুটি ভ্যানগাড়ি চলতে পারে না।
স্থানীয় বাসিন্দা হজরত আলী মাস্টার, মো. আ. সালাম ও মো. রফিল উদ্দিন বলেন, প্রায় নয় বছর আগে থেকে সেতুটির রেলিং ভাঙতে শুরু করে। প্রায় তিন-চার বছর আগে থেকে ভাঙতে শুরু করে পাটাতন। সেতুটির ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত যানবাহন চলাচল করছে।
তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে ঝুঁকিপূর্ণ সেতুর বিষয়টি জানালেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। তাঁরা সেতুটির প্রশস্ততা বৃদ্ধিসহ যানবাহন পারাপারের উপযোগী সেতু নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ বলেন, কাঠারবিল সানান্দবাড়ী সড়কের গয়ের ডোবা সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। সেতুর রেলিং অনেক আগেই ভেঙে গেছে। সেতুর পূর্ব-পশ্চিম পাড়ের মানুষের বিকল্প সড়ক না থাকায় এই সেতু দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ বলেন, ‘গয়ের ডোবা সেতুটি পুনর্নির্মাণের জন্য আড়াই বছর আগে প্রস্তাবনা করা হয়। সে প্রস্তাবনার কোনো হদিস আমি এসে পাইনি। বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ। তাই ওই স্থানে সড়কের উপযোগী ১০০ মিটার নতুন সেতু নির্মাণের জন্য শিগগিরই প্রস্তাবনা পাঠানো হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে