বিনোদন প্রতিবেদক, ঢাকা
মফস্বলের মেয়ে অনন্যা। সুন্দরী সহজ-সরল মেয়েটি ফেঁসে গেছে খুনের মামলায়। সে নাকি খুন করেছে তারই স্বামীকে। মেয়েটি যে ছেলেটিকে প্রচণ্ড ভালোবাসত, যাকে জীবনসঙ্গী হিসেবে আপন করে নিয়েছে, সেই মানুষটাকে হত্যার অপরাধে মেয়েটি আজ অপরাধী। রায়হান রাফী পরিচালিত ‘পরান’ সিনেমার অনন্যা চরিত্রটি এরই মধ্যে প্রশংসা কুড়াচ্ছে। অপরাধ ও নিরপরাধ—এই দুইয়ের মাঝখানে এক রহস্যময়ী তরুণী অনন্যা। আর এই অনন্যা চরিত্রে অভিনয়ে সাড়া জাগিয়েছেন বিদ্যা সিনহা মিম। দর্শক বলছেন, ‘জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে মিমের কাছে আমাদের চাওয়া ছিল আকাশছোঁয়া। মিম সেই চাওয়া পূর্ণ করলেন এই সিনেমায়। এত সুন্দর, সাবলীল অভিনয় মূলধারার বাণিজ্যিক সিনেমার নায়িকাদের মধ্যে এখন কমই দেখা যায়।’
ভালো আর মন্দ, সরল আর জটিলের মাঝামাঝি একটা চরিত্র অনন্যা। দারুণভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন মিম। সহজাত সৌন্দর্য তাঁর সঙ্গী, এর পাশাপাশি অভিনয়েও মন ভরিয়েছেন মিম। সিনেমার শুটিং হয়েছে ময়মনসিংহে। তাই সেখানকার দর্শকের মনে ছিল বাড়তি আগ্রহ। ময়মনসিংহে সিনেমাটির বিশেষ প্রচারণার পরিকল্পনা করেছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঈদের দ্বিতীয় দিনেই সেখানে ছুটে গিয়েছে ‘পরাণ’ টিম। ময়মনসিংহের পূরবী সিনেমা হলে দর্শকের সঙ্গে সিনেমা দেখেছেন মিমরা। তিনি বলেন, ‘ঈদের দিন থেকে ঢাকাসহ সারা দেশে হাউসফুল ছিল ‘পরাণ’-এর শো। আমরা ঈদের দিন থেকে সিনেমা হলগুলো ঘুরছি।
ঈদের দ্বিতীয় দিন খুব ভোরে বেরিয়েছিলাম ময়মনসিংহের উদ্দেশে। রাত ৮টার দিকে বাসায় ফিরেছি। এই যে হলে হলে ঘুরলাম, হলভর্তি দর্শক দেখে কী আনন্দই না পেয়েছি! এমন সাড়া পেয়ে আমরা আপ্লুত। একজন হলমালিক যখন বলেন, অনেক বছর পর এমন হাউসফুল হলো তাদের সিনেমা হল, তখন খুশিতে মনটা ভরে ওঠে। দর্শক যখন ‘অনন্যা’কে গালমন্দ করছে, তখনো ভালো লাগে। একজন অভিনয়শিল্পী তো তার অভিনয়ের এমন স্বীকৃতিই চায়! ঈদের তৃতীয় দিন স্বামী সনিসহ দুই পরিবারের সবাই মিলে সিনেমাটি দেখেছি। সবাই বেশ প্রশংসা করেছেন।’
এই সিনেমায় মেকআপ ছাড়াই অভিনয় করেছেন মিম। অফস্ক্রিনে তিনি যেমন, সেভাবেই এসেছেন স্ক্রিনে। মিম বলেন, ‘চরিত্রের জন্য নিত্যনতুন লুক আমার ভালো লাগে। তবে একদমই কোনো মেকআপ ছাড়া দর্শকের সামনে আসার অভিজ্ঞতা ভিন্ন। চ্যানেল আইয়ের জন্য “কার্নিশ” নামে একটি ফিচার ফিল্ম করেছি, সেখানেও মেকআপ ছাড়া। অনেকটা বিধ্বস্ত, বিষণ্ণ চেহারায়। চরিত্রগুলো ভালো লেগেছে বলেই এমন লুক নিতে রাজি হয়েছি। এই সিনেমার জন্য অনেক কষ্ট করেছি। কোনো কোনো দিন ভোর ৫টায় শুরু করে পরদিন ভোর ৫টায় শুটিং শেষ করেছি।’
এবার ঈদে ছোট পর্দার জন্য চারটি ফিচার ফিল্মে অভিনয় করেছেন মিম। ফিল্মগুলো হচ্ছে জামাল মল্লিকের ‘চেহারা’, ভিকি জায়েদের ‘কার্ণিশ’, সঞ্জয় সমাদ্দারের ‘মনের মানুষ’ ও ওসমান মিরাজের ‘রিস্কি লাভ’।
মফস্বলের মেয়ে অনন্যা। সুন্দরী সহজ-সরল মেয়েটি ফেঁসে গেছে খুনের মামলায়। সে নাকি খুন করেছে তারই স্বামীকে। মেয়েটি যে ছেলেটিকে প্রচণ্ড ভালোবাসত, যাকে জীবনসঙ্গী হিসেবে আপন করে নিয়েছে, সেই মানুষটাকে হত্যার অপরাধে মেয়েটি আজ অপরাধী। রায়হান রাফী পরিচালিত ‘পরান’ সিনেমার অনন্যা চরিত্রটি এরই মধ্যে প্রশংসা কুড়াচ্ছে। অপরাধ ও নিরপরাধ—এই দুইয়ের মাঝখানে এক রহস্যময়ী তরুণী অনন্যা। আর এই অনন্যা চরিত্রে অভিনয়ে সাড়া জাগিয়েছেন বিদ্যা সিনহা মিম। দর্শক বলছেন, ‘জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে মিমের কাছে আমাদের চাওয়া ছিল আকাশছোঁয়া। মিম সেই চাওয়া পূর্ণ করলেন এই সিনেমায়। এত সুন্দর, সাবলীল অভিনয় মূলধারার বাণিজ্যিক সিনেমার নায়িকাদের মধ্যে এখন কমই দেখা যায়।’
ভালো আর মন্দ, সরল আর জটিলের মাঝামাঝি একটা চরিত্র অনন্যা। দারুণভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন মিম। সহজাত সৌন্দর্য তাঁর সঙ্গী, এর পাশাপাশি অভিনয়েও মন ভরিয়েছেন মিম। সিনেমার শুটিং হয়েছে ময়মনসিংহে। তাই সেখানকার দর্শকের মনে ছিল বাড়তি আগ্রহ। ময়মনসিংহে সিনেমাটির বিশেষ প্রচারণার পরিকল্পনা করেছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঈদের দ্বিতীয় দিনেই সেখানে ছুটে গিয়েছে ‘পরাণ’ টিম। ময়মনসিংহের পূরবী সিনেমা হলে দর্শকের সঙ্গে সিনেমা দেখেছেন মিমরা। তিনি বলেন, ‘ঈদের দিন থেকে ঢাকাসহ সারা দেশে হাউসফুল ছিল ‘পরাণ’-এর শো। আমরা ঈদের দিন থেকে সিনেমা হলগুলো ঘুরছি।
ঈদের দ্বিতীয় দিন খুব ভোরে বেরিয়েছিলাম ময়মনসিংহের উদ্দেশে। রাত ৮টার দিকে বাসায় ফিরেছি। এই যে হলে হলে ঘুরলাম, হলভর্তি দর্শক দেখে কী আনন্দই না পেয়েছি! এমন সাড়া পেয়ে আমরা আপ্লুত। একজন হলমালিক যখন বলেন, অনেক বছর পর এমন হাউসফুল হলো তাদের সিনেমা হল, তখন খুশিতে মনটা ভরে ওঠে। দর্শক যখন ‘অনন্যা’কে গালমন্দ করছে, তখনো ভালো লাগে। একজন অভিনয়শিল্পী তো তার অভিনয়ের এমন স্বীকৃতিই চায়! ঈদের তৃতীয় দিন স্বামী সনিসহ দুই পরিবারের সবাই মিলে সিনেমাটি দেখেছি। সবাই বেশ প্রশংসা করেছেন।’
এই সিনেমায় মেকআপ ছাড়াই অভিনয় করেছেন মিম। অফস্ক্রিনে তিনি যেমন, সেভাবেই এসেছেন স্ক্রিনে। মিম বলেন, ‘চরিত্রের জন্য নিত্যনতুন লুক আমার ভালো লাগে। তবে একদমই কোনো মেকআপ ছাড়া দর্শকের সামনে আসার অভিজ্ঞতা ভিন্ন। চ্যানেল আইয়ের জন্য “কার্নিশ” নামে একটি ফিচার ফিল্ম করেছি, সেখানেও মেকআপ ছাড়া। অনেকটা বিধ্বস্ত, বিষণ্ণ চেহারায়। চরিত্রগুলো ভালো লেগেছে বলেই এমন লুক নিতে রাজি হয়েছি। এই সিনেমার জন্য অনেক কষ্ট করেছি। কোনো কোনো দিন ভোর ৫টায় শুরু করে পরদিন ভোর ৫টায় শুটিং শেষ করেছি।’
এবার ঈদে ছোট পর্দার জন্য চারটি ফিচার ফিল্মে অভিনয় করেছেন মিম। ফিল্মগুলো হচ্ছে জামাল মল্লিকের ‘চেহারা’, ভিকি জায়েদের ‘কার্ণিশ’, সঞ্জয় সমাদ্দারের ‘মনের মানুষ’ ও ওসমান মিরাজের ‘রিস্কি লাভ’।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে