সম্পাদকীয়
প্রযোজক হেমেন গঙ্গোপাধ্যায় এলেন পূর্ণেন্দু পত্রীর কাছে। বললেন, ‘পূর্ণেন্দু বাবু, আপনার সঙ্গে একটা ছবি করতে চাই।’
ঠিক হলো রবীন্দ্রনাথের ‘চতুরঙ্গ’ উপন্যাস থেকে তৈরি হবে ছবি। সে ছবি করার বেলায় হেমেন গঙ্গোপাধ্যায় শুধু একটি শর্ত দিয়েছিলেন। ‘দামিনী’ চরিত্রটি করাতে হবে সুচিত্রা সেনকে দিয়ে।
পূর্ণেন্দু পত্রী এলেন সুচিত্রা সেনের বাড়ি। তার আগে নিজের বাড়িতে প্রজেক্টর আনিয়ে পূর্ণেন্দু পত্রীর ‘স্ত্রীর পত্র’ ছবিটা সুচিত্রা সেন দেখে নিয়েছিলেন। ভালো লেগেছিল তাঁর।
সুচিত্রা চতুরঙ্গের চিত্রনাট্য শুনতে চেয়েছিলেন। পূর্ণেন্দু পত্রী পড়ে শোনাচ্ছিলেন সেই চিত্রনাট্য। কিছুটা পড়ার পরই সুচিত্রা জানতে চাইলেন, ‘আচ্ছা, শচীশের সঙ্গে দামিনীর প্রথম আলাপের দৃশ্যটা আপনি কীভাবে ভেবেছেন?’
পূর্ণেন্দু পত্রী নিজের ভাবনার কথা বললেন। সুচিত্রা সেটা শুনে উত্তর দিলেন, ‘আর শোনাতে হবে না। আপনি তো একজন কবি, তাই দৃশ্যটা এভাবে ভাবতে পেরেছেন।’
ব্যস, আর কোনো সমস্যা রইল না।
বারুইপুরের জমিদারবাড়িতে রঞ্জিত মল্লিক, সুচিত্রা সেন, শুভেন্দু চট্টোপাধ্যায়কে নিয়ে শুটিং শুরু হলো। এই ছবির জন্য সবাই খুব খেটেছিল। সুচিত্রা সেন রাজি ছিলেন বিধবা দামিনী সেজে থানকাপড় পরে এবং প্রায় নো মেকআপ লুকে কাজ করতে। আবার বিবাহিত দামিনীর হবে একেবারে রাজবেশ। অর্থাৎ, ছবিটির জন্য জীবন উজাড় করে দিতে চেয়েছিলেন তিনি।
ক্ল্যাপস্টিক দেওয়ার সময় সুচিত্রা সেন বিশাল খোঁপা, এক গা গয়না নিয়ে হাজির হয়েছিলেন, কিন্তু ছবিটা আর হয়নি। এত ভালো গল্প, এত ভালো চিত্রনাট্য, এত ভালো ভালো অভিনয়শিল্পী, অথচ ছবিটা আর হলো না! আর এর জন্য দায়ী প্রযোজক হেমেন গঙ্গোপাধ্যায়।
শুটিং শুরুর আড়াই দিনের মাথায় হেমেন গঙ্গোপাধ্যায় আত্মহত্যা করেছিলেন। তাই বন্ধ হয়ে গেল ছবি। কী কারণে হঠাৎ তিনি জীবনের সঙ্গে সব লেনদেন মিটিয়ে ফেললেন, তা রহস্যই হয়ে রইল। সুচিত্রা সেনের আর দামিনী হওয়া হলো না।
সূত্র: উমা পত্রী, আনন্দলোক, ২৭ জানুয়ারি ২০১৪
প্রযোজক হেমেন গঙ্গোপাধ্যায় এলেন পূর্ণেন্দু পত্রীর কাছে। বললেন, ‘পূর্ণেন্দু বাবু, আপনার সঙ্গে একটা ছবি করতে চাই।’
ঠিক হলো রবীন্দ্রনাথের ‘চতুরঙ্গ’ উপন্যাস থেকে তৈরি হবে ছবি। সে ছবি করার বেলায় হেমেন গঙ্গোপাধ্যায় শুধু একটি শর্ত দিয়েছিলেন। ‘দামিনী’ চরিত্রটি করাতে হবে সুচিত্রা সেনকে দিয়ে।
পূর্ণেন্দু পত্রী এলেন সুচিত্রা সেনের বাড়ি। তার আগে নিজের বাড়িতে প্রজেক্টর আনিয়ে পূর্ণেন্দু পত্রীর ‘স্ত্রীর পত্র’ ছবিটা সুচিত্রা সেন দেখে নিয়েছিলেন। ভালো লেগেছিল তাঁর।
সুচিত্রা চতুরঙ্গের চিত্রনাট্য শুনতে চেয়েছিলেন। পূর্ণেন্দু পত্রী পড়ে শোনাচ্ছিলেন সেই চিত্রনাট্য। কিছুটা পড়ার পরই সুচিত্রা জানতে চাইলেন, ‘আচ্ছা, শচীশের সঙ্গে দামিনীর প্রথম আলাপের দৃশ্যটা আপনি কীভাবে ভেবেছেন?’
পূর্ণেন্দু পত্রী নিজের ভাবনার কথা বললেন। সুচিত্রা সেটা শুনে উত্তর দিলেন, ‘আর শোনাতে হবে না। আপনি তো একজন কবি, তাই দৃশ্যটা এভাবে ভাবতে পেরেছেন।’
ব্যস, আর কোনো সমস্যা রইল না।
বারুইপুরের জমিদারবাড়িতে রঞ্জিত মল্লিক, সুচিত্রা সেন, শুভেন্দু চট্টোপাধ্যায়কে নিয়ে শুটিং শুরু হলো। এই ছবির জন্য সবাই খুব খেটেছিল। সুচিত্রা সেন রাজি ছিলেন বিধবা দামিনী সেজে থানকাপড় পরে এবং প্রায় নো মেকআপ লুকে কাজ করতে। আবার বিবাহিত দামিনীর হবে একেবারে রাজবেশ। অর্থাৎ, ছবিটির জন্য জীবন উজাড় করে দিতে চেয়েছিলেন তিনি।
ক্ল্যাপস্টিক দেওয়ার সময় সুচিত্রা সেন বিশাল খোঁপা, এক গা গয়না নিয়ে হাজির হয়েছিলেন, কিন্তু ছবিটা আর হয়নি। এত ভালো গল্প, এত ভালো চিত্রনাট্য, এত ভালো ভালো অভিনয়শিল্পী, অথচ ছবিটা আর হলো না! আর এর জন্য দায়ী প্রযোজক হেমেন গঙ্গোপাধ্যায়।
শুটিং শুরুর আড়াই দিনের মাথায় হেমেন গঙ্গোপাধ্যায় আত্মহত্যা করেছিলেন। তাই বন্ধ হয়ে গেল ছবি। কী কারণে হঠাৎ তিনি জীবনের সঙ্গে সব লেনদেন মিটিয়ে ফেললেন, তা রহস্যই হয়ে রইল। সুচিত্রা সেনের আর দামিনী হওয়া হলো না।
সূত্র: উমা পত্রী, আনন্দলোক, ২৭ জানুয়ারি ২০১৪
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে