পাবনা ও চাটমোহর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর থেকে চুরি যাওয়া ২৪২ বস্তা চাল পাবনার চাটমোহর ও আটঘরিয়া থেকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মহাদেবপুর থানার পুলিশ গতকাল শনিবার সকালে চাটমোহর থানা-পুলিশের সহায়তায় চাল জব্দ ও দুজনকে গ্রেপ্তার করে।
ওই দুই ব্যবসায়ী হলেন, পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৪০) ও আটঘরিয়া উপজেলার কুমেশ্বর গ্রামের শাহজাহান প্রামাণিক (৪৫)।
অভিযানে নেতৃত্ব দেওয়া মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, গত বুধবার মহাদেবপুরের ভাই ভাই রাইস এজেন্সি থেকে ২৮০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক ফেনীর উদ্দেশে রওনা হয়। কিন্তু সে চাল আর গন্তব্যে পৌঁছায়নি। চাল মিলমালিক মহাদেবপুরের আবু নাসিম মশিউর রহমান খোঁজ নিয়ে জানতে পারেন, ট্রাকচালক তাঁর চাল পাবনার আটঘরিয়ায় বিক্রি করে পালিয়েছেন।
এ ঘটনায় তিনি মহাদেবপুর থানায় মামলা করেন। সেই মামলার তদন্তের সূত্র ধরে মহাদেবপুর থানা-পুলিশ শনিবার সকালে চাটমোহর থানা-পুলিশের সহায়তায় চাটমোহর ও আটঘরিয়ায় অভিযান চালায়। এ সময় আটঘরিয়ায় শাহজাহান আলী ও চাটমোহরের রফিকুলের গোডাউন থেকে ২৪২ বস্তা চাল জব্দ করেন। এ সময় দুই চাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বাকি ৩৮ বস্তা চালের সন্ধান মেলেনি। আটকের পর দুপুরেই তাঁদের মহাদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পলাতক ট্রাকচালককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, পলাতক ট্রাকচালকের নাম আব্দুস সালাম (৫০)। তাঁর বাড়ি পাবনার আমিনপুর থানা এলাকায়। এভাবেই ট্রাকচালকের নাম-ঠিকানা দেওয়া আছে। তাঁর ট্রাকে যে নম্বর ব্যবহার করা হয়েছে, সেটি ভুয়া। তাই তাঁর নাম-ঠিকানা কতটুকু সত্য, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, চাটমোহর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নওগাঁর মহাদেবপুর থেকে চুরি যাওয়া ২৪২ বস্তা চাল পাবনার চাটমোহর ও আটঘরিয়া থেকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মহাদেবপুর থানার পুলিশ গতকাল শনিবার সকালে চাটমোহর থানা-পুলিশের সহায়তায় চাল জব্দ ও দুজনকে গ্রেপ্তার করে।
ওই দুই ব্যবসায়ী হলেন, পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৪০) ও আটঘরিয়া উপজেলার কুমেশ্বর গ্রামের শাহজাহান প্রামাণিক (৪৫)।
অভিযানে নেতৃত্ব দেওয়া মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, গত বুধবার মহাদেবপুরের ভাই ভাই রাইস এজেন্সি থেকে ২৮০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক ফেনীর উদ্দেশে রওনা হয়। কিন্তু সে চাল আর গন্তব্যে পৌঁছায়নি। চাল মিলমালিক মহাদেবপুরের আবু নাসিম মশিউর রহমান খোঁজ নিয়ে জানতে পারেন, ট্রাকচালক তাঁর চাল পাবনার আটঘরিয়ায় বিক্রি করে পালিয়েছেন।
এ ঘটনায় তিনি মহাদেবপুর থানায় মামলা করেন। সেই মামলার তদন্তের সূত্র ধরে মহাদেবপুর থানা-পুলিশ শনিবার সকালে চাটমোহর থানা-পুলিশের সহায়তায় চাটমোহর ও আটঘরিয়ায় অভিযান চালায়। এ সময় আটঘরিয়ায় শাহজাহান আলী ও চাটমোহরের রফিকুলের গোডাউন থেকে ২৪২ বস্তা চাল জব্দ করেন। এ সময় দুই চাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বাকি ৩৮ বস্তা চালের সন্ধান মেলেনি। আটকের পর দুপুরেই তাঁদের মহাদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পলাতক ট্রাকচালককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, পলাতক ট্রাকচালকের নাম আব্দুস সালাম (৫০)। তাঁর বাড়ি পাবনার আমিনপুর থানা এলাকায়। এভাবেই ট্রাকচালকের নাম-ঠিকানা দেওয়া আছে। তাঁর ট্রাকে যে নম্বর ব্যবহার করা হয়েছে, সেটি ভুয়া। তাই তাঁর নাম-ঠিকানা কতটুকু সত্য, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, চাটমোহর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে