সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের বাইরে মেয়র পদে দাঁড়িয়েছেন আরও ৫ জন। তাঁর মধ্যে দলীয় প্রতীকে নির্বাচন করছেন চারজন এবং স্বতন্ত্র প্রতীকে একজন। তবে এই পাঁচজনের মধ্যে সক্রিয় ভূমিকায় দেখা গেছে মাত্র দুজনকে। বাকিদের দুয়েকটি পোস্টার ছাড়া কোনো অবস্থান দেখতে পাননি ভোটারেরা। নির্বাচনের মাঠে নেই তাঁদের নিয়ে কোনো প্রকার আলাপ আলোচনা।
২০২১ সালের শুরুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আসেন কামরুল ইসলাম বাবু নামে এক প্রার্থী। গণমাধ্যমকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে আইভীর বিপক্ষে অবস্থান নেন তিনি। প্রবল সমালোচনা করে তিনি আবার চেয়েছিলেন নৌকা প্রতীক। তবে দলের কোনো পদ পদবিতে না থেকেও কেন নৌকা চান, তার কোনো সদুত্তর দিতে পারেননি। এরপরেই তাঁর নির্বাচনী কার্যক্রম আড়ালে চলে যায়।
মাঝে জয় বাংলা নাগরিক কমিটির ব্যানারে সংগঠন খোলেন কামরুল ইসলাম বাবু। সেখান থেকে মানববন্ধন, আধাবেলা হরতালের ডাকসহ নানান ঘোষণা দিয়ে আলোচনায় থাকার চেষ্টা করেন নারায়ণগঞ্জে। তবে এক মাস যেতেই কার্যক্রম একপ্রকার থেমে যায়। সিটি নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে অংশগ্রহণ করলেও এখন পর্যন্ত দেখা যায়নি তাঁর কোনো পোস্টার, শোভাযাত্রা কিংবা প্রচার প্রচারণা। নির্বাচনী ইস্যুতে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
পাঁচ প্রার্থীদের মধ্যে বেশ আলোচনায় আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ ও খেলাফত মজলিসের মেয়র প্রার্থী এ বি এম সিরাজুল মামুন। ২০১৬ সালের নির্বাচনে মাসুম বিল্লাহ প্রায় ১৩ হাজার ভোট পেয়েছিলেন। এবারও তিনি অতীতের চেয়ে বেশি ভোট পাওয়ার আশা করছেন। অন্যদিকে এ বি এম সিরাজুল মামুন সিনিয়র শিক্ষক ও সজ্জন ব্যক্তি হিসেবে নারায়ণগঞ্জ শহরে বেশ জনপ্রিয় ব্যক্তি। তবে সিটি নির্বাচনে লড়াই তাঁর এবারই প্রথম। দুটি দলই প্রতিদিন হাতপাখা ও দেয়াল ঘড়ি প্রতীকে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ধারাবাহিকভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মাসুম বিল্লাহ বলেন, ‘আমাদের মূল স্লোগান হচ্ছে নগরের মান উন্নয়ন করা। যিনি দায়িত্বে ছিলেন তিনি অবকাঠামোগত উন্নয়ন করলেও মান উন্নয়নে পিছিয়ে ছিলেন। ব্যবসায়িক এই নগরে অনেক কিছুতেই পিছিয়ে আছি আমরা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্জ্য অব্যবস্থাপনা। শহরের বাসিন্দাদের ট্যাক্স অনেক বেশি। ঢাকার চেয়েও বেশি ট্যাক্স দিতে হয়।’
একই বিষয়ে খেলাফত মজলিসের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন বলেন, ‘আওয়ামী লীগ ও নৌকার প্রতি জনপ্রিয়তা ব্যাপক ভাব হ্রাস পেয়েছে। গত কয়েক বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। মানুষ তাদের প্রতি আস্থাশীল না। আমরা বিশ্বাস করি, দল হিসেবে বড় না হলেও আমাদের আদর্শকে মানুষ বিবেচনা করবে। কারণ দলের বাইরেও বড় একটি ভোটার শ্রেণি আছে। ১০ বছর আগের জনপ্রিয়তা আর এখন অবস্থান এক নয়। এই কারণেই মানুষ পরিবর্তনের পথ দেখবে। জনগণের বিকল্প দেখতে পারে।’
বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন রাশেদ ফেরদৌস। তিনি হাতঘড়ি প্রতীকে নির্বাচন করছেন। নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে দেখা যায়নি কোনো নির্বাচনী প্রচার প্রচারণা। তবে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় কিছু পোস্টার দেখা গেছে। তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘আমাদের দল নির্বাচনী মুখী। ভোট নাগরিকের অধিকার। যদি সুষ্ঠু নির্বাচন হয় জনগণ ভোট দেবে। নাগরিকের অধিকারকে অক্ষুণ্ন রাখার জন্য তাদের দাবি প্রয়োগ করার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি।’
বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী হয়েছেন জসীম উদ্দিন। তিনি দলীয় প্রতীক বটগাছ নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। তবে দলটির মনোনয়ন সংগ্রহ থেকে শুরু করে প্রতীক বরাদ্দ পর্যন্ত কোনো কার্যক্রমই চোখে পড়েনি। প্রচার-প্রচারণা শুরু হলেও দেখা যায়নি তার কোনো কার্যক্রম। এমনকি তার পক্ষে কোনো পোস্টারও দেখা মেলেনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের বাইরে মেয়র পদে দাঁড়িয়েছেন আরও ৫ জন। তাঁর মধ্যে দলীয় প্রতীকে নির্বাচন করছেন চারজন এবং স্বতন্ত্র প্রতীকে একজন। তবে এই পাঁচজনের মধ্যে সক্রিয় ভূমিকায় দেখা গেছে মাত্র দুজনকে। বাকিদের দুয়েকটি পোস্টার ছাড়া কোনো অবস্থান দেখতে পাননি ভোটারেরা। নির্বাচনের মাঠে নেই তাঁদের নিয়ে কোনো প্রকার আলাপ আলোচনা।
২০২১ সালের শুরুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আসেন কামরুল ইসলাম বাবু নামে এক প্রার্থী। গণমাধ্যমকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে আইভীর বিপক্ষে অবস্থান নেন তিনি। প্রবল সমালোচনা করে তিনি আবার চেয়েছিলেন নৌকা প্রতীক। তবে দলের কোনো পদ পদবিতে না থেকেও কেন নৌকা চান, তার কোনো সদুত্তর দিতে পারেননি। এরপরেই তাঁর নির্বাচনী কার্যক্রম আড়ালে চলে যায়।
মাঝে জয় বাংলা নাগরিক কমিটির ব্যানারে সংগঠন খোলেন কামরুল ইসলাম বাবু। সেখান থেকে মানববন্ধন, আধাবেলা হরতালের ডাকসহ নানান ঘোষণা দিয়ে আলোচনায় থাকার চেষ্টা করেন নারায়ণগঞ্জে। তবে এক মাস যেতেই কার্যক্রম একপ্রকার থেমে যায়। সিটি নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে অংশগ্রহণ করলেও এখন পর্যন্ত দেখা যায়নি তাঁর কোনো পোস্টার, শোভাযাত্রা কিংবা প্রচার প্রচারণা। নির্বাচনী ইস্যুতে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
পাঁচ প্রার্থীদের মধ্যে বেশ আলোচনায় আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ ও খেলাফত মজলিসের মেয়র প্রার্থী এ বি এম সিরাজুল মামুন। ২০১৬ সালের নির্বাচনে মাসুম বিল্লাহ প্রায় ১৩ হাজার ভোট পেয়েছিলেন। এবারও তিনি অতীতের চেয়ে বেশি ভোট পাওয়ার আশা করছেন। অন্যদিকে এ বি এম সিরাজুল মামুন সিনিয়র শিক্ষক ও সজ্জন ব্যক্তি হিসেবে নারায়ণগঞ্জ শহরে বেশ জনপ্রিয় ব্যক্তি। তবে সিটি নির্বাচনে লড়াই তাঁর এবারই প্রথম। দুটি দলই প্রতিদিন হাতপাখা ও দেয়াল ঘড়ি প্রতীকে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ধারাবাহিকভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মাসুম বিল্লাহ বলেন, ‘আমাদের মূল স্লোগান হচ্ছে নগরের মান উন্নয়ন করা। যিনি দায়িত্বে ছিলেন তিনি অবকাঠামোগত উন্নয়ন করলেও মান উন্নয়নে পিছিয়ে ছিলেন। ব্যবসায়িক এই নগরে অনেক কিছুতেই পিছিয়ে আছি আমরা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্জ্য অব্যবস্থাপনা। শহরের বাসিন্দাদের ট্যাক্স অনেক বেশি। ঢাকার চেয়েও বেশি ট্যাক্স দিতে হয়।’
একই বিষয়ে খেলাফত মজলিসের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন বলেন, ‘আওয়ামী লীগ ও নৌকার প্রতি জনপ্রিয়তা ব্যাপক ভাব হ্রাস পেয়েছে। গত কয়েক বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। মানুষ তাদের প্রতি আস্থাশীল না। আমরা বিশ্বাস করি, দল হিসেবে বড় না হলেও আমাদের আদর্শকে মানুষ বিবেচনা করবে। কারণ দলের বাইরেও বড় একটি ভোটার শ্রেণি আছে। ১০ বছর আগের জনপ্রিয়তা আর এখন অবস্থান এক নয়। এই কারণেই মানুষ পরিবর্তনের পথ দেখবে। জনগণের বিকল্প দেখতে পারে।’
বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন রাশেদ ফেরদৌস। তিনি হাতঘড়ি প্রতীকে নির্বাচন করছেন। নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে দেখা যায়নি কোনো নির্বাচনী প্রচার প্রচারণা। তবে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় কিছু পোস্টার দেখা গেছে। তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘আমাদের দল নির্বাচনী মুখী। ভোট নাগরিকের অধিকার। যদি সুষ্ঠু নির্বাচন হয় জনগণ ভোট দেবে। নাগরিকের অধিকারকে অক্ষুণ্ন রাখার জন্য তাদের দাবি প্রয়োগ করার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি।’
বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী হয়েছেন জসীম উদ্দিন। তিনি দলীয় প্রতীক বটগাছ নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। তবে দলটির মনোনয়ন সংগ্রহ থেকে শুরু করে প্রতীক বরাদ্দ পর্যন্ত কোনো কার্যক্রমই চোখে পড়েনি। প্রচার-প্রচারণা শুরু হলেও দেখা যায়নি তার কোনো কার্যক্রম। এমনকি তার পক্ষে কোনো পোস্টারও দেখা মেলেনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে