পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। মূল ফটক সব সময় খোলা থাকায় শহীদ মিনার চত্বরটি ব্যাটারিচালিত অটো ভ্যান, রিকশা, মোটরসাইকেল রাখার গ্যারেজে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পাটগ্রাম পৌরশহরের পূর্ব বাজার এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও ডাকঘরের মাঝখানে কেন্দ্রীয় এ শহীদ মিনারটির অবস্থান। স্থানীয়দের ভাষ্যমতে, ২০০০ সালে এই স্থানে জেলা, উপজেলা প্রশাসন শহীদ মিনারটি নির্মাণের উদ্যোগ নেয়। এর তিন বছর পর নির্মাণকাজ শেষ করা হয়। প্রথম দিকে, কয়েক বছর উপজেলা প্রশাসন মূল ফটকে তালা দিয়ে লাগত। এতে অবাধে ভেতরে প্রবেশ করতে পারতেন না মানুষ। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও দেখভাল করা হতো নিয়মিত। কিন্তু পরে রক্ষণাবেক্ষণে আর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফটকে তালা না থাকায় শহীদ মিনার চত্বরে বিভিন্ন যানবাহন রাখা হচ্ছে। স্যান্ডেল পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে আড্ডা দিতে দেখা গেছে বিভিন্ন বয়সী মানুষজনকে।
গত বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা গেছে, শহীদ মিনারের সামনের ফাঁকা জায়গায় রাখা হয়েছে ব্যাটারিচালিত অটো ভ্যান, রিকশা ও মোটরসাইকেল। শহীদ মিনারটির সামনের ফাঁকা জায়গাজুড়ে ময়লা-আবর্জনা, কুকুরের মল পড়ে থাকতে দেখা যায়। পাদদেশে শুয়ে আছে একদল কুকুর। শহীদ মিনারের পাশেই অনেকেই প্রস্রাব করছেন নির্দ্বিধায়।
কলেজপড়ুয়া শিক্ষার্থী রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘প্রায় সময় এ শহীদ মিনারটি অবহেলা আর অযত্নে পড়ে থাকে। হাট-বাজারে আসা মানুষজনের উদাসীনতায় ক্ষুণ্ন হচ্ছে ভাষা শহীদদের স্মরণে নির্মিত এই স্থাপনাটি। প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে যত্ন নেওয়া হলেও বছরের বাকি সময় পড়ে থাকে চরম অবহেলায়।’
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানলাম, মূল ফটক তালাবদ্ধ রাখার ব্যবস্থাসহ শহীদ মিনার রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। মূল ফটক সব সময় খোলা থাকায় শহীদ মিনার চত্বরটি ব্যাটারিচালিত অটো ভ্যান, রিকশা, মোটরসাইকেল রাখার গ্যারেজে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পাটগ্রাম পৌরশহরের পূর্ব বাজার এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও ডাকঘরের মাঝখানে কেন্দ্রীয় এ শহীদ মিনারটির অবস্থান। স্থানীয়দের ভাষ্যমতে, ২০০০ সালে এই স্থানে জেলা, উপজেলা প্রশাসন শহীদ মিনারটি নির্মাণের উদ্যোগ নেয়। এর তিন বছর পর নির্মাণকাজ শেষ করা হয়। প্রথম দিকে, কয়েক বছর উপজেলা প্রশাসন মূল ফটকে তালা দিয়ে লাগত। এতে অবাধে ভেতরে প্রবেশ করতে পারতেন না মানুষ। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও দেখভাল করা হতো নিয়মিত। কিন্তু পরে রক্ষণাবেক্ষণে আর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফটকে তালা না থাকায় শহীদ মিনার চত্বরে বিভিন্ন যানবাহন রাখা হচ্ছে। স্যান্ডেল পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে আড্ডা দিতে দেখা গেছে বিভিন্ন বয়সী মানুষজনকে।
গত বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা গেছে, শহীদ মিনারের সামনের ফাঁকা জায়গায় রাখা হয়েছে ব্যাটারিচালিত অটো ভ্যান, রিকশা ও মোটরসাইকেল। শহীদ মিনারটির সামনের ফাঁকা জায়গাজুড়ে ময়লা-আবর্জনা, কুকুরের মল পড়ে থাকতে দেখা যায়। পাদদেশে শুয়ে আছে একদল কুকুর। শহীদ মিনারের পাশেই অনেকেই প্রস্রাব করছেন নির্দ্বিধায়।
কলেজপড়ুয়া শিক্ষার্থী রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘প্রায় সময় এ শহীদ মিনারটি অবহেলা আর অযত্নে পড়ে থাকে। হাট-বাজারে আসা মানুষজনের উদাসীনতায় ক্ষুণ্ন হচ্ছে ভাষা শহীদদের স্মরণে নির্মিত এই স্থাপনাটি। প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে যত্ন নেওয়া হলেও বছরের বাকি সময় পড়ে থাকে চরম অবহেলায়।’
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানলাম, মূল ফটক তালাবদ্ধ রাখার ব্যবস্থাসহ শহীদ মিনার রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে