রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ছিন্নমূল পরিবারের শিশুদের নিবিড় পরিচর্যা ও যত্ন নিতে উপজেলার ৭ হাজার ৩২৮ জন মাকে ন্যূনতম ৭০০ টাকা করে দিচ্ছে সরকার।
ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট (আইএসপিপি) এর ‘যত্ন’ প্রকল্পের আওতায় সরকার মায়েদের মোবাইল ফোনে টাকা দেয়। ৭ হাজারের বেশি মানুষকে উপজেলার পরিষদের সামনে জড়ো করে একত্রে টাকা দেওয়ায় উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি। টাকা নিতে আসা মায়েদের মুখে ছিল না কোনো মাস্ক।
তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, টাকা দেওয়ার শেষ দিন ছিল ২ ডিসেম্বর। তাই তাদের কিছু করা ছিল না।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রৌমারী উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘নগদের’ মাধ্যমে এ সহায়তার অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ।
এ সময় উপস্থিত ছিলেন-রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, দাঁতভাঙা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা প্রমুখ।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান জানান, তৃণমূলের ছিন্নমূল পরিবারগুলোর শিশুরা অর্থাভাবে বিদ্যালয় থেকে ঝরে পড়ে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে যায়। এসব শিশুর শৈশবকে বর্ণিল করতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পরিচর্যার জন্য ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট (আইএসপিপি) যত্ন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। যত্ন প্রকল্পের আওতায় গর্ভবতী মা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের মায়েদের সুবিধাভোগী হিসেবে তালিকা প্রণয়ন করা হয়। এরপর নগদের মাধ্যমে মোবাইল একাউন্টে টাকা পাঠানো হচ্ছে অর্থ।
শেরপুরের পোস্ট অফিস পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার ৬টি ইউনিয়নের ৭ হাজার ৩২৮ জন মায়ের নগদ নম্বরে ২ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ২ টাকা পাঠানো হচ্ছে। ছিন্নমূল প্রতিটি শিশুর যত্নের জন্য তার মাকে প্রতিমাসে ন্যূনতম ৭০০ টাকা করে বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে চিকিৎসার প্রয়োজন হলে এ টাকার সঙ্গে চিকিৎসায় খরচ হওয়া বিল যুক্ত হবে। যত্ন প্রকল্পের এসপিএ খায়রুন নেসা বলেন, ২ ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার চাপ ছিল। তাই অনেক মানুষকে একত্র করে টাকা দিতে হয়েছে। এতে স্বাস্থ্যবিধি কিছুটা লঙ্ঘিত হয়েছে।
কুড়িগ্রামের রৌমারীতে ছিন্নমূল পরিবারের শিশুদের নিবিড় পরিচর্যা ও যত্ন নিতে উপজেলার ৭ হাজার ৩২৮ জন মাকে ন্যূনতম ৭০০ টাকা করে দিচ্ছে সরকার।
ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট (আইএসপিপি) এর ‘যত্ন’ প্রকল্পের আওতায় সরকার মায়েদের মোবাইল ফোনে টাকা দেয়। ৭ হাজারের বেশি মানুষকে উপজেলার পরিষদের সামনে জড়ো করে একত্রে টাকা দেওয়ায় উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি। টাকা নিতে আসা মায়েদের মুখে ছিল না কোনো মাস্ক।
তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, টাকা দেওয়ার শেষ দিন ছিল ২ ডিসেম্বর। তাই তাদের কিছু করা ছিল না।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রৌমারী উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘নগদের’ মাধ্যমে এ সহায়তার অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ।
এ সময় উপস্থিত ছিলেন-রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, দাঁতভাঙা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা প্রমুখ।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান জানান, তৃণমূলের ছিন্নমূল পরিবারগুলোর শিশুরা অর্থাভাবে বিদ্যালয় থেকে ঝরে পড়ে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে যায়। এসব শিশুর শৈশবকে বর্ণিল করতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পরিচর্যার জন্য ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট (আইএসপিপি) যত্ন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। যত্ন প্রকল্পের আওতায় গর্ভবতী মা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের মায়েদের সুবিধাভোগী হিসেবে তালিকা প্রণয়ন করা হয়। এরপর নগদের মাধ্যমে মোবাইল একাউন্টে টাকা পাঠানো হচ্ছে অর্থ।
শেরপুরের পোস্ট অফিস পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার ৬টি ইউনিয়নের ৭ হাজার ৩২৮ জন মায়ের নগদ নম্বরে ২ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ২ টাকা পাঠানো হচ্ছে। ছিন্নমূল প্রতিটি শিশুর যত্নের জন্য তার মাকে প্রতিমাসে ন্যূনতম ৭০০ টাকা করে বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে চিকিৎসার প্রয়োজন হলে এ টাকার সঙ্গে চিকিৎসায় খরচ হওয়া বিল যুক্ত হবে। যত্ন প্রকল্পের এসপিএ খায়রুন নেসা বলেন, ২ ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার চাপ ছিল। তাই অনেক মানুষকে একত্র করে টাকা দিতে হয়েছে। এতে স্বাস্থ্যবিধি কিছুটা লঙ্ঘিত হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে