মাদারীপুর প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবসে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বপ্নের পদ্মা সেতুর অবয়ব তৈরি করেছে। গতকাল শনিবার স্বাধীনতা দিবসের বর্ণিল আয়োজনে মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে ডিসপ্লের মাধ্যমে তারা এ অবয়ব তৈরি করে। শিক্ষার্থীদের এমন পারফর্মকে উপস্থিত সবাই করতালি দিয়ে স্বাগত জানান।
সরেজমিনে দেখা গেছে, চরমুগরিয়া মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী একে অপরের ওপর মাথা রেখে দাঁড়িয়ে। সবাই দু-হাত মুষ্টিবদ্ধ করে ওপরে তুলে ধরেছে। তাদের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এক শিক্ষার্থী, তার হাতে জাতীয় পতাকা। সে পতাকা উঁচিয়ে হেঁটে জানান দিচ্ছে এটাই স্বপ্নের ‘পদ্মা সেতু’। সাউন্ড সিস্টেমে ভেসে আসছে, পদ্মা সেতু, পদ্মা সেতু। মুহূর্তের মধ্যে প্যান্ডেলের ভেতর-বাইরের সবাই করতালি দিয়ে স্বাগত জানান শিক্ষার্থীদের।
আয়োজক কমিটি জানায়, চলতি বছর জুনে চালু হবে স্বপ্নের পদ্মা সেতু। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে মাদারীপুরবাসীর যোগাযোগের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। তাই শিক্ষার্থীরা স্বাধীনতা ও জাতীয় দিবসে পদ্মা সেতুকে সবার সামনে তুলে ধরে। পরে শিক্ষার্থীদের দেওয়া হয় পুরস্কার। দলের নেতৃত্বে ছিল চরমুগরিয়া মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আরমিন। এ ছাড়া ৩৩টি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ডিসপ্লেতে অংশ নেয়।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
শিক্ষার্থী আরমিন জানায়, ‘ডিসপ্লের বিষয়ে স্যারদের জানাই, এবার পদ্মা সেতুর অবয়ব তুলে ধরব। স্যাররাও সায় দেন। কষ্ট হলেও মাদারীপুরবাসীর স্বপ্নের সেতুর অবয়ব নির্মাণ করতে পেরেছি।’
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘এবারের স্বাধীনতা দিবস উদ্যাপন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এ বছর পদ্মা সেতু চালু হবে। শিক্ষার্থীদের কাল্পনিক সেতু বাস্তবে দেখতে পারব।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
মহান স্বাধীনতা দিবসে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বপ্নের পদ্মা সেতুর অবয়ব তৈরি করেছে। গতকাল শনিবার স্বাধীনতা দিবসের বর্ণিল আয়োজনে মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে ডিসপ্লের মাধ্যমে তারা এ অবয়ব তৈরি করে। শিক্ষার্থীদের এমন পারফর্মকে উপস্থিত সবাই করতালি দিয়ে স্বাগত জানান।
সরেজমিনে দেখা গেছে, চরমুগরিয়া মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী একে অপরের ওপর মাথা রেখে দাঁড়িয়ে। সবাই দু-হাত মুষ্টিবদ্ধ করে ওপরে তুলে ধরেছে। তাদের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এক শিক্ষার্থী, তার হাতে জাতীয় পতাকা। সে পতাকা উঁচিয়ে হেঁটে জানান দিচ্ছে এটাই স্বপ্নের ‘পদ্মা সেতু’। সাউন্ড সিস্টেমে ভেসে আসছে, পদ্মা সেতু, পদ্মা সেতু। মুহূর্তের মধ্যে প্যান্ডেলের ভেতর-বাইরের সবাই করতালি দিয়ে স্বাগত জানান শিক্ষার্থীদের।
আয়োজক কমিটি জানায়, চলতি বছর জুনে চালু হবে স্বপ্নের পদ্মা সেতু। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে মাদারীপুরবাসীর যোগাযোগের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। তাই শিক্ষার্থীরা স্বাধীনতা ও জাতীয় দিবসে পদ্মা সেতুকে সবার সামনে তুলে ধরে। পরে শিক্ষার্থীদের দেওয়া হয় পুরস্কার। দলের নেতৃত্বে ছিল চরমুগরিয়া মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আরমিন। এ ছাড়া ৩৩টি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ডিসপ্লেতে অংশ নেয়।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
শিক্ষার্থী আরমিন জানায়, ‘ডিসপ্লের বিষয়ে স্যারদের জানাই, এবার পদ্মা সেতুর অবয়ব তুলে ধরব। স্যাররাও সায় দেন। কষ্ট হলেও মাদারীপুরবাসীর স্বপ্নের সেতুর অবয়ব নির্মাণ করতে পেরেছি।’
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘এবারের স্বাধীনতা দিবস উদ্যাপন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এ বছর পদ্মা সেতু চালু হবে। শিক্ষার্থীদের কাল্পনিক সেতু বাস্তবে দেখতে পারব।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে