বিনোদন প্রতিবেদক, ঢাকা
বছরটা ছিল চলচ্চিত্রের গানের। সিনেমার বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে এবার। এ বছর ছন্দে ফিরেছে কনসার্ট; কোক স্টুডিও বাংলার পাশাপাশি শিল্পীদের একক গানও ছিল বছরের আলোচনায়। বিতর্কও পিছু ছাড়েনি শিল্পীদের।
চলচ্চিত্রের গান
এ বছর মুক্তি পেয়েছে চার ডজনের বেশি চলচ্চিত্র। সে হিসাবে জনপ্রিয়তা পাওয়া গানের সংখ্যা এক ডজনেরও কম। ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গান ‘ও প্রিয়তমা’ এ বছরের অন্যতম জনপ্রিয় গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। রিয়াদের গাওয়া একই সিনেমার ‘ঈশ্বর’ গানটিও জনপ্রিয় হয়েছে। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন প্রিন্স মাহমুদ। সিনেমার আরও যেসব গান জনপ্রিয় হয়েছে সেগুলো হলো নাভেদ পারভেজের সুরে, জাহিদ আকবরের লেখা, ইমরান ও কোনালের গাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’, আসিফ ইকবালের লেখা, ইমরানের সুর ও ইমরান-কোনালের গাওয়া প্রহেলিকা সিনেমার ‘মেঘের নৌকা’, জাহিদ আকবরের লেখা, শান্তনু মৈত্রর সুরে, রথিজিতের গাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ‘অচিন মাঝি’, তানজীব সারোয়ারের কথা ও সুরে তানজীব-অবন্তী সিঁথির গাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘গা ছুঁয়ে বলো’ ইত্যাদি।
একক ও দ্বৈত গান
এ বছর নতুন গান উপহার দিয়েছেন জেমস। ‘সবই ভুল’ শিরোনামের গানটি যৌথভাবে লিখেছেন বিশু সিকদার ও জেমস। এ বছরের জনপ্রিয় গানগুলোর মাঝে রয়েছে মুজা ও জেফার রহমানের ‘ঝুমকা’, ব্যান্ড অ্যাশেজের অন্তঃসারশূন্য অ্যালবামের ‘আমার দিকে তাকিয়ে সে’, র্যাপার আলী হাসানের ‘বাজার গরম’, ঈশান মজুমদারের ‘নিঠুর মনোহর’, আহমেদ হাসান সানির ‘আমরা হয়তো’, তসিবার ‘কালাচান’ ইত্যাদি।
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুম
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে এ বছর প্রকাশিত হয়েছে এক ডজন গান। এর মধ্যে ‘মুড়ির টিন’, ‘বনবিবি’, ‘দেওরা’, ‘কথা কইয়ো না’, ‘দাঁড়ালে দুয়ারে’ ও ‘দিলারাম’ আলোচিত এবং প্রশংসিত হয়েছে।
বছরজুড়ে কনসার্ট
এবার বছরজুড়েই ছিল কনসার্ট। আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’ থেকে বছরের শেষে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’-এর মতো বড় কনসার্টে মানুষের ঢল নেমেছিল। এ ছাড়া ছিল ‘দ্য স্কুল অব রক’, ‘চলো বাংলাদেশ কনসার্ট’, ‘দ্য নাইট অব প্রীতম হাসান’, ‘রক ইন দ্য সিটি’, ‘টু গাজা ফ্রম ঢাকা’, ‘ভালোবাসি জ্যোৎস্নায়’সহ আরও অনেক কনসার্ট। এসব কনসার্টে নগরবাউল জেমস, চিরকুট, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেলের মতো বড় ব্যান্ডকে দেখা গেছে।
এ বছর ঢাকা মাতাতে এসেছিলেন বিদেশের অনেক সংগীতশিল্পী। ভারতীয় শিল্পীদের মধ্যে অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী, অনুপম রায়, অনুভ জৈন, দর্শন রাওয়াল ঢাকায় গান করে গেছেন। ঢাকা মাতিয়ে গেছে পশ্চিমবঙ্গের ব্যান্ড চন্দ্রবিন্দু, ফসিল্স ও তালপাতার সেপাই।
আলোচিত ঘটনা
কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহকপাট’ গানটি পিপ্পা সিনেমার জন্য নতুন করে সংগীতায়োজন করেন এ আর রাহমান। এরপরই শুরু হয় বিতর্ক, নেটিজেন থেকে কাজী পরিবার সবাই এ আর রাহমানের এই কাজে ক্ষুব্ধ হন।
গানের স্বত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাফিন আহমেদ ও হামিন আহমেদের লড়াই ছিল সারা বছরের আলোচনায়। ধারণক্ষমতার চেয়ে অধিক টিকিট বিক্রি করে ব্যাপক অব্যবস্থাপনার কারণে সমালোচিত হয়েছে ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’ নামের কনসার্ট।সংগীতশিল্পী এসআই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ২৩ বছরের সংসারজীবনের ইতি ঘটে এ বছর।
বছরটা ছিল চলচ্চিত্রের গানের। সিনেমার বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে এবার। এ বছর ছন্দে ফিরেছে কনসার্ট; কোক স্টুডিও বাংলার পাশাপাশি শিল্পীদের একক গানও ছিল বছরের আলোচনায়। বিতর্কও পিছু ছাড়েনি শিল্পীদের।
চলচ্চিত্রের গান
এ বছর মুক্তি পেয়েছে চার ডজনের বেশি চলচ্চিত্র। সে হিসাবে জনপ্রিয়তা পাওয়া গানের সংখ্যা এক ডজনেরও কম। ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গান ‘ও প্রিয়তমা’ এ বছরের অন্যতম জনপ্রিয় গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। রিয়াদের গাওয়া একই সিনেমার ‘ঈশ্বর’ গানটিও জনপ্রিয় হয়েছে। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন প্রিন্স মাহমুদ। সিনেমার আরও যেসব গান জনপ্রিয় হয়েছে সেগুলো হলো নাভেদ পারভেজের সুরে, জাহিদ আকবরের লেখা, ইমরান ও কোনালের গাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’, আসিফ ইকবালের লেখা, ইমরানের সুর ও ইমরান-কোনালের গাওয়া প্রহেলিকা সিনেমার ‘মেঘের নৌকা’, জাহিদ আকবরের লেখা, শান্তনু মৈত্রর সুরে, রথিজিতের গাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ‘অচিন মাঝি’, তানজীব সারোয়ারের কথা ও সুরে তানজীব-অবন্তী সিঁথির গাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘গা ছুঁয়ে বলো’ ইত্যাদি।
একক ও দ্বৈত গান
এ বছর নতুন গান উপহার দিয়েছেন জেমস। ‘সবই ভুল’ শিরোনামের গানটি যৌথভাবে লিখেছেন বিশু সিকদার ও জেমস। এ বছরের জনপ্রিয় গানগুলোর মাঝে রয়েছে মুজা ও জেফার রহমানের ‘ঝুমকা’, ব্যান্ড অ্যাশেজের অন্তঃসারশূন্য অ্যালবামের ‘আমার দিকে তাকিয়ে সে’, র্যাপার আলী হাসানের ‘বাজার গরম’, ঈশান মজুমদারের ‘নিঠুর মনোহর’, আহমেদ হাসান সানির ‘আমরা হয়তো’, তসিবার ‘কালাচান’ ইত্যাদি।
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুম
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে এ বছর প্রকাশিত হয়েছে এক ডজন গান। এর মধ্যে ‘মুড়ির টিন’, ‘বনবিবি’, ‘দেওরা’, ‘কথা কইয়ো না’, ‘দাঁড়ালে দুয়ারে’ ও ‘দিলারাম’ আলোচিত এবং প্রশংসিত হয়েছে।
বছরজুড়ে কনসার্ট
এবার বছরজুড়েই ছিল কনসার্ট। আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’ থেকে বছরের শেষে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’-এর মতো বড় কনসার্টে মানুষের ঢল নেমেছিল। এ ছাড়া ছিল ‘দ্য স্কুল অব রক’, ‘চলো বাংলাদেশ কনসার্ট’, ‘দ্য নাইট অব প্রীতম হাসান’, ‘রক ইন দ্য সিটি’, ‘টু গাজা ফ্রম ঢাকা’, ‘ভালোবাসি জ্যোৎস্নায়’সহ আরও অনেক কনসার্ট। এসব কনসার্টে নগরবাউল জেমস, চিরকুট, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেলের মতো বড় ব্যান্ডকে দেখা গেছে।
এ বছর ঢাকা মাতাতে এসেছিলেন বিদেশের অনেক সংগীতশিল্পী। ভারতীয় শিল্পীদের মধ্যে অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী, অনুপম রায়, অনুভ জৈন, দর্শন রাওয়াল ঢাকায় গান করে গেছেন। ঢাকা মাতিয়ে গেছে পশ্চিমবঙ্গের ব্যান্ড চন্দ্রবিন্দু, ফসিল্স ও তালপাতার সেপাই।
আলোচিত ঘটনা
কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহকপাট’ গানটি পিপ্পা সিনেমার জন্য নতুন করে সংগীতায়োজন করেন এ আর রাহমান। এরপরই শুরু হয় বিতর্ক, নেটিজেন থেকে কাজী পরিবার সবাই এ আর রাহমানের এই কাজে ক্ষুব্ধ হন।
গানের স্বত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাফিন আহমেদ ও হামিন আহমেদের লড়াই ছিল সারা বছরের আলোচনায়। ধারণক্ষমতার চেয়ে অধিক টিকিট বিক্রি করে ব্যাপক অব্যবস্থাপনার কারণে সমালোচিত হয়েছে ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’ নামের কনসার্ট।সংগীতশিল্পী এসআই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ২৩ বছরের সংসারজীবনের ইতি ঘটে এ বছর।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে