আরাফাত আহমেদ রিফাত
মুসলিম স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন শেরপুরের ‘ঘাগড়া লস্কর খানবাড়ি জামে মসজিদ’। মসজিদটি শেরপুর জেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের ঘাগড়া লস্কর গ্রামে অবস্থিত। প্রথমে ‘খানবাড়ি জামে মসজিদ’ নামে পরিচিত থাকলেও কালের আবর্তে এর সঙ্গে গ্রামের নামও যুক্ত হয়েছে।
মোগল স্থাপত্যকলায় নির্মিত ঐতিহাসিক এই মসজিদ ২০০ বছরের পুরোনো। মসজিদটির দরজার ওপর মূল্যবান পাথরে খোদাই করে আরবি ভাষায় এর প্রতিষ্ঠাকাল হিজরি ১২২৮ বা ইংরেজি ১৮০৮ সাল উল্লেখ আছে। ধারণা করা হয়, বক্সার বিদ্রোহী হিরোঙ্গি খাঁর সময়কালে মসজিদটি নির্মাণ করা হয়।
তৎকালীন আজিমোল্লাহ খান মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদের গঠন পদ্ধতি ও স্থাপত্যশৈলী শিল্পসমৃদ্ধ ও নান্দনিক। মসজিদটির নির্মাণে গ্রিক ও কোরিন থিয়ানরীতির প্রতিফলন দেখা যায়। মসজিদটির ভেতরে দুটি সুদৃঢ় খিলান রয়েছে। এক গম্বুজবিশিষ্ট বর্গাকার এই মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ ৩০ ফুট। গম্বুজ ঘিরে চারপাশে রয়েছে ছোট-বড় ১২টি মিনার। মসজিদের পূর্ব দিকে রয়েছে একমাত্র দরজা।
ভেতরের মিহরাব ও দেয়ালে বিভিন্ন রঙের ও কারুকার্য করা ফুল ও ফুলদানি আঁকা রয়েছে। দেয়ালের গাঁথুনি ৪ ফুট প্রস্থ।দেয়ালেরআস্তরণ বা পলেস্তারায় ঝিনুকচূর্ণ অথবা ঝিনুকের লালার সঙ্গে সুরকি, পাট বা তন্তুজাতীয় আঁশ ব্যবহার করা হয়েছে। মসজিদে চারকোনা টালির মতো এক বিশেষ ধরনের ইট ব্যবহার করা হয়েছে, যার ব্যবহার প্রাচীনকালে ছিল। মসজিদের দরজার ওপর পরিচয় শিলালিপি ও পুরাকীর্তি দেখে সেকালের দক্ষ স্থপতিদের সম্পর্কে ধারণা পাওয়া যায়।
তৎকালীন খানবাড়ির লোকজন মোট ৫৮ শতাংশ জমি মসজিদের নামে ওয়াক্ফ করে দেন। মসজিদের মূল ভবন ও বারান্দা মিলে ১৭ শতাংশ এবং বাকি ৪১ শতাংশ জায়গায় রয়েছে কবরস্থান। বর্তমানে মসজিদের ভেতরে ইমামসহ ৩০-৩৫ জন একত্রে নামাজ আদায় করতে পারেন। এ ছাড়া বাইরের অংশে আরও অর্ধশতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
১৯৯৯ সালে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় ‘বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর’। আজও অক্ষত অবস্থায় থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে নানা বয়সী দর্শনার্থীরা এক গম্বুজবিশিষ্ট এই মসজিদ দেখতে ভিড় করেন। আশঙ্কা হচ্ছে, মসজিদের মূল কাঠামো অক্ষুণ্ন রেখে মসজিদটির সংস্কার ও সম্প্রসারণ করা না হলে ঐতিহাসিক এই স্থাপনা কালের আবর্তে হারিয়ে যেতে পারে।
মুসলিম স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন শেরপুরের ‘ঘাগড়া লস্কর খানবাড়ি জামে মসজিদ’। মসজিদটি শেরপুর জেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের ঘাগড়া লস্কর গ্রামে অবস্থিত। প্রথমে ‘খানবাড়ি জামে মসজিদ’ নামে পরিচিত থাকলেও কালের আবর্তে এর সঙ্গে গ্রামের নামও যুক্ত হয়েছে।
মোগল স্থাপত্যকলায় নির্মিত ঐতিহাসিক এই মসজিদ ২০০ বছরের পুরোনো। মসজিদটির দরজার ওপর মূল্যবান পাথরে খোদাই করে আরবি ভাষায় এর প্রতিষ্ঠাকাল হিজরি ১২২৮ বা ইংরেজি ১৮০৮ সাল উল্লেখ আছে। ধারণা করা হয়, বক্সার বিদ্রোহী হিরোঙ্গি খাঁর সময়কালে মসজিদটি নির্মাণ করা হয়।
তৎকালীন আজিমোল্লাহ খান মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদের গঠন পদ্ধতি ও স্থাপত্যশৈলী শিল্পসমৃদ্ধ ও নান্দনিক। মসজিদটির নির্মাণে গ্রিক ও কোরিন থিয়ানরীতির প্রতিফলন দেখা যায়। মসজিদটির ভেতরে দুটি সুদৃঢ় খিলান রয়েছে। এক গম্বুজবিশিষ্ট বর্গাকার এই মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ ৩০ ফুট। গম্বুজ ঘিরে চারপাশে রয়েছে ছোট-বড় ১২টি মিনার। মসজিদের পূর্ব দিকে রয়েছে একমাত্র দরজা।
ভেতরের মিহরাব ও দেয়ালে বিভিন্ন রঙের ও কারুকার্য করা ফুল ও ফুলদানি আঁকা রয়েছে। দেয়ালের গাঁথুনি ৪ ফুট প্রস্থ।দেয়ালেরআস্তরণ বা পলেস্তারায় ঝিনুকচূর্ণ অথবা ঝিনুকের লালার সঙ্গে সুরকি, পাট বা তন্তুজাতীয় আঁশ ব্যবহার করা হয়েছে। মসজিদে চারকোনা টালির মতো এক বিশেষ ধরনের ইট ব্যবহার করা হয়েছে, যার ব্যবহার প্রাচীনকালে ছিল। মসজিদের দরজার ওপর পরিচয় শিলালিপি ও পুরাকীর্তি দেখে সেকালের দক্ষ স্থপতিদের সম্পর্কে ধারণা পাওয়া যায়।
তৎকালীন খানবাড়ির লোকজন মোট ৫৮ শতাংশ জমি মসজিদের নামে ওয়াক্ফ করে দেন। মসজিদের মূল ভবন ও বারান্দা মিলে ১৭ শতাংশ এবং বাকি ৪১ শতাংশ জায়গায় রয়েছে কবরস্থান। বর্তমানে মসজিদের ভেতরে ইমামসহ ৩০-৩৫ জন একত্রে নামাজ আদায় করতে পারেন। এ ছাড়া বাইরের অংশে আরও অর্ধশতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
১৯৯৯ সালে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় ‘বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর’। আজও অক্ষত অবস্থায় থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে নানা বয়সী দর্শনার্থীরা এক গম্বুজবিশিষ্ট এই মসজিদ দেখতে ভিড় করেন। আশঙ্কা হচ্ছে, মসজিদের মূল কাঠামো অক্ষুণ্ন রেখে মসজিদটির সংস্কার ও সম্প্রসারণ করা না হলে ঐতিহাসিক এই স্থাপনা কালের আবর্তে হারিয়ে যেতে পারে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে