উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নেই পাঠাগার। কোনো কোনো বিদ্যালয়ে টিচার্স কমনরুমের আলমারিতে বই থাকলেও শিক্ষার্থীদের কোনো উপকারে আসছে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১১৬টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা রয়েছে। এর মধ্যে ৫০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১০টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটিতে রয়েছেন একজন করে লাইব্রেরিয়ান। এ ছাড়া ৫৬টি মাদ্রাসার মধ্যে ১৩টিতে রয়েছে ১ জন করে লাইব্রেরিয়ান।
উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা গেছে, ওই সব প্রতিষ্ঠানে আলাদা কোনো লাইব্রেরির জন্য কক্ষ নেই। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরির কোনো অস্তিত্ব নেই। উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষের অর্ধেক অংশ আলমারি দিয়ে বিভক্ত করা হয়েছে। একদিকে লাইব্রেরি, অন্যদিকে ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। এভাবে দু-একটি বিদ্যালয়ে আংশিক লাইব্রেরি থাকলেও তা শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না। এতে জ্ঞান আহরণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কবির জানান, তাঁর বিদ্যালয়ে আংশিক লাইব্রেরি রয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে বছরের একবার সেশন ফি আদায় করার সময় লাইব্রেরি ফি ১০ থেকে ১৫ টাকা করে আদায় করা হয়। ওই টাকা দিয়ে প্রতিবছর বই কেনা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম অধিকাংশ বিদ্যালয়ে লাইব্রেরি না থাকার কথা স্বীকার করে বলেন, ‘প্রধান শিক্ষকের কক্ষে বা টিচার্স কমনরুমে দু-তিনটি আলমারির মধ্যে কিছু বই থাকে। আবার কোনো কোনো বিদ্যালয়ে সেটাও নেই। কিছু কিছু বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। সেখানে লাইব্রেরি জন্য আলাদা কক্ষ থাকার সুযোগ কোথায়?’
কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নেই পাঠাগার। কোনো কোনো বিদ্যালয়ে টিচার্স কমনরুমের আলমারিতে বই থাকলেও শিক্ষার্থীদের কোনো উপকারে আসছে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১১৬টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা রয়েছে। এর মধ্যে ৫০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১০টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটিতে রয়েছেন একজন করে লাইব্রেরিয়ান। এ ছাড়া ৫৬টি মাদ্রাসার মধ্যে ১৩টিতে রয়েছে ১ জন করে লাইব্রেরিয়ান।
উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা গেছে, ওই সব প্রতিষ্ঠানে আলাদা কোনো লাইব্রেরির জন্য কক্ষ নেই। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরির কোনো অস্তিত্ব নেই। উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষের অর্ধেক অংশ আলমারি দিয়ে বিভক্ত করা হয়েছে। একদিকে লাইব্রেরি, অন্যদিকে ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। এভাবে দু-একটি বিদ্যালয়ে আংশিক লাইব্রেরি থাকলেও তা শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না। এতে জ্ঞান আহরণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কবির জানান, তাঁর বিদ্যালয়ে আংশিক লাইব্রেরি রয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে বছরের একবার সেশন ফি আদায় করার সময় লাইব্রেরি ফি ১০ থেকে ১৫ টাকা করে আদায় করা হয়। ওই টাকা দিয়ে প্রতিবছর বই কেনা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম অধিকাংশ বিদ্যালয়ে লাইব্রেরি না থাকার কথা স্বীকার করে বলেন, ‘প্রধান শিক্ষকের কক্ষে বা টিচার্স কমনরুমে দু-তিনটি আলমারির মধ্যে কিছু বই থাকে। আবার কোনো কোনো বিদ্যালয়ে সেটাও নেই। কিছু কিছু বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। সেখানে লাইব্রেরি জন্য আলাদা কক্ষ থাকার সুযোগ কোথায়?’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে