শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রায়পুরায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ব্যক্তিগত দুই গাড়িসহ তিনটি গাড়ি, গুলি-পিস্তল, ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন রায়পুরার শ্রীনগর এলাকার বাসিন্দা সোহেল মিয়া (৩২) এবং তাঁর ভগ্নিপতি বিল্লাল হোসেন (৩০)। নিহত দুজন হলেন নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর বটতলা গ্রামের বাসিন্দা রুবেল মিয়া (২৬) এবং সদর উপজেলার বাগহাটার সাহেপ্রতাপ এলাকার বাসিন্দা জাহিদ মিয়া (২৮)। তাঁরা দুজনই প্রাইভেট কার ভাড়ায় চালাতেন। নিহত দুজন ও গ্রেপ্তার হওয়া দুজনই মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এসব তথ্য জানিয়েছেন।
নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, গত বুধবার রাতে রুবেল মিয়া প্রাইভেট কারচালক শাহজালালকে ফোন করে মাধবদীতে একটি ট্রিপ থাকার কথা জানান। পরে রুবেল, শাহজালাল ও জাহাঙ্গীর একত্র হন। তিনজনের সঙ্গে ওই রাতে তিনটি প্রাইভেট কার ছিল। তবে মাধবদী না গিয়ে তাঁরা রায়পুরার খলাপাড়া এলাকায় যান। সেখানেই সোহেল ও তাঁর সহযোগীরা যান। এরপর মাদকের অর্থের ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল ও তাঁর সহযোগীরা শ্বাস রোধ করে রুবেল ও জাহাঙ্গীরকে হত্যা করেন। পরে তিনটি প্রাইভেট কার ছিনতাই করেন। কিন্তু শাহজালাল ও অন্যরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পরে শাহজালালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রায়পুরায় অভিযান চালিয়ে সোহেল ও বিল্লালকে আটক করে। হত্যার শিকার দুজনসহ আটক হওয়া সবাই মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।
অন্যদিকে রুবেলের বাবা মো. তোফাজ্জল মিয়া বলেন, ‘রুবেল স্নাতক শেষ করার পর চাকরি খোঁজার পাশাপাশি তার এক বন্ধুর গাড়ি ভাড়া নিয়ে চালাত। গত বুধবার সকালে একটি ট্রিপ শেষে বাড়ি ফেরে রুবেল। সকাল ১০টার দিকে আরেকটি ট্রিপের অফার পেলে রুবেল বাড়ি থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রুবেল মাদক কারবারের সঙ্গে জড়িত—এটা আমার বিশ্বাস হয় না।’
নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রায়পুরায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ব্যক্তিগত দুই গাড়িসহ তিনটি গাড়ি, গুলি-পিস্তল, ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন রায়পুরার শ্রীনগর এলাকার বাসিন্দা সোহেল মিয়া (৩২) এবং তাঁর ভগ্নিপতি বিল্লাল হোসেন (৩০)। নিহত দুজন হলেন নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর বটতলা গ্রামের বাসিন্দা রুবেল মিয়া (২৬) এবং সদর উপজেলার বাগহাটার সাহেপ্রতাপ এলাকার বাসিন্দা জাহিদ মিয়া (২৮)। তাঁরা দুজনই প্রাইভেট কার ভাড়ায় চালাতেন। নিহত দুজন ও গ্রেপ্তার হওয়া দুজনই মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এসব তথ্য জানিয়েছেন।
নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, গত বুধবার রাতে রুবেল মিয়া প্রাইভেট কারচালক শাহজালালকে ফোন করে মাধবদীতে একটি ট্রিপ থাকার কথা জানান। পরে রুবেল, শাহজালাল ও জাহাঙ্গীর একত্র হন। তিনজনের সঙ্গে ওই রাতে তিনটি প্রাইভেট কার ছিল। তবে মাধবদী না গিয়ে তাঁরা রায়পুরার খলাপাড়া এলাকায় যান। সেখানেই সোহেল ও তাঁর সহযোগীরা যান। এরপর মাদকের অর্থের ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল ও তাঁর সহযোগীরা শ্বাস রোধ করে রুবেল ও জাহাঙ্গীরকে হত্যা করেন। পরে তিনটি প্রাইভেট কার ছিনতাই করেন। কিন্তু শাহজালাল ও অন্যরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পরে শাহজালালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রায়পুরায় অভিযান চালিয়ে সোহেল ও বিল্লালকে আটক করে। হত্যার শিকার দুজনসহ আটক হওয়া সবাই মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।
অন্যদিকে রুবেলের বাবা মো. তোফাজ্জল মিয়া বলেন, ‘রুবেল স্নাতক শেষ করার পর চাকরি খোঁজার পাশাপাশি তার এক বন্ধুর গাড়ি ভাড়া নিয়ে চালাত। গত বুধবার সকালে একটি ট্রিপ শেষে বাড়ি ফেরে রুবেল। সকাল ১০টার দিকে আরেকটি ট্রিপের অফার পেলে রুবেল বাড়ি থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রুবেল মাদক কারবারের সঙ্গে জড়িত—এটা আমার বিশ্বাস হয় না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে