জাককানইবি প্রতিনিধি
ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এলাকায় যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। ব্যাটারিচালিত রিকশা কিংবা ভ্যানে বিশ্ববিদ্যালয় থেকে ত্রিশাল বাজার কিংবা বাসস্ট্যান্ড পর্যন্ত মাত্র দুই কিলোমিটার রাস্তা যেতে গুনতে হয় ৩০-৪০ টাকা। বিশ্ববিদ্যালয়ের আশপাশে অন্য কোনো বিপণন কেন্দ্র না থাকায় প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ত্রিশাল বাজার/বাসস্ট্যান্ডে একাধিকবার যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। দূরত্বের তুলনায় বিশ্ববিদ্যালয় এলাকায় এত বেশি ভাড়া দিতে গিয়ে বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের।
বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘ত্রিশালের স্থানীয় চালকেরা এক জোট হয়ে ইচ্ছে করেই এই রকম ভাড়া নির্ধারণ করেছেন। দেশের অন্য কোথাও ২ কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ / ৪০ টাকা নেই। আমরা অনেকবার এই বিষয় নিয়ে কথা বলেছি, কোনো সমাধান আসেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, স্থানীয় চালক সমিতি ও প্রশাসনের সঙ্গে কথা বলে দূরত্ব অনুযায়ী সঠিক ভাড়া নির্ধারণ করা হোক।’
২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিলন আহমেদ বলেন, ‘১০ মিনিটের ভাড়া ৩০-৪০ টাকা যা। বিমানের ভাড়ার মতো মনে হয়। কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড পর্যন্ত যে ভাড়া দিতে হয় তা অবশ্যই তুলনামূলক বেশি। আমরা খোঁজ নিয়ে দেখব, স্থানীয় প্রশাসন ও চালক সমিতির সঙ্গে কথা বলে সমাধান করা যায় কি না।’
ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এলাকায় যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। ব্যাটারিচালিত রিকশা কিংবা ভ্যানে বিশ্ববিদ্যালয় থেকে ত্রিশাল বাজার কিংবা বাসস্ট্যান্ড পর্যন্ত মাত্র দুই কিলোমিটার রাস্তা যেতে গুনতে হয় ৩০-৪০ টাকা। বিশ্ববিদ্যালয়ের আশপাশে অন্য কোনো বিপণন কেন্দ্র না থাকায় প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ত্রিশাল বাজার/বাসস্ট্যান্ডে একাধিকবার যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। দূরত্বের তুলনায় বিশ্ববিদ্যালয় এলাকায় এত বেশি ভাড়া দিতে গিয়ে বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের।
বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘ত্রিশালের স্থানীয় চালকেরা এক জোট হয়ে ইচ্ছে করেই এই রকম ভাড়া নির্ধারণ করেছেন। দেশের অন্য কোথাও ২ কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ / ৪০ টাকা নেই। আমরা অনেকবার এই বিষয় নিয়ে কথা বলেছি, কোনো সমাধান আসেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, স্থানীয় চালক সমিতি ও প্রশাসনের সঙ্গে কথা বলে দূরত্ব অনুযায়ী সঠিক ভাড়া নির্ধারণ করা হোক।’
২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিলন আহমেদ বলেন, ‘১০ মিনিটের ভাড়া ৩০-৪০ টাকা যা। বিমানের ভাড়ার মতো মনে হয়। কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড পর্যন্ত যে ভাড়া দিতে হয় তা অবশ্যই তুলনামূলক বেশি। আমরা খোঁজ নিয়ে দেখব, স্থানীয় প্রশাসন ও চালক সমিতির সঙ্গে কথা বলে সমাধান করা যায় কি না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে