সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আজ বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি বরণ করে নিতে চাই রঙিন ফুল। বিশেষ করে তরুণীরা সাজে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া ক্রাউন পরে। ক্রাউন থাকবে মাথায়। ক্রাউনে ফুলের মধ্যে প্রধানত থাকবে একটি লাল গোলাপ।
সরেজমিন দেখা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে ফুলের দোকানের পাশাপাশি পাইনাদি নতুন মহল্লা, দোয়েল চত্বর, শাপলা চত্বর, মুক্তিনগর, শিমরাইল, আঁটিগ্রাম, গোদনাইল, জালকুড়িসহ আশপাশের এলাকায় রাস্তার পাশে গলির মুখে বসেছে ছোট ছোট ফুলের দোকান।
সিদ্ধিরগঞ্জের পাইকারি ফুল বিক্রেতা আবু মুসার সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর করোনার সংক্রমণ বেশি থাকায় বাইরে তেমন কেউ বের হয়নি। তবে এবার সংক্রমণ নেই বললেই চলে। তা ছাড়া এবার লকডাউন নেই। তাই অনেকেই এই দিনে বের হবেন বলে আশা করছেন।
মেহেদী হাসান সোহাগ একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভালোবাসা দিবসে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ফুল কিনতে এসেছেন। তিনি বলেন, ‘অন্য দিনের চেয়ে আজ ফুলের দাম বেশি। এর আগে আমি ফুল কিনেছি, তখন গোলাপ প্রতিটি ২০ থেকে ২৫ টাকা আর রজনীগন্ধা ১০ থেকে ১৫ টাকা দাম ছিল। কিন্তু আজ প্রতিটি গোলাপ ৯০ থেকে ১২০ টাকা, রজনীগন্ধা ২০-২৫ টাকা ও ক্রাউন ১০০ থেকে ২০০ টাকা দরে কিনতে হচ্ছে। তিনি আরও বলেন, কী আর করার, প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে দাম দিয়েই কিনতে হচ্ছে ফুল।’
ফুলের দাম বেশি কেন জানতে চাইলে ফুল ব্যবসায়ী রিয়াজ বলেন, ‘বিশেষ দিনগুলোতে ফুল বেশি আনা হয়। এ ছাড়া শাহবাগ থেকে ফুল কিনে দোকান পর্যন্ত এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় অর্ধশত ফুল নষ্ট হয়ে যায়। তা ছাড়া ভালোবাসা দিবস এলেই আমাদের চওড়া দামে ফুল কিনে আনতে হয়।
আজ বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি বরণ করে নিতে চাই রঙিন ফুল। বিশেষ করে তরুণীরা সাজে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া ক্রাউন পরে। ক্রাউন থাকবে মাথায়। ক্রাউনে ফুলের মধ্যে প্রধানত থাকবে একটি লাল গোলাপ।
সরেজমিন দেখা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে ফুলের দোকানের পাশাপাশি পাইনাদি নতুন মহল্লা, দোয়েল চত্বর, শাপলা চত্বর, মুক্তিনগর, শিমরাইল, আঁটিগ্রাম, গোদনাইল, জালকুড়িসহ আশপাশের এলাকায় রাস্তার পাশে গলির মুখে বসেছে ছোট ছোট ফুলের দোকান।
সিদ্ধিরগঞ্জের পাইকারি ফুল বিক্রেতা আবু মুসার সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর করোনার সংক্রমণ বেশি থাকায় বাইরে তেমন কেউ বের হয়নি। তবে এবার সংক্রমণ নেই বললেই চলে। তা ছাড়া এবার লকডাউন নেই। তাই অনেকেই এই দিনে বের হবেন বলে আশা করছেন।
মেহেদী হাসান সোহাগ একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভালোবাসা দিবসে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ফুল কিনতে এসেছেন। তিনি বলেন, ‘অন্য দিনের চেয়ে আজ ফুলের দাম বেশি। এর আগে আমি ফুল কিনেছি, তখন গোলাপ প্রতিটি ২০ থেকে ২৫ টাকা আর রজনীগন্ধা ১০ থেকে ১৫ টাকা দাম ছিল। কিন্তু আজ প্রতিটি গোলাপ ৯০ থেকে ১২০ টাকা, রজনীগন্ধা ২০-২৫ টাকা ও ক্রাউন ১০০ থেকে ২০০ টাকা দরে কিনতে হচ্ছে। তিনি আরও বলেন, কী আর করার, প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে দাম দিয়েই কিনতে হচ্ছে ফুল।’
ফুলের দাম বেশি কেন জানতে চাইলে ফুল ব্যবসায়ী রিয়াজ বলেন, ‘বিশেষ দিনগুলোতে ফুল বেশি আনা হয়। এ ছাড়া শাহবাগ থেকে ফুল কিনে দোকান পর্যন্ত এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় অর্ধশত ফুল নষ্ট হয়ে যায়। তা ছাড়া ভালোবাসা দিবস এলেই আমাদের চওড়া দামে ফুল কিনে আনতে হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে