নাজিম আল শমষের, ঢাকা
দিনের হিসাবে ৭৪০ দিন। এক খেলোয়াড়ের দাবি, তিন বছর প্রিমিয়ার হকি লিগ মাঠে নেই। এ শীতের মৌসুমে হকির সঙ্গে ‘শীতনিদ্রা’ শব্দটাই যেন বেশি উপযুক্ত!
২০২১ সালের ২৭ নভেম্বর মেরিনার্স ইয়াংসের শ্রেষ্ঠত্বে শেষ হয়েছিল প্রিমিয়ার হকি লিগের ১৩তম আসর। ১৪তম পর্ব গত দুই বছরে আর শুরুই হলো না। গত বছর লিগ না হলেও মাঠে ছিল ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়নস ট্রফি। আশার আলো জাগিয়ে সেই ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্টেরও হদিস নেই। হকি লিগ আর ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট সমান্তরালে এগোবে, এমন আশায় ছিলেন যাঁরা, সেই খেলোয়াড়েরা ২০২৩ সালে কোনো টুর্নামেন্টেই খেলতে পারলেন না।
কেন এই বছর কোনো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে পারল না হকি ফেডারেশন—এ নিয়ে বিভিন্ন যুক্তি আর দাবি সামনে আনছেন ফেডারেশন আর ক্লাবের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা। এসবের মধ্যে সবার সামনে আসে গত ফেব্রুয়ারিতে এ কে এম মমিনুল হক সাঈদের সাধারণ সম্পাদকের পদ ফিরে পাওয়ার বিষয়টি। দীর্ঘ সময় দেশের বাইরে থাকা আলোচিত-সমালোচিত সাঈদ পদ ফিরে পেয়েই শুরু করেন ফেডারেশনে নির্বাচনী প্রক্রিয়া। জুনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঈদ পরিষদই নির্বাচিত হয়েছে। নির্বাচনের মাঝে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে অংশ নেয় বাংলাদেশের যুবারা। এশিয়া কাপের পর শুরু হয় এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের ক্যাম্প।
৮ অক্টোবর এশিয়ান গেমস শেষ হওয়ার পরও এই বছর লিগ আয়োজনের জন্য তিন মাস সময় পেয়েছে ফেডারেশন। এই সময়ে কেন লিগ মাঠে গড়াল না? এ প্রশ্নে দোষ ক্লাবগুলোর ঘাড়ে চাপালেন লিগ কমিটির সাধারণ সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না বললেন, ‘নভেম্বরে আমাদের সব হওয়ার কথা ছিল। বাইলজ থেকে শুরু করে সভাও হওয়ার কথা ছিল। সাঈদ ভাই সবাইকে রাজি করিয়েছিলেন। কিন্তু সভা পড়ে গেল অবরোধের সময়। ক্লাবের পক্ষ থেকে বলা হলো, নির্বাচনের সময় খেলোয়াড় পাওয়া কঠিন হবে। নির্বাচনের পরেই লিগ শুরু হোক।’
মোহামেডান হকি দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স কাউকেই দোষারোপ করতে চান না। লিগ না হওয়ার পেছনে জাতীয় দলের সাবেক এ তারকার যুক্তি, ‘ফেডারেশনে সম্পাদক ছিল না। আবার দুটি দল দেশের বাইরে ছিল। কোনো কিছুই সময়ের মধ্যে হয়নি। এখানে আসলে কারও দোষ নেই।’
ফেডারেশন কিংবা ক্লাব দায় নিতে না চাইলেও এক খেলোয়াড়ের দাবি, দোষ দুই পক্ষেরই। তাদের দোষারোপের এ খেলায় ক্ষতিগ্রস্ত মাঠের খেলোয়াড়েরা। বেশির ভাগ খেলোয়াড় আন্তবাহিনী দলগুলোর সঙ্গে চুক্তিতে থাকায় পারিশ্রমিক আর অনুশীলনের সুযোগ অবশ্য পাচ্ছেন, বিপাকে পড়েছেন চুক্তির বাইরে থাকা খেলোয়াড়েরা। লিগ নিয়ে জোরালো দাবি তোলারও শক্তি ও সাহস কোনোটিই নেই তাঁদের।
২০২১ সালে অনুষ্ঠিত লিগের আগে প্রায় চার বছর মাঠের বাইরে ছিলেন পেশাদার হকি খেলোয়াড়েরা। খেলা না থাকায় এখন রাঙামাটি ঘুরছেন সবশেষ লিগে আবাহনীর হয়ে খেলা ফরোয়ার্ড পুস্কর খিসা মিমো। তিনি বললেন, ‘যারা চাকরি করে তারা নির্দিষ্ট পারিশ্রমিক পায়। আমরা যারা চুক্তির বাইরে আছি, তারা কোনোরকমে টিকে থাকছি। ক্লাবগুলো নির্বাচনের দোহাই দিচ্ছে কিন্তু তারা তো আর রাজনৈতিকভাবে সম্পৃক্ত না। এই সময় ফুটবল চলছে, ক্রিকেট চলছে শুধু হকিরই কিছু নেই।’
আন্তঃবাহিনী দলে যাঁরা আছেন, তাঁরাও যে খুব স্বস্তিতে আছেন তেমনটাও নয়। জাতীয় দলের অধিনায়ক ও নৌবাহিনীর হয়ে খেলা খোরশেদুর রহমান বললেন, ‘প্রতিবছর লিগ না হলে খেলোয়াড় উঠে আসবে না। উঠতি খেলোয়াড় কেন হকি খেলতে চাইবে? এখানে টাকা তো গুরুত্বপূর্ণ বিষয়। লিগ না হলে সেই টাকাটা আসবে কোথা থেকে?’
দিনের হিসাবে ৭৪০ দিন। এক খেলোয়াড়ের দাবি, তিন বছর প্রিমিয়ার হকি লিগ মাঠে নেই। এ শীতের মৌসুমে হকির সঙ্গে ‘শীতনিদ্রা’ শব্দটাই যেন বেশি উপযুক্ত!
২০২১ সালের ২৭ নভেম্বর মেরিনার্স ইয়াংসের শ্রেষ্ঠত্বে শেষ হয়েছিল প্রিমিয়ার হকি লিগের ১৩তম আসর। ১৪তম পর্ব গত দুই বছরে আর শুরুই হলো না। গত বছর লিগ না হলেও মাঠে ছিল ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়নস ট্রফি। আশার আলো জাগিয়ে সেই ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্টেরও হদিস নেই। হকি লিগ আর ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট সমান্তরালে এগোবে, এমন আশায় ছিলেন যাঁরা, সেই খেলোয়াড়েরা ২০২৩ সালে কোনো টুর্নামেন্টেই খেলতে পারলেন না।
কেন এই বছর কোনো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে পারল না হকি ফেডারেশন—এ নিয়ে বিভিন্ন যুক্তি আর দাবি সামনে আনছেন ফেডারেশন আর ক্লাবের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা। এসবের মধ্যে সবার সামনে আসে গত ফেব্রুয়ারিতে এ কে এম মমিনুল হক সাঈদের সাধারণ সম্পাদকের পদ ফিরে পাওয়ার বিষয়টি। দীর্ঘ সময় দেশের বাইরে থাকা আলোচিত-সমালোচিত সাঈদ পদ ফিরে পেয়েই শুরু করেন ফেডারেশনে নির্বাচনী প্রক্রিয়া। জুনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঈদ পরিষদই নির্বাচিত হয়েছে। নির্বাচনের মাঝে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে অংশ নেয় বাংলাদেশের যুবারা। এশিয়া কাপের পর শুরু হয় এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের ক্যাম্প।
৮ অক্টোবর এশিয়ান গেমস শেষ হওয়ার পরও এই বছর লিগ আয়োজনের জন্য তিন মাস সময় পেয়েছে ফেডারেশন। এই সময়ে কেন লিগ মাঠে গড়াল না? এ প্রশ্নে দোষ ক্লাবগুলোর ঘাড়ে চাপালেন লিগ কমিটির সাধারণ সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না বললেন, ‘নভেম্বরে আমাদের সব হওয়ার কথা ছিল। বাইলজ থেকে শুরু করে সভাও হওয়ার কথা ছিল। সাঈদ ভাই সবাইকে রাজি করিয়েছিলেন। কিন্তু সভা পড়ে গেল অবরোধের সময়। ক্লাবের পক্ষ থেকে বলা হলো, নির্বাচনের সময় খেলোয়াড় পাওয়া কঠিন হবে। নির্বাচনের পরেই লিগ শুরু হোক।’
মোহামেডান হকি দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স কাউকেই দোষারোপ করতে চান না। লিগ না হওয়ার পেছনে জাতীয় দলের সাবেক এ তারকার যুক্তি, ‘ফেডারেশনে সম্পাদক ছিল না। আবার দুটি দল দেশের বাইরে ছিল। কোনো কিছুই সময়ের মধ্যে হয়নি। এখানে আসলে কারও দোষ নেই।’
ফেডারেশন কিংবা ক্লাব দায় নিতে না চাইলেও এক খেলোয়াড়ের দাবি, দোষ দুই পক্ষেরই। তাদের দোষারোপের এ খেলায় ক্ষতিগ্রস্ত মাঠের খেলোয়াড়েরা। বেশির ভাগ খেলোয়াড় আন্তবাহিনী দলগুলোর সঙ্গে চুক্তিতে থাকায় পারিশ্রমিক আর অনুশীলনের সুযোগ অবশ্য পাচ্ছেন, বিপাকে পড়েছেন চুক্তির বাইরে থাকা খেলোয়াড়েরা। লিগ নিয়ে জোরালো দাবি তোলারও শক্তি ও সাহস কোনোটিই নেই তাঁদের।
২০২১ সালে অনুষ্ঠিত লিগের আগে প্রায় চার বছর মাঠের বাইরে ছিলেন পেশাদার হকি খেলোয়াড়েরা। খেলা না থাকায় এখন রাঙামাটি ঘুরছেন সবশেষ লিগে আবাহনীর হয়ে খেলা ফরোয়ার্ড পুস্কর খিসা মিমো। তিনি বললেন, ‘যারা চাকরি করে তারা নির্দিষ্ট পারিশ্রমিক পায়। আমরা যারা চুক্তির বাইরে আছি, তারা কোনোরকমে টিকে থাকছি। ক্লাবগুলো নির্বাচনের দোহাই দিচ্ছে কিন্তু তারা তো আর রাজনৈতিকভাবে সম্পৃক্ত না। এই সময় ফুটবল চলছে, ক্রিকেট চলছে শুধু হকিরই কিছু নেই।’
আন্তঃবাহিনী দলে যাঁরা আছেন, তাঁরাও যে খুব স্বস্তিতে আছেন তেমনটাও নয়। জাতীয় দলের অধিনায়ক ও নৌবাহিনীর হয়ে খেলা খোরশেদুর রহমান বললেন, ‘প্রতিবছর লিগ না হলে খেলোয়াড় উঠে আসবে না। উঠতি খেলোয়াড় কেন হকি খেলতে চাইবে? এখানে টাকা তো গুরুত্বপূর্ণ বিষয়। লিগ না হলে সেই টাকাটা আসবে কোথা থেকে?’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে