বিনোদন প্রতিবেদক, ঢাকা
বছর না ঘুরতে আবারও ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। এ মাসে ঢাকায় দুটি কনসার্টে অংশ নেবেন তিনি। ১২ জুলাই ঢাকার হাতিরঝিলে গান শোনাবেন নচিকেতা। তাঁর সঙ্গে গাইবেন বাংলাদেশের শায়ান চৌধুরী অর্ণব, আরমীন মুসা ও আহমেদ হাসান সানি। হাতিরঝিলের এম্ফিথিয়েটারে আয়োজিত এই কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘ঢাকা মেল্যানঙ্কলি’। আয়োজন করছে ব্লু ব্রিক কমিউনিকেশন ও ইঙ্কওয়েল এন্টারপ্রাইজ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকাবাসীদের সুন্দর একটি সংগীতসন্ধ্যা উপহার দিতে চান তাঁরা। ব্যস্ত শহরের ক্লান্তি ভুলে এদিন যেন আগত শ্রোতারা সুরের সাগরে ডুবে যেতে পারেন। সেই কথা মাথায় রেখেই লাইনআপ সাজানো হয়েছে। কনসার্ট শুরু হবে বিকেল ৪টায়। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
গত ফেব্রুয়ারিতে অঞ্জন দত্তের সঙ্গে একই মঞ্চে গেয়েছিলেন আহমেদ হাসান সানি। এবার প্রথমবারের মতো গাইবেন নচিকেতার সঙ্গে। সানি বলেন, ‘আমার জীবনে সবচেয়ে বেশি শোনা হয়েছে নচিকেতার গান। আমার পরিবারের সবাই তাঁর বড় ভক্ত। এবার প্রথম একই মঞ্চে ওনার মতো শিল্পীর সঙ্গে গাইব। নিজের মধ্যে একধরনের উত্তেজনা কাজ করছে। অঞ্জন দত্তের পর নচিকেতা চক্রবর্তীর সঙ্গে একই মঞ্চে গান গাওয়া আমার জন্য সৌভাগ্যের।’
দুই দেশের শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজনের বিষয়ে সানি বলেন, ‘সংস্কৃতির আদান প্রদান ভালো বিষয়। শ্রোতারাও একই মঞ্চে দুই দেশের শিল্পীদের গান শুনতে পারছেন। আরও ভালো লাগবে ভারতের কনসার্টে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে।’
সংগীতজীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর ঢাকায় একক কনসার্ট করেন নচিকেতা। কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক আয়োজনটি ভালো সাড়া ফেলেছিল। ২৬ জুলাই আবারও একই ভেন্যুতে একক কনসার্টে গাইবেন নচিকেতা। আজব কারখানা আয়োজিত সেই কনসার্টে নচিকেতার সঙ্গে থাকবেন জয় শাহরিয়ার।
বছর না ঘুরতে আবারও ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। এ মাসে ঢাকায় দুটি কনসার্টে অংশ নেবেন তিনি। ১২ জুলাই ঢাকার হাতিরঝিলে গান শোনাবেন নচিকেতা। তাঁর সঙ্গে গাইবেন বাংলাদেশের শায়ান চৌধুরী অর্ণব, আরমীন মুসা ও আহমেদ হাসান সানি। হাতিরঝিলের এম্ফিথিয়েটারে আয়োজিত এই কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘ঢাকা মেল্যানঙ্কলি’। আয়োজন করছে ব্লু ব্রিক কমিউনিকেশন ও ইঙ্কওয়েল এন্টারপ্রাইজ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকাবাসীদের সুন্দর একটি সংগীতসন্ধ্যা উপহার দিতে চান তাঁরা। ব্যস্ত শহরের ক্লান্তি ভুলে এদিন যেন আগত শ্রোতারা সুরের সাগরে ডুবে যেতে পারেন। সেই কথা মাথায় রেখেই লাইনআপ সাজানো হয়েছে। কনসার্ট শুরু হবে বিকেল ৪টায়। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
গত ফেব্রুয়ারিতে অঞ্জন দত্তের সঙ্গে একই মঞ্চে গেয়েছিলেন আহমেদ হাসান সানি। এবার প্রথমবারের মতো গাইবেন নচিকেতার সঙ্গে। সানি বলেন, ‘আমার জীবনে সবচেয়ে বেশি শোনা হয়েছে নচিকেতার গান। আমার পরিবারের সবাই তাঁর বড় ভক্ত। এবার প্রথম একই মঞ্চে ওনার মতো শিল্পীর সঙ্গে গাইব। নিজের মধ্যে একধরনের উত্তেজনা কাজ করছে। অঞ্জন দত্তের পর নচিকেতা চক্রবর্তীর সঙ্গে একই মঞ্চে গান গাওয়া আমার জন্য সৌভাগ্যের।’
দুই দেশের শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজনের বিষয়ে সানি বলেন, ‘সংস্কৃতির আদান প্রদান ভালো বিষয়। শ্রোতারাও একই মঞ্চে দুই দেশের শিল্পীদের গান শুনতে পারছেন। আরও ভালো লাগবে ভারতের কনসার্টে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে।’
সংগীতজীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর ঢাকায় একক কনসার্ট করেন নচিকেতা। কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক আয়োজনটি ভালো সাড়া ফেলেছিল। ২৬ জুলাই আবারও একই ভেন্যুতে একক কনসার্টে গাইবেন নচিকেতা। আজব কারখানা আয়োজিত সেই কনসার্টে নচিকেতার সঙ্গে থাকবেন জয় শাহরিয়ার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে