বিনোদন ডেস্ক
শুরু হচ্ছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। আগামী ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত ফ্রান্সের কান শহরে চলবে এ আয়োজন। গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে এবারের আসরের জন্য নির্বাচিত সিনেমাগুলোর লাইনআপ।
বাজ লুজমানের ‘এলভিস’ থেকে শুরু করে ‘বিস্ট’ সিনেমার সহপরিচালক হিসেবে প্রিসলির নাতনি রিলে কিওহর আত্মপ্রকাশ—সবকিছুই জায়গা করে নিয়েছে এবারের তালিকায়। উৎসবের পর্দা উঠবে জোম্বিনির্ভর সিনেমা ‘ফাইনাল কাট’-এর মাধ্যম। এটি পরিচালনা করেছেন ফ্রান্সের মিশেল আজানাভিসুস। স্বর্ণ পামের জন্য এবার প্রতিযোগিতা শাখায় লড়বে ১৮টি সিনেমা, যার মধ্যে আগের একাধিক স্বর্ণ পামজয়ী নির্মাতাও রয়েছেন।
সর্বাধিক তিনটি সিনেমা ফ্রান্সের। ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবারের উৎসবে রুশ প্রতিনিধিরা নিষিদ্ধ থাকবে বলে গত মার্চে ঘোষণা দেন আয়োজকরা। তবে প্রতিযোগিতা শাখায় জায়গা পেয়েছে রাশিয়া থেকে নির্বাসিত পরিচালক কিরিল সেরেব্রেনিকভের ‘চাইকোভস্কিস ওয়াইফ’। স্পষ্টবাদী হওয়ায় পুতিন সরকার তাঁকে কয়েক বছর গৃহবন্দীও রেখেছিল। অফিশিয়াল সিলেকশনে জায়গা পাওয়া নবাগত পরিচালকদের মধ্যে ইউক্রেনের মাকজিম নাকোনেশনিয়ের ‘বাটারফ্লাই ভিশন’ রয়েছে আঁ সাঁর্তে রিগা শাখায়।
আনসার্টেন রিগার্ড বিভাগে রয়েছে পাকিস্তানের সায়েম সাদিক পরিচালিত ‘জয়ল্যান্ড’। স্পেশাল স্ক্রিনিংস বিভাগে জায়গা পেয়েছে ভারতের শৌনাক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’। ১২ দিনের এই আয়োজনে লালগালিচায় উন্মাদনা ছড়াবেন হলিউড হেভিওয়েট অভিনেতা টম ক্রুজ ও টম হ্যাঙ্কস। প্রতিযোগিতা শাখার বাইরের আকর্ষণ টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’ ও টম হ্যাঙ্কস অভিনীত ‘এলভিস’। একই শাখায় থাকছে ‘ম্যাড ম্যাক্স’ সৃষ্টি করা জর্জ মিলারের ‘থ্রি ইয়ারস অব লংগিং’। এতে দেখা যাবে, ইড্রিস অ্যালবা ও টিল্ডা সুইনটনকে। সিনেমা হলে মুক্তি দেওয়ার শর্ত পূরণে সম্মত না হওয়ায় এবারও প্রতিযোগিতা শাখায় জায়গা পায়নি নেটফ্লিক্স। প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান কে হবেন তা নিয়ে কিছু জানা যায়নি।
শুরু হচ্ছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। আগামী ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত ফ্রান্সের কান শহরে চলবে এ আয়োজন। গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে এবারের আসরের জন্য নির্বাচিত সিনেমাগুলোর লাইনআপ।
বাজ লুজমানের ‘এলভিস’ থেকে শুরু করে ‘বিস্ট’ সিনেমার সহপরিচালক হিসেবে প্রিসলির নাতনি রিলে কিওহর আত্মপ্রকাশ—সবকিছুই জায়গা করে নিয়েছে এবারের তালিকায়। উৎসবের পর্দা উঠবে জোম্বিনির্ভর সিনেমা ‘ফাইনাল কাট’-এর মাধ্যম। এটি পরিচালনা করেছেন ফ্রান্সের মিশেল আজানাভিসুস। স্বর্ণ পামের জন্য এবার প্রতিযোগিতা শাখায় লড়বে ১৮টি সিনেমা, যার মধ্যে আগের একাধিক স্বর্ণ পামজয়ী নির্মাতাও রয়েছেন।
সর্বাধিক তিনটি সিনেমা ফ্রান্সের। ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবারের উৎসবে রুশ প্রতিনিধিরা নিষিদ্ধ থাকবে বলে গত মার্চে ঘোষণা দেন আয়োজকরা। তবে প্রতিযোগিতা শাখায় জায়গা পেয়েছে রাশিয়া থেকে নির্বাসিত পরিচালক কিরিল সেরেব্রেনিকভের ‘চাইকোভস্কিস ওয়াইফ’। স্পষ্টবাদী হওয়ায় পুতিন সরকার তাঁকে কয়েক বছর গৃহবন্দীও রেখেছিল। অফিশিয়াল সিলেকশনে জায়গা পাওয়া নবাগত পরিচালকদের মধ্যে ইউক্রেনের মাকজিম নাকোনেশনিয়ের ‘বাটারফ্লাই ভিশন’ রয়েছে আঁ সাঁর্তে রিগা শাখায়।
আনসার্টেন রিগার্ড বিভাগে রয়েছে পাকিস্তানের সায়েম সাদিক পরিচালিত ‘জয়ল্যান্ড’। স্পেশাল স্ক্রিনিংস বিভাগে জায়গা পেয়েছে ভারতের শৌনাক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’। ১২ দিনের এই আয়োজনে লালগালিচায় উন্মাদনা ছড়াবেন হলিউড হেভিওয়েট অভিনেতা টম ক্রুজ ও টম হ্যাঙ্কস। প্রতিযোগিতা শাখার বাইরের আকর্ষণ টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’ ও টম হ্যাঙ্কস অভিনীত ‘এলভিস’। একই শাখায় থাকছে ‘ম্যাড ম্যাক্স’ সৃষ্টি করা জর্জ মিলারের ‘থ্রি ইয়ারস অব লংগিং’। এতে দেখা যাবে, ইড্রিস অ্যালবা ও টিল্ডা সুইনটনকে। সিনেমা হলে মুক্তি দেওয়ার শর্ত পূরণে সম্মত না হওয়ায় এবারও প্রতিযোগিতা শাখায় জায়গা পায়নি নেটফ্লিক্স। প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান কে হবেন তা নিয়ে কিছু জানা যায়নি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে