ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর)
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় আবারও আক্রমণ শুরু করেছে বন্য হাতি। হাতির আক্রমণে আতঙ্কে সেখানকার মানুষ। রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন কৃষকেরা।
অনেক কৃষক হাতির আতঙ্কে কাঁচা-পাকা ধান ঘরে তুলছেন। দিনের চেয়ে রাতে হাতির দল লোকালয়ে এসে বেশি তাণ্ডব চালাচ্ছে। নষ্ট করছে খেতের ধান ও অন্যান্য ফসল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
জানা গেছে, ভারতের গহিন অরণ্য থেকে ক্ষুধার্ত বন্য হাতি খাবারের সন্ধানে শেরপুরের শ্রীবরদী এলাকায় চলে আসছে। প্রতিবছর ধান কাটার মৌসুমে সীমান্তবর্তী শ্রীবরদীর বালিজুড়ি, মালকোঁচা, হালুয়া হাটি এলাকায় দল বেঁধে আসে বন্য হাতি। হাতি খাদ্যচাহিদা মেটাতে কৃষকের কাঁচা-পাকা ধান খাচ্ছে এবং নষ্ট করছে। রক্ষা পাচ্ছে না কৃষকে সবজির বাগানও। এতেই আতঙ্কে সময় পার করছেন সীমান্ত অঞ্চলের মানুষ। রাত জেগে ফসল রক্ষা করতে ঢোল পিটিয়ে ও মশাল জ্বালিয়ে কোনো মতে তাড়ানো হচ্ছে বন্য হাতি।
বিলভরট এলাকার বাসিন্দা ফেরু মিয়ার ছেলে ফুরাইদ ইসলাম বলেন, ‘আমগর দেড় একর ধান হাতি খায়ে ফেলাইসে। আংগর জমির পরের জমিও মেলাখানি ধান খাইয়ে হেলাইছে। আংগরতো আর সরকার কিছু দেয় না। মেলা মানুষের কাছে হুনতাছি সরকার লাইট দিছে কিন্তু আংগর দেই নাই। এজন্য আংগর খেতের কাঁচা-পাকা ধান কাইটি নিয়ে যাইতাছি গাঁ। যাতে হাতি খেয়ে বা নষ্ট না করতে পারে।’
ভায়াডাঙ্গা এলাকার রাকিব মিয়া বলেন, ‘ভাই কি কমু কন! কয়দিন যাবত হাতি আমাদের এলাকায় আছে। সারাদিন কোনভাবে পার হলেও রাতে ঘুমাবার পাই না। যদি ঘুমাই এ সময় হাতি আইয়ে সব ধান খেয়ে ফেললে আমরা বাঁচবো কি করে। আমাদেরতো কৃষি আবাদ ছাড়া আর কিছু নাই। ’
মালাকোচা এলাকার সোহাগের স্ত্রী নূরুনাহার বলেন. ‘আংগর দুটি সবজি খেত হাতি খাইছে। খেতে বটবটি, লাউসহ বিভিন্ন শাক-সবজি ছিল, এখন কিছুই নেই। ওইদিন আমাদের বাড়ির পাশে রাতের অন্ধকারে এক বাড়িতে হাতি যা। পরে আমরা সবাই মিলে মশাল দিয়ে কোন মতে হাতি তাড়াতে পেরেছি। কিন্তু ঘরের টিন ও বাইরের কিছু জিনিস পারাইয়ে নষ্ট করছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’
ওই এলাকার বাসিন্দা রমজান আলী, লাল চাঁন, আছমত আলীসহ অনেকেই বলেন, ‘ভাই খুব আতঙ্কের মধ্যে আছি। ঘুমাবার পাই না রাতে। হুট করেই হাতির দল ফসল ও বাড়ি ঘরে ঢুকে পড়ে।
প্রতি বছর হাতির দল এই এলাকায় মাত্র ২-৩ দিন থাকলেও এবার প্রায় ১৪ দিনের ওপরে আছে। কেউ কেউ হাতির ভয়ে কাঁচা-পাকা ধান কাইটি নিয়ে যাইতেছে গা। আমরা হাতি থেকে স্থায়ী সমাধান চাই।’
শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম বলেন, ‘মানুষের সঙ্গে হাতির দ্বন্দ্ব দীর্ঘ দিনের। প্রতি বছরই হাতির দল ভারত থেকে নেমে আসে লোকালয়ে। এ সময় খেয়ে সাবার করে কৃষকের ধান। নষ্ট করে বিভিন্ন ফসল ও গাছপালা। ইতিমধ্যে হাতির আক্রমণে অনেকেই মৃত্যুবরণ করেছেন। হাতির স্থায়ী সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মহলে আমরা কথা বলে যাচ্ছি। গত কয়েক দিন ধরে হাতিল দল সীমান্ত এলাকায় অবস্থান করছে। তাই প্রশাসনের পক্ষ থেকে আমরা কেরোসিন, লাইট ও জেনারেটর দিয়েছি। যাতে কৃষকেরা লাইট জ্বালিয়ে হাতি তাড়াতে পারে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।’
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার বলেন, ‘এই এলাকায় হাতি-মানুষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যাচ্ছি। যাতে হাতির জায়গায় হাতি থাকে, মানুষের জায়গায় মানুষ থাকে। এ জন্য আমরা কাজ করছি। এ ছাড়া আপতত হাতি তাড়াতে জেনারেটরের তেল, লাইটসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হচ্ছে কৃষকের মাঝে। পাশাপাশি হাতির আক্রমণে মৃত্যুবরণকারীদের সহযোগিতা করে যাচ্ছি আমরা।
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় আবারও আক্রমণ শুরু করেছে বন্য হাতি। হাতির আক্রমণে আতঙ্কে সেখানকার মানুষ। রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন কৃষকেরা।
অনেক কৃষক হাতির আতঙ্কে কাঁচা-পাকা ধান ঘরে তুলছেন। দিনের চেয়ে রাতে হাতির দল লোকালয়ে এসে বেশি তাণ্ডব চালাচ্ছে। নষ্ট করছে খেতের ধান ও অন্যান্য ফসল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
জানা গেছে, ভারতের গহিন অরণ্য থেকে ক্ষুধার্ত বন্য হাতি খাবারের সন্ধানে শেরপুরের শ্রীবরদী এলাকায় চলে আসছে। প্রতিবছর ধান কাটার মৌসুমে সীমান্তবর্তী শ্রীবরদীর বালিজুড়ি, মালকোঁচা, হালুয়া হাটি এলাকায় দল বেঁধে আসে বন্য হাতি। হাতি খাদ্যচাহিদা মেটাতে কৃষকের কাঁচা-পাকা ধান খাচ্ছে এবং নষ্ট করছে। রক্ষা পাচ্ছে না কৃষকে সবজির বাগানও। এতেই আতঙ্কে সময় পার করছেন সীমান্ত অঞ্চলের মানুষ। রাত জেগে ফসল রক্ষা করতে ঢোল পিটিয়ে ও মশাল জ্বালিয়ে কোনো মতে তাড়ানো হচ্ছে বন্য হাতি।
বিলভরট এলাকার বাসিন্দা ফেরু মিয়ার ছেলে ফুরাইদ ইসলাম বলেন, ‘আমগর দেড় একর ধান হাতি খায়ে ফেলাইসে। আংগর জমির পরের জমিও মেলাখানি ধান খাইয়ে হেলাইছে। আংগরতো আর সরকার কিছু দেয় না। মেলা মানুষের কাছে হুনতাছি সরকার লাইট দিছে কিন্তু আংগর দেই নাই। এজন্য আংগর খেতের কাঁচা-পাকা ধান কাইটি নিয়ে যাইতাছি গাঁ। যাতে হাতি খেয়ে বা নষ্ট না করতে পারে।’
ভায়াডাঙ্গা এলাকার রাকিব মিয়া বলেন, ‘ভাই কি কমু কন! কয়দিন যাবত হাতি আমাদের এলাকায় আছে। সারাদিন কোনভাবে পার হলেও রাতে ঘুমাবার পাই না। যদি ঘুমাই এ সময় হাতি আইয়ে সব ধান খেয়ে ফেললে আমরা বাঁচবো কি করে। আমাদেরতো কৃষি আবাদ ছাড়া আর কিছু নাই। ’
মালাকোচা এলাকার সোহাগের স্ত্রী নূরুনাহার বলেন. ‘আংগর দুটি সবজি খেত হাতি খাইছে। খেতে বটবটি, লাউসহ বিভিন্ন শাক-সবজি ছিল, এখন কিছুই নেই। ওইদিন আমাদের বাড়ির পাশে রাতের অন্ধকারে এক বাড়িতে হাতি যা। পরে আমরা সবাই মিলে মশাল দিয়ে কোন মতে হাতি তাড়াতে পেরেছি। কিন্তু ঘরের টিন ও বাইরের কিছু জিনিস পারাইয়ে নষ্ট করছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’
ওই এলাকার বাসিন্দা রমজান আলী, লাল চাঁন, আছমত আলীসহ অনেকেই বলেন, ‘ভাই খুব আতঙ্কের মধ্যে আছি। ঘুমাবার পাই না রাতে। হুট করেই হাতির দল ফসল ও বাড়ি ঘরে ঢুকে পড়ে।
প্রতি বছর হাতির দল এই এলাকায় মাত্র ২-৩ দিন থাকলেও এবার প্রায় ১৪ দিনের ওপরে আছে। কেউ কেউ হাতির ভয়ে কাঁচা-পাকা ধান কাইটি নিয়ে যাইতেছে গা। আমরা হাতি থেকে স্থায়ী সমাধান চাই।’
শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম বলেন, ‘মানুষের সঙ্গে হাতির দ্বন্দ্ব দীর্ঘ দিনের। প্রতি বছরই হাতির দল ভারত থেকে নেমে আসে লোকালয়ে। এ সময় খেয়ে সাবার করে কৃষকের ধান। নষ্ট করে বিভিন্ন ফসল ও গাছপালা। ইতিমধ্যে হাতির আক্রমণে অনেকেই মৃত্যুবরণ করেছেন। হাতির স্থায়ী সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মহলে আমরা কথা বলে যাচ্ছি। গত কয়েক দিন ধরে হাতিল দল সীমান্ত এলাকায় অবস্থান করছে। তাই প্রশাসনের পক্ষ থেকে আমরা কেরোসিন, লাইট ও জেনারেটর দিয়েছি। যাতে কৃষকেরা লাইট জ্বালিয়ে হাতি তাড়াতে পারে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।’
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার বলেন, ‘এই এলাকায় হাতি-মানুষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যাচ্ছি। যাতে হাতির জায়গায় হাতি থাকে, মানুষের জায়গায় মানুষ থাকে। এ জন্য আমরা কাজ করছি। এ ছাড়া আপতত হাতি তাড়াতে জেনারেটরের তেল, লাইটসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হচ্ছে কৃষকের মাঝে। পাশাপাশি হাতির আক্রমণে মৃত্যুবরণকারীদের সহযোগিতা করে যাচ্ছি আমরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে