ক্রীড়া ডেস্ক
এস্তাদিও অ্যাজটেকা আর্জেন্টিনা সমর্থকদের কাছে ভালোবাসার এক নাম। মেক্সিকো সিটির এই স্টেডিয়ামে সোনার ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ডিয়েগো ম্যারাডোনা।
আগামীকাল কাতার বিশ্বকাপের ফাইনালের আগে এস্তাদিও অ্যাজটেকার নাম কেন আসছে? দোহার লুসাইল স্টেডিয়াম ১৯৮৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুকে সামনে নিয়ে এসেছে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা ১৯৯০ বিশ্বকাপের মতো। নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আলবিসেলেস্তেরা।
এই বিশ্বকাপেও সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে সাদা-আকাশি নীলরা।
লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার খেলার সঙ্গে ১৯৮৬ বিশ্বকাপের অ্যাজটেকারও সাদৃশ্য রয়েছে। এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা খেলবে লুসাইল স্টেডিয়ামে। ঠিক ১৯৮৬ বিশ্বকাপে আজতেকায় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, সেমিতে বেলজিয়াম এবং ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা।
লুসাইলকে একরকম হোম ভেন্যু বানিয়ে ফেলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে এই মাঠে হচ্ছে ১০ ম্যাচ। যার ৫টিতেই জড়িয়ে আর্জেন্টিনার নাম। ১৯৮৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে আজতেকায় আর্জেন্টিনার ম্যাচ ছিল না। থাকলে হয়তো ম্যাচ সংখ্যায়ও অ্যাজটেকা-লুসাইল সমান হয়ে যেত! এই বিশ্বকাপে নিজেদের সাত ম্যাচের পাঁচটিতেই লুসাইলে খেলবেন মেসিরা। এই মাঠকে যেন দুর্গ বানিয়ে নিয়েছেন তাঁরা। এটি যেন তাঁদের বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টাল (আর্জেন্টিনার সবচেয়ে বড় মাঠ যেখানে ১৯৭৮ বিশ্বকাপ জিতেছিল তারা)। ফ্রান্স অবশ্য এই মাঠে একবারও খেলতে পারেনি।
৮৮ হাজার ৯০০ দর্শকের লুসাইলে এরই মধ্যে ফাইনালের টিকিট পেতে দর্শকেরা দোহার রাস্তায় পর্যন্ত নেমেছেন। এরই মধ্যে ৩০ হাজার আর্জেন্টাইন এসেছেন কাতারে।
কালো বাজার থেকে টিকিট সংগ্রহ করার চেষ্টা করছেন অনেকেই। ৭৮ হাজার টাকার টিকিট হয়ে গেছে সোয়া ৪ লাখ টাকা। ফিফার সবচেয়ে ব্যয়বহুল টিকিট ৬ লাখ টাকা, যেটির দাম হয়ে গেছে সাড়ে ১৪ লাখ টাকা।
ফাইনালের জার্সিতেও এবার ১৯৮৬ বিশ্বকাপকে পাচ্ছে আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে সৌভাগ্যের প্রতীক মনে করা, ‘হোম জার্সি’ পরেই খেলবে তারা। ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ‘অ্যাওয়ে জার্সি’ পরে খেলে হেরেছিল দুবারের বিশ্ব চাম্পিয়নরা। দুবারই হেরে যাওয়ায় এই জার্সিকে সমর্থকেরা ‘অপয়া’ মনে করেন। ফ্রান্স-আর্জেন্টিনার জার্সির রং ভিন্ন হওয়ায় এবার ‘অ্যাওয়ে জার্সি’ পরার প্রয়োজন হচ্ছে না। দুই দলের জন্যই ‘হোম জার্সি’ চূড়ান্ত করেছে ফিফা।
এস্তাদিও অ্যাজটেকা আর্জেন্টিনা সমর্থকদের কাছে ভালোবাসার এক নাম। মেক্সিকো সিটির এই স্টেডিয়ামে সোনার ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ডিয়েগো ম্যারাডোনা।
আগামীকাল কাতার বিশ্বকাপের ফাইনালের আগে এস্তাদিও অ্যাজটেকার নাম কেন আসছে? দোহার লুসাইল স্টেডিয়াম ১৯৮৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুকে সামনে নিয়ে এসেছে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা ১৯৯০ বিশ্বকাপের মতো। নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আলবিসেলেস্তেরা।
এই বিশ্বকাপেও সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে সাদা-আকাশি নীলরা।
লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার খেলার সঙ্গে ১৯৮৬ বিশ্বকাপের অ্যাজটেকারও সাদৃশ্য রয়েছে। এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা খেলবে লুসাইল স্টেডিয়ামে। ঠিক ১৯৮৬ বিশ্বকাপে আজতেকায় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, সেমিতে বেলজিয়াম এবং ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা।
লুসাইলকে একরকম হোম ভেন্যু বানিয়ে ফেলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে এই মাঠে হচ্ছে ১০ ম্যাচ। যার ৫টিতেই জড়িয়ে আর্জেন্টিনার নাম। ১৯৮৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে আজতেকায় আর্জেন্টিনার ম্যাচ ছিল না। থাকলে হয়তো ম্যাচ সংখ্যায়ও অ্যাজটেকা-লুসাইল সমান হয়ে যেত! এই বিশ্বকাপে নিজেদের সাত ম্যাচের পাঁচটিতেই লুসাইলে খেলবেন মেসিরা। এই মাঠকে যেন দুর্গ বানিয়ে নিয়েছেন তাঁরা। এটি যেন তাঁদের বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টাল (আর্জেন্টিনার সবচেয়ে বড় মাঠ যেখানে ১৯৭৮ বিশ্বকাপ জিতেছিল তারা)। ফ্রান্স অবশ্য এই মাঠে একবারও খেলতে পারেনি।
৮৮ হাজার ৯০০ দর্শকের লুসাইলে এরই মধ্যে ফাইনালের টিকিট পেতে দর্শকেরা দোহার রাস্তায় পর্যন্ত নেমেছেন। এরই মধ্যে ৩০ হাজার আর্জেন্টাইন এসেছেন কাতারে।
কালো বাজার থেকে টিকিট সংগ্রহ করার চেষ্টা করছেন অনেকেই। ৭৮ হাজার টাকার টিকিট হয়ে গেছে সোয়া ৪ লাখ টাকা। ফিফার সবচেয়ে ব্যয়বহুল টিকিট ৬ লাখ টাকা, যেটির দাম হয়ে গেছে সাড়ে ১৪ লাখ টাকা।
ফাইনালের জার্সিতেও এবার ১৯৮৬ বিশ্বকাপকে পাচ্ছে আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে সৌভাগ্যের প্রতীক মনে করা, ‘হোম জার্সি’ পরেই খেলবে তারা। ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ‘অ্যাওয়ে জার্সি’ পরে খেলে হেরেছিল দুবারের বিশ্ব চাম্পিয়নরা। দুবারই হেরে যাওয়ায় এই জার্সিকে সমর্থকেরা ‘অপয়া’ মনে করেন। ফ্রান্স-আর্জেন্টিনার জার্সির রং ভিন্ন হওয়ায় এবার ‘অ্যাওয়ে জার্সি’ পরার প্রয়োজন হচ্ছে না। দুই দলের জন্যই ‘হোম জার্সি’ চূড়ান্ত করেছে ফিফা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে