বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ভাগ্যবদলের আশায় অন্যের জমি ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন তিন যুবক। মুহূর্তে তাঁদের সেই স্বপ্ন শেষ হয়ে গেছে। গত রোববার
রাতে জোনাইল ইউনিয়নের বর্ণী গ্রামে তাঁদের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গতকাল সোমবার বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ওই তিন যুবকের নাম রফিকুল ইসলাম, আশিকুর রহমান ও জসিম উদ্দিন। তাঁরা ওই গ্রামের বাসিন্দা।
রফিকুল ইসলাম বলেন, তিন মাস আগে বর্ণী গ্রামের আব্দুল আওয়ালের ছয় বিঘার পুকুর ছয় লাখ টাকায় ইজারা নিয়ে তিনজন মিলে মাছ চাষ শুরু করেন। পুকুরে রুই, কাতলা, সিলভার কার্পসহ ১০ থেকে ১২ প্রজাতির দেড় লাখ টাকার মাছ ছাড়া হয়। সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়। তিনি আরও বলেন, গতকাল সকালে মাছ মরে যাওয়ার খবর পেয়ে তিনি পুকুরপাড়ে যান। পরে সেখানে গিয়ে কাগজে মোড়ানো কীট নিধনের ওষুধ দেখতে পান তিনি।
পুকুরের মালিক আব্দুল আওয়াল বলেন, একই গ্রামের আব্দুর রহিম এই পুকুর ইজারা নিতে চেয়েছিলেন। তিনি তাঁকে ইজারা না দেওয়ায় হুমকি দিয়েছিলেন। তাঁর ধারণা, তিনি এই কাজ করেছেন।
ভাগ্যবদলের আশায় অন্যের জমি ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন তিন যুবক। মুহূর্তে তাঁদের সেই স্বপ্ন শেষ হয়ে গেছে।
গত রোববার রাতে জোনাইল ইউনিয়নের বর্ণী গ্রামে তাঁদের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
তবে আব্দুর রহিম এই অভিযোগ অস্বীকার করে বলেন, এই পুকুর লিজ নিয়ে আব্দুল আওয়ালের সঙ্গে তাঁর মামলা আছে। তাই তাঁকে সন্দেহ করা হচ্ছে। কিন্তু এ ধরনের কোনো কাজ তিনি করেননি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, মাছ নিধনের বিষয়ে অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের বড়াইগ্রামে ভাগ্যবদলের আশায় অন্যের জমি ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন তিন যুবক। মুহূর্তে তাঁদের সেই স্বপ্ন শেষ হয়ে গেছে। গত রোববার
রাতে জোনাইল ইউনিয়নের বর্ণী গ্রামে তাঁদের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গতকাল সোমবার বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ওই তিন যুবকের নাম রফিকুল ইসলাম, আশিকুর রহমান ও জসিম উদ্দিন। তাঁরা ওই গ্রামের বাসিন্দা।
রফিকুল ইসলাম বলেন, তিন মাস আগে বর্ণী গ্রামের আব্দুল আওয়ালের ছয় বিঘার পুকুর ছয় লাখ টাকায় ইজারা নিয়ে তিনজন মিলে মাছ চাষ শুরু করেন। পুকুরে রুই, কাতলা, সিলভার কার্পসহ ১০ থেকে ১২ প্রজাতির দেড় লাখ টাকার মাছ ছাড়া হয়। সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়। তিনি আরও বলেন, গতকাল সকালে মাছ মরে যাওয়ার খবর পেয়ে তিনি পুকুরপাড়ে যান। পরে সেখানে গিয়ে কাগজে মোড়ানো কীট নিধনের ওষুধ দেখতে পান তিনি।
পুকুরের মালিক আব্দুল আওয়াল বলেন, একই গ্রামের আব্দুর রহিম এই পুকুর ইজারা নিতে চেয়েছিলেন। তিনি তাঁকে ইজারা না দেওয়ায় হুমকি দিয়েছিলেন। তাঁর ধারণা, তিনি এই কাজ করেছেন।
ভাগ্যবদলের আশায় অন্যের জমি ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন তিন যুবক। মুহূর্তে তাঁদের সেই স্বপ্ন শেষ হয়ে গেছে।
গত রোববার রাতে জোনাইল ইউনিয়নের বর্ণী গ্রামে তাঁদের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
তবে আব্দুর রহিম এই অভিযোগ অস্বীকার করে বলেন, এই পুকুর লিজ নিয়ে আব্দুল আওয়ালের সঙ্গে তাঁর মামলা আছে। তাই তাঁকে সন্দেহ করা হচ্ছে। কিন্তু এ ধরনের কোনো কাজ তিনি করেননি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, মাছ নিধনের বিষয়ে অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে