আজকের পত্রিকা ডেস্ক
কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় ৭৬১টি ভূমি ও গৃহহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। গতকাল মঙ্গলবার সকালে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে এসব ঘরের চাবি উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
ঝিনাইদহ: ঝিনাইদহে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৩৬৬টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
এতে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধনের পর উপকারভোগীদের হাতে জমির দলিল ও কাজপত্র তুলে দেওয়া হয়।
মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার ৪০টি পরিবার পেয়েছে উপহারের ঘর ও এক টুকরো জমি। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা মিলনায়তনে ভার্চুয়াল যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্যসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। খোলা আকাশের নিচে জীবন কাটানো এ সমস্ত ছিন্নমূল পরিবার ঘর পেয়ে দারুণ খুশি।
হাচিনা খাতুন নামে একজন বলেন, ‘এত দিন আমাদের কোনো জমি ও ঘর ছিল না। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছি। ঘর পেয়ে এখন আমরা খুশি। এখন আমরা নিজেদের ঘরে বাস করতে পারব। এর চাইতে খুশি আর কী হতে পারে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’
কুষ্টিয়া: কুষ্টিয়ায় ২০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। গতকাল সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দুই কক্ষ বিশিষ্ট প্রত্যেকটি ঘরে রান্নাঘর, বৈদ্যুতিক সংযোগ, নলকূপ, টয়লেট ও ইউটিলিটি জায়গাসহ অন্যান্য সুবিধা রয়েছে।
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর তাঁর পক্ষে কুষ্টিয়া সদর উপজেলার অডিটোরিয়াম হলে ভূমিহীন ও গৃহহীন ২০৪ পরিবারের হাতে ঘরের চাবি এবং কাগজপত্র তুলে দেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এ ছাড়া পুলিশ সুপার খায়রুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।
গৃহহীন পুনর্বাসন কার্যক্রমে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কুষ্টিয়া সদরে ২৭টি, কুমারখালীতে ১২টি, খোকসায় ৪০টি, মিরপুরে ৫০টি, ভেড়ামারায় ২৩টি, দৌলতপুরে ৫২টি পরিবার ঘর পেয়েছে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ১৫১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেয়েছে। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগর টগর, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর প্রমুখ।
জানা গেছে, সদর উপজেলায় ৪৯ টি, আলমডাঙ্গায় ৪৩ টি, দামুড়হুদায় ২৩টি ও জীবননগরে ৩৬টি পরিবার ঘর পেয়েছে।
কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় ৭৬১টি ভূমি ও গৃহহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। গতকাল মঙ্গলবার সকালে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে এসব ঘরের চাবি উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
ঝিনাইদহ: ঝিনাইদহে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৩৬৬টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
এতে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধনের পর উপকারভোগীদের হাতে জমির দলিল ও কাজপত্র তুলে দেওয়া হয়।
মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার ৪০টি পরিবার পেয়েছে উপহারের ঘর ও এক টুকরো জমি। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা মিলনায়তনে ভার্চুয়াল যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্যসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। খোলা আকাশের নিচে জীবন কাটানো এ সমস্ত ছিন্নমূল পরিবার ঘর পেয়ে দারুণ খুশি।
হাচিনা খাতুন নামে একজন বলেন, ‘এত দিন আমাদের কোনো জমি ও ঘর ছিল না। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছি। ঘর পেয়ে এখন আমরা খুশি। এখন আমরা নিজেদের ঘরে বাস করতে পারব। এর চাইতে খুশি আর কী হতে পারে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’
কুষ্টিয়া: কুষ্টিয়ায় ২০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। গতকাল সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দুই কক্ষ বিশিষ্ট প্রত্যেকটি ঘরে রান্নাঘর, বৈদ্যুতিক সংযোগ, নলকূপ, টয়লেট ও ইউটিলিটি জায়গাসহ অন্যান্য সুবিধা রয়েছে।
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর তাঁর পক্ষে কুষ্টিয়া সদর উপজেলার অডিটোরিয়াম হলে ভূমিহীন ও গৃহহীন ২০৪ পরিবারের হাতে ঘরের চাবি এবং কাগজপত্র তুলে দেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এ ছাড়া পুলিশ সুপার খায়রুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।
গৃহহীন পুনর্বাসন কার্যক্রমে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কুষ্টিয়া সদরে ২৭টি, কুমারখালীতে ১২টি, খোকসায় ৪০টি, মিরপুরে ৫০টি, ভেড়ামারায় ২৩টি, দৌলতপুরে ৫২টি পরিবার ঘর পেয়েছে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ১৫১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেয়েছে। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগর টগর, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর প্রমুখ।
জানা গেছে, সদর উপজেলায় ৪৯ টি, আলমডাঙ্গায় ৪৩ টি, দামুড়হুদায় ২৩টি ও জীবননগরে ৩৬টি পরিবার ঘর পেয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে