ফারুক ছিদ্দিক, ঢাবি
অমর একুশে বইমেলায় পাঠকের আনাগোনা বেশ বেড়েছে। সবাই যে বই কিনছেন, তা নয়—ঘুরছেন, ফিরছেন, দেখছেন। পছন্দ হলে কিনছেন। কেউ কেউ আবার বই শুনছেনও।
বই তো পড়ার বিষয়। তাহলে ‘শোনাটা’ আবার কী রকম? তেমনই আয়োজন আছে বাংলা একাডেমি প্রাঙ্গণের তথ্যকেন্দ্রের সামনে ‘শুনবই’-এর স্টলে। অন্য স্টলগুলোর মতো এই স্টলেও বই বিক্রি হয়, তবে পড়ার জন্য নয়, শোনার জন্য। পাঠকদের এই বই সম্পর্কে জানাচ্ছেন স্টলের কর্মীরা। অনেকে সাবস্ক্রিপশন করছেন, আগ্রহী হচ্ছেন। ১ হাজার বইয়ের মধ্যে যেকোনো বই শুনতে পারবেন ১০ টাকায়। ১০ টাকায় অ্যাপস সাবস্ক্রিপশনের মাধ্যমে এক মাস বই শোনারও সুযোগ রয়েছে। বইমেলা উপলক্ষে ৫০ শতাংশ ছাড় রয়েছে।
রাজধানীর বাসাবো এলাকা থেকে গতকাল রোববার মেলায় গিয়েছিলেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী তাবিয়া। অডিও বুকের প্রতি আগ্রহী হয়ে তিনি বিষয়টি দেখেছেন। দেখে সাবস্ক্রিপশনও কিনেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণত বিভিন্ন ব্যস্ততার কারণে বই পড়া হয় না, অডিও হওয়ায় একটু আগ্রহী হলাম। নতুনভাবে হয়তো আমাকে বইয়ের প্রতি আকৃষ্ট করবে। আমি কিনেছি, দেখি কেমন লাগে।’
শুনবইর প্রতিনিধি নাজিম উদ্দিন বলেন, ‘শুনবই অ্যাপসে ১ হাজার বই রয়েছে। ১০ টাকায় যে কেউ সাবস্ক্রিপশন কিনে এক মাসের জন্য শুনতে পারবেন। অন্য সময়ে এ জন্য ১০০ টাকা লাগে। বইমেলা উপলক্ষে ৫০ শতাংশ ছাড়ে এক বছরের জন্য ৬০০ টাকায় পাওয়া যাবে, যা অন্য সময় কিনতে ১ হাজার ২০০ টাকা খরচ হবে।
শুনবই পরিবেশবান্ধব দাবি করে নাজিম বলেন, বই তৈরি করতে যে কাগজ লাগে, তা তো গাছ থেকেই তৈরি হয়। কিন্তু শুনবইতে কোনো কাগজ লাগে না। ফলে এ বইতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়।
১১৯ টাকায় ১ মাসের জন্য সাবস্ক্রিপশন নিয়ে বই শুনতে পারা যাবে বইঘর-এর অ্যাপসেও। বইঘরে ২ হাজার ৫০০ ই-বুক, ২৫০ অডিও বুক রয়েছে। ই-বুক সেখানে কেনার অপশন রয়েছে বলে জানান বইঘরের প্রতিনিধি জান্নাত ফাতেমা। বইঘরের পাশে রয়েছে রকমারি ই-বুক। বাংলা একাডেমি প্রাঙ্গণে এ রকম বই শুনতে পারার স্টল রয়েছে—কাব্যিক।
সোহরাওয়ার্দী উদ্যানের মন্দিরসংলগ্ন ফটক দিয়ে ঢুকে একটু এগোলে দেখা যায় আগামী প্রকাশনীর স্টলের পাশে কাহিনীকের স্টল। সেখানেও অডিওতে বই শোনা যায় সাবস্ক্রিপশনের মাধ্যমে। তবে বইমেলা উপলক্ষে উপস্থিত থেকে কেউ রেজিস্ট্রেশন করলে একটি কোড দেওয়া হয় কাহিনীকের পক্ষ থেকে, পরে সেই কোড ব্যবহার করলে রেজিস্ট্রেশনকারী পায় ২০০ টাকা৷ পরে সেই টাকা দিয়ে যেকোনো বই শোনা যায়।
বাংলা একাডেমি তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, ১১তম দিনে মেলায় নতুন বই এসেছে ৯২টি। এ পর্যন্ত নতুন বই এসেছে ৯১৫টি।
অমর একুশে বইমেলায় পাঠকের আনাগোনা বেশ বেড়েছে। সবাই যে বই কিনছেন, তা নয়—ঘুরছেন, ফিরছেন, দেখছেন। পছন্দ হলে কিনছেন। কেউ কেউ আবার বই শুনছেনও।
বই তো পড়ার বিষয়। তাহলে ‘শোনাটা’ আবার কী রকম? তেমনই আয়োজন আছে বাংলা একাডেমি প্রাঙ্গণের তথ্যকেন্দ্রের সামনে ‘শুনবই’-এর স্টলে। অন্য স্টলগুলোর মতো এই স্টলেও বই বিক্রি হয়, তবে পড়ার জন্য নয়, শোনার জন্য। পাঠকদের এই বই সম্পর্কে জানাচ্ছেন স্টলের কর্মীরা। অনেকে সাবস্ক্রিপশন করছেন, আগ্রহী হচ্ছেন। ১ হাজার বইয়ের মধ্যে যেকোনো বই শুনতে পারবেন ১০ টাকায়। ১০ টাকায় অ্যাপস সাবস্ক্রিপশনের মাধ্যমে এক মাস বই শোনারও সুযোগ রয়েছে। বইমেলা উপলক্ষে ৫০ শতাংশ ছাড় রয়েছে।
রাজধানীর বাসাবো এলাকা থেকে গতকাল রোববার মেলায় গিয়েছিলেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী তাবিয়া। অডিও বুকের প্রতি আগ্রহী হয়ে তিনি বিষয়টি দেখেছেন। দেখে সাবস্ক্রিপশনও কিনেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণত বিভিন্ন ব্যস্ততার কারণে বই পড়া হয় না, অডিও হওয়ায় একটু আগ্রহী হলাম। নতুনভাবে হয়তো আমাকে বইয়ের প্রতি আকৃষ্ট করবে। আমি কিনেছি, দেখি কেমন লাগে।’
শুনবইর প্রতিনিধি নাজিম উদ্দিন বলেন, ‘শুনবই অ্যাপসে ১ হাজার বই রয়েছে। ১০ টাকায় যে কেউ সাবস্ক্রিপশন কিনে এক মাসের জন্য শুনতে পারবেন। অন্য সময়ে এ জন্য ১০০ টাকা লাগে। বইমেলা উপলক্ষে ৫০ শতাংশ ছাড়ে এক বছরের জন্য ৬০০ টাকায় পাওয়া যাবে, যা অন্য সময় কিনতে ১ হাজার ২০০ টাকা খরচ হবে।
শুনবই পরিবেশবান্ধব দাবি করে নাজিম বলেন, বই তৈরি করতে যে কাগজ লাগে, তা তো গাছ থেকেই তৈরি হয়। কিন্তু শুনবইতে কোনো কাগজ লাগে না। ফলে এ বইতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়।
১১৯ টাকায় ১ মাসের জন্য সাবস্ক্রিপশন নিয়ে বই শুনতে পারা যাবে বইঘর-এর অ্যাপসেও। বইঘরে ২ হাজার ৫০০ ই-বুক, ২৫০ অডিও বুক রয়েছে। ই-বুক সেখানে কেনার অপশন রয়েছে বলে জানান বইঘরের প্রতিনিধি জান্নাত ফাতেমা। বইঘরের পাশে রয়েছে রকমারি ই-বুক। বাংলা একাডেমি প্রাঙ্গণে এ রকম বই শুনতে পারার স্টল রয়েছে—কাব্যিক।
সোহরাওয়ার্দী উদ্যানের মন্দিরসংলগ্ন ফটক দিয়ে ঢুকে একটু এগোলে দেখা যায় আগামী প্রকাশনীর স্টলের পাশে কাহিনীকের স্টল। সেখানেও অডিওতে বই শোনা যায় সাবস্ক্রিপশনের মাধ্যমে। তবে বইমেলা উপলক্ষে উপস্থিত থেকে কেউ রেজিস্ট্রেশন করলে একটি কোড দেওয়া হয় কাহিনীকের পক্ষ থেকে, পরে সেই কোড ব্যবহার করলে রেজিস্ট্রেশনকারী পায় ২০০ টাকা৷ পরে সেই টাকা দিয়ে যেকোনো বই শোনা যায়।
বাংলা একাডেমি তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, ১১তম দিনে মেলায় নতুন বই এসেছে ৯২টি। এ পর্যন্ত নতুন বই এসেছে ৯১৫টি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে