ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
জরাজীর্ণ ভবন, জনবল-সংকট, নিরাপত্তাসহ নানা সমস্যায় নিজেই জর্জরিত ময়মনসিংহের ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই)। প্রাণিসম্পদ উন্নয়নে সরকারের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানটির বেহাল অবস্থায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। সংকট নিরসনে তাঁরা সরকারে দৃষ্টি কামনা করেন।
জানা গেছে, প্রাণিসম্পদের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসাব্যবস্থায় দক্ষ বাড়াতে ১৯৬৭ সালে ময়মনসিংহ সদরের ঢোলাদিয়া এলাকায় ৯ একর জমির ওপর
প্রতিষ্ঠা করে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট।
প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি লক্ষ্য পূরণে কাজ করে এলেও বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত। লোকবলের সংকট, জরাজীর্ণ ভবন, উন্নত মানের ল্যাব না থাকাসহ নিরাপত্তাহীনতায় আছেন এখানকার কর্মকর্তা-কর্মচারীরা। সরেজমিন দেখা গেছে, যে ল্যাবটি প্রাণীদের রোগ নির্ণয়ে কাজ করার কথা, সেই ল্যাবটি অনেক পুরোনো ও অনেকটা অকেজো। নেই অনেক যন্ত্রাংশ। দীর্ঘদিন ধরে ল্যাবের দুটি এসি নষ্ট। এখানেই শেষ নয়, যাঁরা রোগ নির্ণয়ে পরীক্ষা করবেন, তাঁদের পদও শূন্য। নেই সিনিয়র ও জুনিয়র ল্যাব টেকনোলজিস্টও। বিভাগীয় শহরে নামমাত্র সাইনবোর্ডে চলে প্রাণীর রোগ নির্ণয় ও রোগ অনুসন্ধান ল্যাবটি। বর্তমানে একজন জুনিয়র ল্যাব টেকনোলজিস্ট দিয়ে কোনোমতে পরিচালিত হচ্ছে ল্যাবটি।
ভেটেরিনারি হাসপাতালে প্রাণীদের চিকিৎসা নিতে আসা সাইদুল ইসলাম বলেন, এখান থেকে প্রাণীদের চিকিৎসাসেবায় কিছু ওষুধ ও প্রেসক্রিপশন নেওয়া যায়। বেশির ভাগ ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়।সেবা নিতে আসা ওয়াজ উদ্দিন বলেন, ‘একটা প্রাণী নিয়ে এলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও চিকিৎসক পাওয়া যায় না। অনেক দিন ধরে শুনছি, লোকবলের সংকট। বেশি সমস্যা হলে সরকার এটি বন্ধ করে দিতে পারে। কিন্তু মানুষের সঙ্গে এভাবে ধোঁকাবাজি করা ঠিক না। আমরা সেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছি।’
চিকিৎসাসেবার ধরন তুলে ধরে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটে কর্মরত সার্জন মাহমুদুল হাসান বলেন, ‘এখানে হাঁস, মুরগি, গরু, ছাগলসহ সব প্রাণীর চিকিৎসা করা হলেও নানা সমস্যায় আমাদের চলতে হচ্ছে।’ ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের জুনিয়র ল্যাব টেকনিশিয়ান সামছুল ইসলাম বলেন, ‘সংকটের মধ্যে আমরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি।’ ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সালমা খান বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত গরু, ছাগলসহ অন্য প্রাণীদের ল্যাবের মাধ্যমে পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়ে থাকে। তবে ল্যাবটা আধুনিক হলে ভালো সেবা দেওয়া যেত।
জরাজীর্ণ ভবন, জনবল-সংকট, নিরাপত্তাসহ নানা সমস্যায় নিজেই জর্জরিত ময়মনসিংহের ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই)। প্রাণিসম্পদ উন্নয়নে সরকারের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানটির বেহাল অবস্থায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। সংকট নিরসনে তাঁরা সরকারে দৃষ্টি কামনা করেন।
জানা গেছে, প্রাণিসম্পদের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসাব্যবস্থায় দক্ষ বাড়াতে ১৯৬৭ সালে ময়মনসিংহ সদরের ঢোলাদিয়া এলাকায় ৯ একর জমির ওপর
প্রতিষ্ঠা করে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট।
প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি লক্ষ্য পূরণে কাজ করে এলেও বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত। লোকবলের সংকট, জরাজীর্ণ ভবন, উন্নত মানের ল্যাব না থাকাসহ নিরাপত্তাহীনতায় আছেন এখানকার কর্মকর্তা-কর্মচারীরা। সরেজমিন দেখা গেছে, যে ল্যাবটি প্রাণীদের রোগ নির্ণয়ে কাজ করার কথা, সেই ল্যাবটি অনেক পুরোনো ও অনেকটা অকেজো। নেই অনেক যন্ত্রাংশ। দীর্ঘদিন ধরে ল্যাবের দুটি এসি নষ্ট। এখানেই শেষ নয়, যাঁরা রোগ নির্ণয়ে পরীক্ষা করবেন, তাঁদের পদও শূন্য। নেই সিনিয়র ও জুনিয়র ল্যাব টেকনোলজিস্টও। বিভাগীয় শহরে নামমাত্র সাইনবোর্ডে চলে প্রাণীর রোগ নির্ণয় ও রোগ অনুসন্ধান ল্যাবটি। বর্তমানে একজন জুনিয়র ল্যাব টেকনোলজিস্ট দিয়ে কোনোমতে পরিচালিত হচ্ছে ল্যাবটি।
ভেটেরিনারি হাসপাতালে প্রাণীদের চিকিৎসা নিতে আসা সাইদুল ইসলাম বলেন, এখান থেকে প্রাণীদের চিকিৎসাসেবায় কিছু ওষুধ ও প্রেসক্রিপশন নেওয়া যায়। বেশির ভাগ ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়।সেবা নিতে আসা ওয়াজ উদ্দিন বলেন, ‘একটা প্রাণী নিয়ে এলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও চিকিৎসক পাওয়া যায় না। অনেক দিন ধরে শুনছি, লোকবলের সংকট। বেশি সমস্যা হলে সরকার এটি বন্ধ করে দিতে পারে। কিন্তু মানুষের সঙ্গে এভাবে ধোঁকাবাজি করা ঠিক না। আমরা সেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছি।’
চিকিৎসাসেবার ধরন তুলে ধরে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটে কর্মরত সার্জন মাহমুদুল হাসান বলেন, ‘এখানে হাঁস, মুরগি, গরু, ছাগলসহ সব প্রাণীর চিকিৎসা করা হলেও নানা সমস্যায় আমাদের চলতে হচ্ছে।’ ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের জুনিয়র ল্যাব টেকনিশিয়ান সামছুল ইসলাম বলেন, ‘সংকটের মধ্যে আমরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি।’ ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সালমা খান বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত গরু, ছাগলসহ অন্য প্রাণীদের ল্যাবের মাধ্যমে পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়ে থাকে। তবে ল্যাবটা আধুনিক হলে ভালো সেবা দেওয়া যেত।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে