বরগুনা প্রতিনিধি
বরগুনা-নিশানবাড়িয়া সড়কে ইজিবাইক চলা নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছেন ইজিবাইকচালক ও বাসমালিকেরা। ইজিবাইকচালকেরা সব সময় গাড়ি চালাতে চান সড়কে; কিন্তু বাসমালিক কর্তৃপক্ষ বেলা দুইটার আগে ইজিবাইক ওই সড়কে উঠতে দিতে নারাজ। ইজিবাইক চলাচলে বাধা দেওয়া, চালকদের মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগে বাসমালিক সমিতির বিরুদ্ধে ইজিবাইকচালকেরা গতকাল বিক্ষোভ মিছিল করেন। ৫ শতাধিক ইজিবাইকচালক সার্কিট হাউস মাঠে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড় হন। সেখানে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে দাবির বিষয়ে জানান।
বরগুনা-নিশানবাড়িয়া সড়কের ইজিবাইকচালক-মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহ শান্ত বলেন, ‘বরগুনা-নিশানবাড়িয়া সড়কটি আঞ্চলিক মহাসড়ক নয়। এই সড়কে বাসমালিক সমিতি মনগড়া আইন করেছে, বেলা ২টার পর ছাড়া ইজিবাইক চলতে পারবে না। আন্দোলন করার পর এই নিয়ম বন্ধ ছিল। হঠাৎ করেই বাসমালিক সমিতি ঘোষণা দেয়, ১ সেপ্টেম্বর থেকে এ সড়কে ইজিবাইক আগের নিয়মে বেলা দুইটার পরে চলবে। এমপি মহোদয় ও ডিসি স্যার আমাদের দাবির সঙ্গে একমত হননি। তাঁরা দুইটার পর চালাতে বলেছেন।’
সদর উপজেলার লাকুরতলা মনসাতলি এলাকার বাসিন্দা আফজাল হোসেন বলেন, ‘আমি বাস জার্নি করত পারি না। জেলা শহরে যেতে ইজিবাইকে চলি। কিন্তু বাস মালিকদের লোকজন ইজিবাইক আটকে চাবি নিয়ে ইজিবাইক চালকদের অপদস্থ করে।’ মাইঠা চৌমুহনী এলাকার ইজিবাইকচালক মো. আল আমিন বলেন, ‘প্রতি সপ্তাহে ছয় হাজার টাকা কিস্তি দিতে হয়। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। এই অবস্থায় যদি গাড়ি চালাতে না পারি, খুব বিপদ হবে।’
বরগুনা জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, ‘আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক চলাচল করা নিষেধ। এ নিয়ে সংসদ সদস্য জেলা প্রশাসক, পুলিশ সুপারের যৌথ বৈঠকে বেলা ২টার পর থেকে ইজিবাইক চলাচলের সিদ্ধান্ত ও রেজল্যুশন হয়েছে। তারপরও ছাড় দিয়েছি। এখন আমরাই চলতে পারছি না। তাই ১ সেপ্টেম্বর থেকে আবারও কার্যকর করতে চাই।’
বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ইজিবাইকচালকদের দাবিদাওয়ার বিষয়টি নিয়ে বাসমালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করব। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ইজিবাইকচালকেরা খুবই নিডি। সংসার চালানোর জন্য রাস্তায় গাড়ি নিয়ে নেমে রুজি-রোজগার করে। বাসমালিক সমিতির সঙ্গে কথা বলে সুষ্ঠু সমাধানের চেষ্টা করব।
বরগুনা-নিশানবাড়িয়া সড়কে ইজিবাইক চলা নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছেন ইজিবাইকচালক ও বাসমালিকেরা। ইজিবাইকচালকেরা সব সময় গাড়ি চালাতে চান সড়কে; কিন্তু বাসমালিক কর্তৃপক্ষ বেলা দুইটার আগে ইজিবাইক ওই সড়কে উঠতে দিতে নারাজ। ইজিবাইক চলাচলে বাধা দেওয়া, চালকদের মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগে বাসমালিক সমিতির বিরুদ্ধে ইজিবাইকচালকেরা গতকাল বিক্ষোভ মিছিল করেন। ৫ শতাধিক ইজিবাইকচালক সার্কিট হাউস মাঠে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড় হন। সেখানে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে দাবির বিষয়ে জানান।
বরগুনা-নিশানবাড়িয়া সড়কের ইজিবাইকচালক-মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহ শান্ত বলেন, ‘বরগুনা-নিশানবাড়িয়া সড়কটি আঞ্চলিক মহাসড়ক নয়। এই সড়কে বাসমালিক সমিতি মনগড়া আইন করেছে, বেলা ২টার পর ছাড়া ইজিবাইক চলতে পারবে না। আন্দোলন করার পর এই নিয়ম বন্ধ ছিল। হঠাৎ করেই বাসমালিক সমিতি ঘোষণা দেয়, ১ সেপ্টেম্বর থেকে এ সড়কে ইজিবাইক আগের নিয়মে বেলা দুইটার পরে চলবে। এমপি মহোদয় ও ডিসি স্যার আমাদের দাবির সঙ্গে একমত হননি। তাঁরা দুইটার পর চালাতে বলেছেন।’
সদর উপজেলার লাকুরতলা মনসাতলি এলাকার বাসিন্দা আফজাল হোসেন বলেন, ‘আমি বাস জার্নি করত পারি না। জেলা শহরে যেতে ইজিবাইকে চলি। কিন্তু বাস মালিকদের লোকজন ইজিবাইক আটকে চাবি নিয়ে ইজিবাইক চালকদের অপদস্থ করে।’ মাইঠা চৌমুহনী এলাকার ইজিবাইকচালক মো. আল আমিন বলেন, ‘প্রতি সপ্তাহে ছয় হাজার টাকা কিস্তি দিতে হয়। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। এই অবস্থায় যদি গাড়ি চালাতে না পারি, খুব বিপদ হবে।’
বরগুনা জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, ‘আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক চলাচল করা নিষেধ। এ নিয়ে সংসদ সদস্য জেলা প্রশাসক, পুলিশ সুপারের যৌথ বৈঠকে বেলা ২টার পর থেকে ইজিবাইক চলাচলের সিদ্ধান্ত ও রেজল্যুশন হয়েছে। তারপরও ছাড় দিয়েছি। এখন আমরাই চলতে পারছি না। তাই ১ সেপ্টেম্বর থেকে আবারও কার্যকর করতে চাই।’
বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ইজিবাইকচালকদের দাবিদাওয়ার বিষয়টি নিয়ে বাসমালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করব। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ইজিবাইকচালকেরা খুবই নিডি। সংসার চালানোর জন্য রাস্তায় গাড়ি নিয়ে নেমে রুজি-রোজগার করে। বাসমালিক সমিতির সঙ্গে কথা বলে সুষ্ঠু সমাধানের চেষ্টা করব।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে