রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে ১০ বীর মুক্তিযোদ্ধা পরিবার পাচ্ছে ‘বীর নিবাস’। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ‘বীর নিবাস’ দেওয়া হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী জানান, পাকা ঘরগুলো নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। ৬৩৫ বর্গফুটের সমপরিমাণ নিজ জমিতে ‘বীর নিবাস’ নামে প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর তৈরি করা হবে। প্রতি ঘরে থাকবে দুটি শয়নকক্ষ, ১টি ডাইনিং, ১টি ড্রয়িং, ১টি রান্নাঘর ও দুটি বাথরুম। দ্রুতই এসব কাজ শেষ হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অসচ্ছল এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও আর্থসামাজিক অবস্থান উন্নয়নের ক্ষেত্রে ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের একতলা বিশিষ্ট পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সেই প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড় উপজেলায়ও ১০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা উপহার হিসেবে পাচ্ছেন সরকারের দেওয়া এসব নান্দনিক ঘর। প্রতিটি বীর নিবাস এর নির্মাণ খরচ ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। এ হিসেবে রামগড়ে ১০টি নিবাসের জন্য ১ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার বলেন, সরকারের নির্দেশনার আলোকে বীর নিবাস নির্মাণের জন্য পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে প্রথম পর্যায়ে ১০ জন বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাসের বরাদ্দ পাওয়া গেছে। পর্যায়ক্রমে উপজেলায় আরও ৫০ জন মুক্তিযোদ্ধাকে এমন ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
খাগড়াছড়ির রামগড়ে ১০ বীর মুক্তিযোদ্ধা পরিবার পাচ্ছে ‘বীর নিবাস’। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ‘বীর নিবাস’ দেওয়া হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী জানান, পাকা ঘরগুলো নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। ৬৩৫ বর্গফুটের সমপরিমাণ নিজ জমিতে ‘বীর নিবাস’ নামে প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর তৈরি করা হবে। প্রতি ঘরে থাকবে দুটি শয়নকক্ষ, ১টি ডাইনিং, ১টি ড্রয়িং, ১টি রান্নাঘর ও দুটি বাথরুম। দ্রুতই এসব কাজ শেষ হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অসচ্ছল এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও আর্থসামাজিক অবস্থান উন্নয়নের ক্ষেত্রে ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের একতলা বিশিষ্ট পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সেই প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড় উপজেলায়ও ১০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা উপহার হিসেবে পাচ্ছেন সরকারের দেওয়া এসব নান্দনিক ঘর। প্রতিটি বীর নিবাস এর নির্মাণ খরচ ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। এ হিসেবে রামগড়ে ১০টি নিবাসের জন্য ১ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার বলেন, সরকারের নির্দেশনার আলোকে বীর নিবাস নির্মাণের জন্য পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে প্রথম পর্যায়ে ১০ জন বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাসের বরাদ্দ পাওয়া গেছে। পর্যায়ক্রমে উপজেলায় আরও ৫০ জন মুক্তিযোদ্ধাকে এমন ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে