কক্সবাজার প্রতিনিধি
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সপ্তম দফায় সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে গতকাল মঙ্গলবার দেওয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তারা তদন্তসংক্রান্ত বিবরণ তুলে ধরেন।
আদালত সূত্র জানায়, গতকাল সকাল সোয়া ১০টায় মামলার ৬৪ নম্বর সাক্ষী সহকারী পুলিশ সুপার জামিলুল হকের অসমাপ্ত জেরা দিয়ে মামলার কার্যক্রম শুরু হয়। এরপর দুপুরে ৬৫ নম্বর সাক্ষী খায়রুল ইসলামের জবানবন্দি গ্রহণ করা হয়। সহকারী পুলিশ সুপার জামিলুল হক এ মামলার শুরুতে তদন্ত কর্মকর্তা ছিলেন। এরপর মামলার দায়িত্ব পান কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ফরিদুল আলম বলেন, এ মামলার মোট সাক্ষী ৮৩ জন। এ পর্যন্ত মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ ৬৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলামের জবানবন্দি শেষে আসামিপক্ষের জেরা বাকি রয়েছে। বুধবার তাঁর জেরা সম্পন্ন হবে। এর আগে সকাল সাড়ে ৯টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ মামলার প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ মামলার ১৫ আসামিকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর পুলিশের তল্লাশিচৌকিতে গত বছরের ৩১ জুলাই গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় তাঁর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের পর র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম গত বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সপ্তম দফায় সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে গতকাল মঙ্গলবার দেওয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তারা তদন্তসংক্রান্ত বিবরণ তুলে ধরেন।
আদালত সূত্র জানায়, গতকাল সকাল সোয়া ১০টায় মামলার ৬৪ নম্বর সাক্ষী সহকারী পুলিশ সুপার জামিলুল হকের অসমাপ্ত জেরা দিয়ে মামলার কার্যক্রম শুরু হয়। এরপর দুপুরে ৬৫ নম্বর সাক্ষী খায়রুল ইসলামের জবানবন্দি গ্রহণ করা হয়। সহকারী পুলিশ সুপার জামিলুল হক এ মামলার শুরুতে তদন্ত কর্মকর্তা ছিলেন। এরপর মামলার দায়িত্ব পান কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ফরিদুল আলম বলেন, এ মামলার মোট সাক্ষী ৮৩ জন। এ পর্যন্ত মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ ৬৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলামের জবানবন্দি শেষে আসামিপক্ষের জেরা বাকি রয়েছে। বুধবার তাঁর জেরা সম্পন্ন হবে। এর আগে সকাল সাড়ে ৯টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ মামলার প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ মামলার ১৫ আসামিকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর পুলিশের তল্লাশিচৌকিতে গত বছরের ৩১ জুলাই গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় তাঁর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের পর র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম গত বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে