নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী থেকে ঢাকাগামী বাস ও ট্রেনে যাত্রীসংকট দেখা দিয়েছে।
এ কারণে অনেক বাসের যাত্রা বাতিল করতে হয়েছে পরিবহন সংস্থাগুলোকে। অর্ধেকেরও কম যাত্রী নিয়ে চলছে ট্রেন। গত চার দিন এমন অবস্থা বিরাজ করছে। ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যাত্রীরা যাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গতকাল শনিবার রাজশাহী রেলওয়ে স্টেশন এবং নগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, কোথাও যাত্রীর কোনো চাপ নেই। বাসের কাউন্টারগুলো ফাঁকা।
কাউন্টারের সামনে নেই যাত্রীর কোলাহল। যাত্রীর জন্য অপেক্ষা করা বাসের সংখ্যাও কমেছে। আজ রোববার অথবা আগামীকাল থেকে স্বাভাবিকভাবে যাত্রী আসতে পারেন বলে ধারণা করছেন কাউন্টার মাস্টাররা।
পরিবহন সংস্থা ন্যাশনাল ট্রাভেলসের কাউন্টার মাস্টার মাসুদ রানা বলেন, ‘৭ ডিসেম্বর থেকে যাত্রী কমে গেছে। আমরা প্রতি এক ঘণ্টা পরপর স্বাভাবিক সময়ে গাড়ি ছাড়ি।
এখন তিন ঘণ্টা পরপর গাড়ি দিয়েও যাত্রী পাওয়া যাচ্ছে না। গত শনিবার বেলা ২টার গাড়িতে যাত্রী হয়েছিল মাত্র দুজন। বাধ্য হয়ে এই গাড়িটিরও যাত্রা বাতিল করতে হয়েছে।’
মাসুদ রানা আরও বলেন, বিএনপির সমাবেশ নিয়ে ভয়ে যাত্রীরা ঢাকা যাচ্ছেন না। তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তা ছাড়া রাস্তায় ব্যাপক তল্লাশি চলছে। হয়রানি এড়াতে অনেকে যাচ্ছেন না। একবার ঢাকা যাওয়া-আসা করতে কোম্পানির প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়। এই টাকাই এখন উঠছে না। সে কারণে গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাজশাহীর গ্রামীণ ট্রাভেলসের কাউন্টার মাস্টার আশিকুল আলম দীপ্ত জানান, রোজ তাঁদের ৩০টি গাড়ি রাজশাহী থেকে ঢাকা যায়। শনিবার বেলা দু্ইটা পর্যন্ত একটা গাড়িও ছাড়তে পারেননি যাত্রী না থাকার কারণে।
দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা জানান, তাঁদেরও প্রতিদিন ২৫টি গাড়ি ঢাকা যায়। কিন্তু শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র একটি গাড়ি গেছে। সকাল নয়টার গাড়ি ১১টায় ছেড়েও গাড়িতে যাত্রী হয়েছে মাত্র ১৮ জন। যাত্রীর অভাবে তাঁরা কোনো এসি গাড়ি চালাতে পারছেন না। মাঝে মাঝে একটা করে নন-এসি গাড়ি দিচ্ছেন।
একতা ট্রান্সপোর্টের টিকিট মাস্টার গোলাম মোর্ত্তজা সজিবও জানালেন যাত্রীসংকটের কথা। তিনি বলেন, প্রতিদিন তাঁদের ২৫টি গাড়ি ঢাকা গেলেও শনিবার দুপুর পর্যন্ত মাত্র একটি গাড়ি গেছে। এই গাড়িতে যাত্রী ছিল মাত্র ১৩ জন।
আবু হাসান নামের এক ব্যক্তি ন্যাশনাল ট্রাভেলসের রাজশাহী কাউন্টারে আসেন যাত্রার তারিখ পরিবর্তন করতে। তিনি বলেন, গতকাল বেলা ২টা ৪৫ মিনিটের গাড়ির জন্য তাঁর টিকিট কাটা ছিল। ঢাকার পরিস্থিতি ভালো মনে হচ্ছে না বলে তিনি যাত্রার সময় পরিবর্তন করতে এসেছেন। আগামী সোমবার তিনি একই সময়ের গাড়িতে ঢাকা যেতে চান।
বাসের পাশাপাশি ট্রেনেও দেখা দিয়েছে যাত্রীসংকট। রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, যথাসময়ে সব ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। কিন্তু কয়েক দিন ধরে যাত্রীর সংখ্যা কম। শনিবার বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ছেড়ে গেছে অর্ধেকেরও কম যাত্রী নিয়ে। বিকেলের পদ্মা এক্সপ্রেসেও যাত্রীর চাপ ছিল না।
রাজশাহী থেকে ঢাকাগামী বাস ও ট্রেনে যাত্রীসংকট দেখা দিয়েছে।
এ কারণে অনেক বাসের যাত্রা বাতিল করতে হয়েছে পরিবহন সংস্থাগুলোকে। অর্ধেকেরও কম যাত্রী নিয়ে চলছে ট্রেন। গত চার দিন এমন অবস্থা বিরাজ করছে। ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যাত্রীরা যাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গতকাল শনিবার রাজশাহী রেলওয়ে স্টেশন এবং নগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, কোথাও যাত্রীর কোনো চাপ নেই। বাসের কাউন্টারগুলো ফাঁকা।
কাউন্টারের সামনে নেই যাত্রীর কোলাহল। যাত্রীর জন্য অপেক্ষা করা বাসের সংখ্যাও কমেছে। আজ রোববার অথবা আগামীকাল থেকে স্বাভাবিকভাবে যাত্রী আসতে পারেন বলে ধারণা করছেন কাউন্টার মাস্টাররা।
পরিবহন সংস্থা ন্যাশনাল ট্রাভেলসের কাউন্টার মাস্টার মাসুদ রানা বলেন, ‘৭ ডিসেম্বর থেকে যাত্রী কমে গেছে। আমরা প্রতি এক ঘণ্টা পরপর স্বাভাবিক সময়ে গাড়ি ছাড়ি।
এখন তিন ঘণ্টা পরপর গাড়ি দিয়েও যাত্রী পাওয়া যাচ্ছে না। গত শনিবার বেলা ২টার গাড়িতে যাত্রী হয়েছিল মাত্র দুজন। বাধ্য হয়ে এই গাড়িটিরও যাত্রা বাতিল করতে হয়েছে।’
মাসুদ রানা আরও বলেন, বিএনপির সমাবেশ নিয়ে ভয়ে যাত্রীরা ঢাকা যাচ্ছেন না। তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তা ছাড়া রাস্তায় ব্যাপক তল্লাশি চলছে। হয়রানি এড়াতে অনেকে যাচ্ছেন না। একবার ঢাকা যাওয়া-আসা করতে কোম্পানির প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়। এই টাকাই এখন উঠছে না। সে কারণে গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাজশাহীর গ্রামীণ ট্রাভেলসের কাউন্টার মাস্টার আশিকুল আলম দীপ্ত জানান, রোজ তাঁদের ৩০টি গাড়ি রাজশাহী থেকে ঢাকা যায়। শনিবার বেলা দু্ইটা পর্যন্ত একটা গাড়িও ছাড়তে পারেননি যাত্রী না থাকার কারণে।
দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা জানান, তাঁদেরও প্রতিদিন ২৫টি গাড়ি ঢাকা যায়। কিন্তু শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র একটি গাড়ি গেছে। সকাল নয়টার গাড়ি ১১টায় ছেড়েও গাড়িতে যাত্রী হয়েছে মাত্র ১৮ জন। যাত্রীর অভাবে তাঁরা কোনো এসি গাড়ি চালাতে পারছেন না। মাঝে মাঝে একটা করে নন-এসি গাড়ি দিচ্ছেন।
একতা ট্রান্সপোর্টের টিকিট মাস্টার গোলাম মোর্ত্তজা সজিবও জানালেন যাত্রীসংকটের কথা। তিনি বলেন, প্রতিদিন তাঁদের ২৫টি গাড়ি ঢাকা গেলেও শনিবার দুপুর পর্যন্ত মাত্র একটি গাড়ি গেছে। এই গাড়িতে যাত্রী ছিল মাত্র ১৩ জন।
আবু হাসান নামের এক ব্যক্তি ন্যাশনাল ট্রাভেলসের রাজশাহী কাউন্টারে আসেন যাত্রার তারিখ পরিবর্তন করতে। তিনি বলেন, গতকাল বেলা ২টা ৪৫ মিনিটের গাড়ির জন্য তাঁর টিকিট কাটা ছিল। ঢাকার পরিস্থিতি ভালো মনে হচ্ছে না বলে তিনি যাত্রার সময় পরিবর্তন করতে এসেছেন। আগামী সোমবার তিনি একই সময়ের গাড়িতে ঢাকা যেতে চান।
বাসের পাশাপাশি ট্রেনেও দেখা দিয়েছে যাত্রীসংকট। রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, যথাসময়ে সব ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। কিন্তু কয়েক দিন ধরে যাত্রীর সংখ্যা কম। শনিবার বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ছেড়ে গেছে অর্ধেকেরও কম যাত্রী নিয়ে। বিকেলের পদ্মা এক্সপ্রেসেও যাত্রীর চাপ ছিল না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে