তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
‘বাহে, টেলিভিশনোত কইছে তেলের দাম কমছে। কিন্তু মোরটে যে বেশি নেইল। দোকান অ্যালাক কনু, তা মোক কওছে এটে দাম কমতে সময় নাগবে। সরকারি লোক নাকি হাটোত দোকানিরা বেশি দাম নিলে ফাইন (জরিমানা) করে, ধরি নিয়া যায়। তা কোনঠে সেই সরকারি লোক, হামার এটে তো নাই।’ ইকরচালী বাজারে গতকাল মঙ্গলবার বিকেলে কথাগুলো বলছিলেন জুম্মাপাড়া গ্রামের দিনমজুর আয়না হোসেন।
ওই হাটে কথা হয় ছুট মেনানগর গ্রামের কৃষক আব্দুর রহমানের সঙ্গে। তিনি জানান, ‘দ্যাশোত যে জিনিসের দাম একবার বাড়ে, তাক অত সহজে কমে না। সরকার যদিও কমায়, দোকানিরা কমায় না। গত সোমবার রাইতোতে মোরটে আধা লিটার খোলা সয়াবিন তেল ৯০ টাকা নিছে। তাহইলে কন কেমন করি দাম কমিল।’
শুধু আয়নাল হোসেন ও আব্দুর রহমান নয়, এমন আক্ষেপ হাজারো নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের। হাটবাজারে এমন ঊর্ধ্বমুখী বাজার দরে প্রশাসনের তেমন কোনো তদারকি না থাকায় ভোক্তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং সংসার চালাতেও হিমশিম অবস্থা।
সারা দেশের মতো গতকাল মঙ্গলবার রংপুরের তারাগঞ্জেও জাতীয় ভোক্তা অধিকার দিবস পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ইউএনও রাসেল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাইজিদ বোস্তামী, সাবিনা ইয়াছমিন, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নীল রতন দেব, ইউপি চেয়ারম্যান আফজালুর হক সরকার, ইদ্রিস উদ্দিন, রবিউল ইসলাম, আল ইবাদত হোসেন পাইলট, কুমারেশ রায়, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
উপজেলার অন্তত পাঁচটি হাট ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানেই মূল্যতালিকা টাঙানো নেই। বিক্রেতারা তাঁদের মুখের কথাতে মূল্য বলে পণ্য বিক্রি করছেন।
বিকেল ৫টায় তারাগঞ্জ বাজারে কথা হয় বাজারঘেঁষা ডাঙ্গাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ভাই, আইনের লোক যদি মাসেও এক দিন হাটোত ঘুরে, তাইলে হামারটে দোকানিরা বেশি দর নিবার পাবার নেয়। ভয়োতে থাকবে। কয়টার জিনিস, যে কয় টাকা নেয়ছে তাক কবারে পাওছি না। দোকানগুলাত তো দাম নেখা নাই। তোমরা সরকারোক কনতো হামার এটে লোক পাঠাউক।’
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠন করার কথা বলা আছে। উপজেলা পর্যায়ে কমিটির সভাপতি হবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সদস্যসচিব ইউএনও। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সভাপতি করে ইউনিয়ন কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়েছে। কমিটির মেয়াদ ধরা হয়েছে আড়াই বছর। উপজেলা পরিষদের সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কর্মকর্তা, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ ১৮ শ্রেণির সদস্যের সমন্বয়ে উপজেলা কমিটি গঠিত হবে।
জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ইউনিয়ন পর্যায়ে তো দূরের কথা উপজেলা পর্যায়েও আছে কি না, তা তাঁরা জানেন না। ফলে ভোক্তা অধিকার নিয়ে জাতীয় পর্যায়ের ছাড়া স্থানীয় পর্যায়ে তেমন কোনো প্রচার-প্রচারণা নেই। এই সুযোগে বিক্রেতারা ভোক্তার অধিকার লঙ্ঘন করছেন।
‘বাহে, টেলিভিশনোত কইছে তেলের দাম কমছে। কিন্তু মোরটে যে বেশি নেইল। দোকান অ্যালাক কনু, তা মোক কওছে এটে দাম কমতে সময় নাগবে। সরকারি লোক নাকি হাটোত দোকানিরা বেশি দাম নিলে ফাইন (জরিমানা) করে, ধরি নিয়া যায়। তা কোনঠে সেই সরকারি লোক, হামার এটে তো নাই।’ ইকরচালী বাজারে গতকাল মঙ্গলবার বিকেলে কথাগুলো বলছিলেন জুম্মাপাড়া গ্রামের দিনমজুর আয়না হোসেন।
ওই হাটে কথা হয় ছুট মেনানগর গ্রামের কৃষক আব্দুর রহমানের সঙ্গে। তিনি জানান, ‘দ্যাশোত যে জিনিসের দাম একবার বাড়ে, তাক অত সহজে কমে না। সরকার যদিও কমায়, দোকানিরা কমায় না। গত সোমবার রাইতোতে মোরটে আধা লিটার খোলা সয়াবিন তেল ৯০ টাকা নিছে। তাহইলে কন কেমন করি দাম কমিল।’
শুধু আয়নাল হোসেন ও আব্দুর রহমান নয়, এমন আক্ষেপ হাজারো নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের। হাটবাজারে এমন ঊর্ধ্বমুখী বাজার দরে প্রশাসনের তেমন কোনো তদারকি না থাকায় ভোক্তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং সংসার চালাতেও হিমশিম অবস্থা।
সারা দেশের মতো গতকাল মঙ্গলবার রংপুরের তারাগঞ্জেও জাতীয় ভোক্তা অধিকার দিবস পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ইউএনও রাসেল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাইজিদ বোস্তামী, সাবিনা ইয়াছমিন, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নীল রতন দেব, ইউপি চেয়ারম্যান আফজালুর হক সরকার, ইদ্রিস উদ্দিন, রবিউল ইসলাম, আল ইবাদত হোসেন পাইলট, কুমারেশ রায়, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
উপজেলার অন্তত পাঁচটি হাট ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানেই মূল্যতালিকা টাঙানো নেই। বিক্রেতারা তাঁদের মুখের কথাতে মূল্য বলে পণ্য বিক্রি করছেন।
বিকেল ৫টায় তারাগঞ্জ বাজারে কথা হয় বাজারঘেঁষা ডাঙ্গাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ভাই, আইনের লোক যদি মাসেও এক দিন হাটোত ঘুরে, তাইলে হামারটে দোকানিরা বেশি দর নিবার পাবার নেয়। ভয়োতে থাকবে। কয়টার জিনিস, যে কয় টাকা নেয়ছে তাক কবারে পাওছি না। দোকানগুলাত তো দাম নেখা নাই। তোমরা সরকারোক কনতো হামার এটে লোক পাঠাউক।’
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠন করার কথা বলা আছে। উপজেলা পর্যায়ে কমিটির সভাপতি হবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সদস্যসচিব ইউএনও। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সভাপতি করে ইউনিয়ন কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়েছে। কমিটির মেয়াদ ধরা হয়েছে আড়াই বছর। উপজেলা পরিষদের সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কর্মকর্তা, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ ১৮ শ্রেণির সদস্যের সমন্বয়ে উপজেলা কমিটি গঠিত হবে।
জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ইউনিয়ন পর্যায়ে তো দূরের কথা উপজেলা পর্যায়েও আছে কি না, তা তাঁরা জানেন না। ফলে ভোক্তা অধিকার নিয়ে জাতীয় পর্যায়ের ছাড়া স্থানীয় পর্যায়ে তেমন কোনো প্রচার-প্রচারণা নেই। এই সুযোগে বিক্রেতারা ভোক্তার অধিকার লঙ্ঘন করছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে