বিনোদন ডেস্ক
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এবারের আসরের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ। আগামী ১১ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত মনোনয়নের ভোট গ্রহণ হবে। এরপর ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে আগামী ২৩ জানুয়ারি। গতকাল প্রকাশিত ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকায় এগিয়ে আছে ‘বার্বি’, ‘ওপেনহাইমার’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘দ্য কালার পার্পল’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।
৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে টিকে আছে ১৫টি সিনেমা। এশিয়ার দুই সিনেমা ‘দ্য মং অ্যান্ড দ্য গান’ (ভুটান) ও ‘পারফেক্ট ডেজ’ (জাপান)সহ তালিকায় রয়েছে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ (যুক্তরাজ্য), ‘ফলেন লিভস’ (ফিনল্যান্ড), ‘দ্য টেস্ট অব থিংস’ (ফ্রান্স), ‘দ্য মাদার অব অল লাইস’ (মরক্কো), ‘ফোর ডটার্স’ (তিউনিসিয়া), ‘গডল্যান্ড’ (আইসল্যান্ড), ‘আইও ক্যাপিতানো’ (ইতালি), ‘দ্য প্রমিজড ল্যান্ড’ (ডেনমার্ক), ‘সোসাইটি অব দ্য স্নো’ (স্পেন), ‘তোতেম’ (মেক্সিকো), ‘দ্য টিচার্স লাউঞ্জ’ (জার্মানি), ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’ (ইউক্রেন) এবং ‘আমেরিকাৎসি’ (আর্মেনিয়া)। এর মধ্য থেকে পাঁচটি চলচ্চিত্র একাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে।
মৌলিক গান বিভাগে জায়গা পেয়েছে বছরের ব্যবসাসফল সিনেমা ‘বার্বি’র তিনটি গান। সেগুলো হলো ডুয়া লিপার ‘ড্যান্স দ্য নাইট’, মার্ক রনসন ও এন্ড্রু ওয়াটের ‘আ’ম জাস্ট কেম’ এবং বিলি এইলিশের ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’
অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়নি বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নেই’। গতবার পুরস্কার জেতা ভারতের কোনো চলচ্চিত্রও তালিকায় জায়গা পায়নি। মালায়লাম সিনেমা ‘২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো’ ভারত থেকে পাঠানো হয়েছিল অস্কারের মঞ্চে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে জমকালো আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী বছরের ১০ মার্চ। জিমি কিমেলের সঞ্চালনায় এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এবারের আসরের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ। আগামী ১১ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত মনোনয়নের ভোট গ্রহণ হবে। এরপর ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে আগামী ২৩ জানুয়ারি। গতকাল প্রকাশিত ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকায় এগিয়ে আছে ‘বার্বি’, ‘ওপেনহাইমার’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘দ্য কালার পার্পল’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।
৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে টিকে আছে ১৫টি সিনেমা। এশিয়ার দুই সিনেমা ‘দ্য মং অ্যান্ড দ্য গান’ (ভুটান) ও ‘পারফেক্ট ডেজ’ (জাপান)সহ তালিকায় রয়েছে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ (যুক্তরাজ্য), ‘ফলেন লিভস’ (ফিনল্যান্ড), ‘দ্য টেস্ট অব থিংস’ (ফ্রান্স), ‘দ্য মাদার অব অল লাইস’ (মরক্কো), ‘ফোর ডটার্স’ (তিউনিসিয়া), ‘গডল্যান্ড’ (আইসল্যান্ড), ‘আইও ক্যাপিতানো’ (ইতালি), ‘দ্য প্রমিজড ল্যান্ড’ (ডেনমার্ক), ‘সোসাইটি অব দ্য স্নো’ (স্পেন), ‘তোতেম’ (মেক্সিকো), ‘দ্য টিচার্স লাউঞ্জ’ (জার্মানি), ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’ (ইউক্রেন) এবং ‘আমেরিকাৎসি’ (আর্মেনিয়া)। এর মধ্য থেকে পাঁচটি চলচ্চিত্র একাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে।
মৌলিক গান বিভাগে জায়গা পেয়েছে বছরের ব্যবসাসফল সিনেমা ‘বার্বি’র তিনটি গান। সেগুলো হলো ডুয়া লিপার ‘ড্যান্স দ্য নাইট’, মার্ক রনসন ও এন্ড্রু ওয়াটের ‘আ’ম জাস্ট কেম’ এবং বিলি এইলিশের ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’
অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়নি বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নেই’। গতবার পুরস্কার জেতা ভারতের কোনো চলচ্চিত্রও তালিকায় জায়গা পায়নি। মালায়লাম সিনেমা ‘২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো’ ভারত থেকে পাঠানো হয়েছিল অস্কারের মঞ্চে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে জমকালো আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী বছরের ১০ মার্চ। জিমি কিমেলের সঞ্চালনায় এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে