রাতুল মন্ডল, শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে সড়ক প্রশস্তকরণের নামে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার কাওরাইদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিমুলতলা বাজার থেকে সোনাব গ্রামের অভিমুখে আড়াই কিলোমিটার সড়কের দুই পাশের বনের জমি থেকে এ মাটি কাটা হচ্ছে। সড়কটি দিয়ে মাটিবাহী ড্রামট্রাক চলাচলের ফলে পাকা রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, মাত্র আট মাস আগে রাস্তাটির ঢালাই কাজ হয়েছে। এখন রাস্তা প্রশস্তকরণের নামে বনের জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এ মাটি সড়ক দিয়ে বহনের ফলে সড়কটি নষ্ট হচ্ছে। তবে চক্রটি প্রভাবশালী হওয়ায় কারা মাটি কেটে কোথায় বিক্রি করা হচ্ছে এবং এ চক্রের সঙ্গে জড়িতের নাম বলতে চায়নি স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সম্প্রতি রাস্তাটি দিয়ে সারা দিন অতিরিক্ত ওজনের মাটিবাহী ড্রামট্রাক চলাচলের ফলে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। কিছু কিছু জায়গা চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। মাটি কেটে নেওয়ার ফলে বন বিভাগের রোপণ করা অনেক গাছ ভেঙে পড়ছে। একদিকে ধ্বংস হচ্ছে বনভূমি, অপরদিকে বনের গাছ ও গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা।
স্থানীয় মিনহাজ বলেন, ‘বনের জায়গার মাটি কেটে কোথায় নিচ্ছে তা বলতে পারি না। তবে মাটি কেটে নেওয়ার ফলে রাস্তা নষ্ট হচ্ছে।’
একই গ্রামের ভুক্তভোগী মো. সজীব হাসান বলেন, ‘বনের জমির মাটি কেটে বিক্রির ফলে সড়কে ভাঙন শুরু হয়েছে।’
একই গ্রামের আলাল মিয়া বলেন, ‘এই সড়কে হাজারো মানুষের চলাচল। এভাবে মাটিবাহী ড্রামট্রাক চলাচল করলে কয়েক দিনের মধ্যে রাস্তাটি চলাচল অনুপযোগী হবে।’
স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে অফিসে পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
শ্রীপুর রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বনসংরক্ষক রানা দেব বলেন, ‘বন বিভাগের অনুমতি ছাড়া কোনো দপ্তর বনের মাটি কেটে নিতে পারে না। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক আজিজ বলেন, ‘রাস্তাটির দুই পাশে বনের জায়গা। দুই পাশ ভরাটের জন্য কিছু মাটি কেটে নেওয়া হচ্ছে। তবে কেউ মাটি বিক্রি করে থাকলে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান বলেন, রাস্তা প্রশস্তকরণের বিষয়ে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বলা যাবে।
গাজীপুরের শ্রীপুরে সড়ক প্রশস্তকরণের নামে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার কাওরাইদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিমুলতলা বাজার থেকে সোনাব গ্রামের অভিমুখে আড়াই কিলোমিটার সড়কের দুই পাশের বনের জমি থেকে এ মাটি কাটা হচ্ছে। সড়কটি দিয়ে মাটিবাহী ড্রামট্রাক চলাচলের ফলে পাকা রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, মাত্র আট মাস আগে রাস্তাটির ঢালাই কাজ হয়েছে। এখন রাস্তা প্রশস্তকরণের নামে বনের জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এ মাটি সড়ক দিয়ে বহনের ফলে সড়কটি নষ্ট হচ্ছে। তবে চক্রটি প্রভাবশালী হওয়ায় কারা মাটি কেটে কোথায় বিক্রি করা হচ্ছে এবং এ চক্রের সঙ্গে জড়িতের নাম বলতে চায়নি স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সম্প্রতি রাস্তাটি দিয়ে সারা দিন অতিরিক্ত ওজনের মাটিবাহী ড্রামট্রাক চলাচলের ফলে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। কিছু কিছু জায়গা চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। মাটি কেটে নেওয়ার ফলে বন বিভাগের রোপণ করা অনেক গাছ ভেঙে পড়ছে। একদিকে ধ্বংস হচ্ছে বনভূমি, অপরদিকে বনের গাছ ও গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা।
স্থানীয় মিনহাজ বলেন, ‘বনের জায়গার মাটি কেটে কোথায় নিচ্ছে তা বলতে পারি না। তবে মাটি কেটে নেওয়ার ফলে রাস্তা নষ্ট হচ্ছে।’
একই গ্রামের ভুক্তভোগী মো. সজীব হাসান বলেন, ‘বনের জমির মাটি কেটে বিক্রির ফলে সড়কে ভাঙন শুরু হয়েছে।’
একই গ্রামের আলাল মিয়া বলেন, ‘এই সড়কে হাজারো মানুষের চলাচল। এভাবে মাটিবাহী ড্রামট্রাক চলাচল করলে কয়েক দিনের মধ্যে রাস্তাটি চলাচল অনুপযোগী হবে।’
স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে অফিসে পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
শ্রীপুর রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বনসংরক্ষক রানা দেব বলেন, ‘বন বিভাগের অনুমতি ছাড়া কোনো দপ্তর বনের মাটি কেটে নিতে পারে না। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক আজিজ বলেন, ‘রাস্তাটির দুই পাশে বনের জায়গা। দুই পাশ ভরাটের জন্য কিছু মাটি কেটে নেওয়া হচ্ছে। তবে কেউ মাটি বিক্রি করে থাকলে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান বলেন, রাস্তা প্রশস্তকরণের বিষয়ে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বলা যাবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে