চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে ড্রেজার (খননযন্ত্র) দিয়ে মাটি উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে কৃষিজমি। তা ছাড়া মাটি পরিবহনকারী গাড়ির চাকায় নষ্ট হচ্ছে সড়ক। সেই সঙ্গে ধুলাবালিতে অতিষ্ঠ হচ্ছে গ্রামবাসী।
ওই সব সমস্যা থেকে প্রতিকার পেতে গত ৭ ডিসেম্বর চিলমারী উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। কিন্তু প্রশাসন তেমন পদক্ষেপ নিচ্ছে না বলে জানিয়েছে এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রমনা মডেল ইউনিয়নের খড়খড়িয়া জামতলি এলাকায় কৃষি জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এলাকার প্রভাবশালী বালু ব্যবসায়ী ইদ্রিস ও আশরাফুলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে জামতলি এলাকায় কৃষি জমিতে ড্রেজার বসিয়ে এই বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন।
দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে গর্তের সৃষ্টি হয়ে বিলীন হচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি। শুধু তাই নয় বালু ও মাটি বহনকারী ট্রাক্টর ও ট্রলি যাতায়াত করায় নষ্ট হচ্ছে সড়ক। এতে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।
রমনা মডেল ইউনিয়নের জামতলি এলাকার জয়নাল, ছক্কু ও ফেরদৌসী জানান, বালু উত্তোলনকারীরা প্রভাব দেখিয়ে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছেন। বালু ও মাটি উত্তোলন অব্যাহত থাকায় কৃষিজমি বিলীন হচ্ছে, এর পাশাপাশি হুমকির মুখে পড়েছে বসতবাড়ি। ট্রাক্টর এভাবে রাস্তায় চলতে থাকলে ধুলোর কারণে মানুষের দেখা দিতে পারে বিভিন্ন রোগ।
ওই ইউনিয়নের মো. আয়নাল হক বলেন, ‘তোমারগুলেক বলি কী হইবে, প্রশাসনকে অভিযোগ দিয়েও কোনো কিছু হয় না।’
বালু উত্তোলনের বিষয়ে জমির মালিক মোস্ত মিয়া ও মো. কালাম মিয়ার কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে বালু ব্যবসায়ী ইদ্রিস ও আশরাফুল বলেন, আমরা টাকা দিয়ে জমির মালিকের কাছ থেকে বালু কিনে থাকি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমি বাইরে রয়েছি। চিলমারীতে ফিরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে ড্রেজার (খননযন্ত্র) দিয়ে মাটি উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে কৃষিজমি। তা ছাড়া মাটি পরিবহনকারী গাড়ির চাকায় নষ্ট হচ্ছে সড়ক। সেই সঙ্গে ধুলাবালিতে অতিষ্ঠ হচ্ছে গ্রামবাসী।
ওই সব সমস্যা থেকে প্রতিকার পেতে গত ৭ ডিসেম্বর চিলমারী উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। কিন্তু প্রশাসন তেমন পদক্ষেপ নিচ্ছে না বলে জানিয়েছে এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রমনা মডেল ইউনিয়নের খড়খড়িয়া জামতলি এলাকায় কৃষি জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এলাকার প্রভাবশালী বালু ব্যবসায়ী ইদ্রিস ও আশরাফুলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে জামতলি এলাকায় কৃষি জমিতে ড্রেজার বসিয়ে এই বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন।
দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে গর্তের সৃষ্টি হয়ে বিলীন হচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি। শুধু তাই নয় বালু ও মাটি বহনকারী ট্রাক্টর ও ট্রলি যাতায়াত করায় নষ্ট হচ্ছে সড়ক। এতে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।
রমনা মডেল ইউনিয়নের জামতলি এলাকার জয়নাল, ছক্কু ও ফেরদৌসী জানান, বালু উত্তোলনকারীরা প্রভাব দেখিয়ে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছেন। বালু ও মাটি উত্তোলন অব্যাহত থাকায় কৃষিজমি বিলীন হচ্ছে, এর পাশাপাশি হুমকির মুখে পড়েছে বসতবাড়ি। ট্রাক্টর এভাবে রাস্তায় চলতে থাকলে ধুলোর কারণে মানুষের দেখা দিতে পারে বিভিন্ন রোগ।
ওই ইউনিয়নের মো. আয়নাল হক বলেন, ‘তোমারগুলেক বলি কী হইবে, প্রশাসনকে অভিযোগ দিয়েও কোনো কিছু হয় না।’
বালু উত্তোলনের বিষয়ে জমির মালিক মোস্ত মিয়া ও মো. কালাম মিয়ার কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে বালু ব্যবসায়ী ইদ্রিস ও আশরাফুল বলেন, আমরা টাকা দিয়ে জমির মালিকের কাছ থেকে বালু কিনে থাকি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমি বাইরে রয়েছি। চিলমারীতে ফিরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে