কুমিল্লা প্রতিনিধি
মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ভূঁইয়া বাড়ি এলাকায় বিয়ের ছয় মাসের মাথায় বিষপানে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। গৃহবধূর স্বজনদের দাবি, যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর-শাশুড়ির গৃহবধূর ওপর নির্যাতন করতেন।
নিহত গৃহবধূর নাম তামান্না আক্তার কনা (২১)। তিনি লাকসামের আনোয়ার হোসেনের মেয়ে।
নিহতের স্বজনেরা জানান, ছয় মাস আগে মনোহরগঞ্জের নাথেরপেটুয়ার অহিদুল ইসলামের ছেলে রাশেদুল ইসলামের সঙ্গে তামান্না আক্তার কনার বিয়ে হয়। স্বামী পেশায় রাজমিস্ত্রি।
গত সপ্তাহে স্বামী বিদেশ যাওয়ার কথা বলে তামান্নাকে বাপের বাড়ির থেকে এক লাখ টাকা নিয়ে আসার জন্য চাপ দেওয়া হয়। তামান্না দাবির কথা তাঁর হতদরিদ্র মা-বাবাকে জানান। মা-বাবা ঋণ করে টাকা দেওয়ার আশ্বাস দেন।
গত দুদিন আগে স্বামীকে নিয়ে তামান্না বাবার বাড়িতে গেলে ২০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা গত রোববার দেওয়ার আশ্বাস দিলে স্বামী তামান্নাকে নিয়ে ফিরে যান। পরে গত রোববার টাকা না দেওয়াকে কেন্দ্র করে স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে তামান্নার কথা-কাটাকাটি হয়। ওই দিন সন্ধ্যায় নিজ ঘরে বিষপান করেছে বলে জানায় স্বামীর পরিবার। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তামান্না মারা যান।
নিহত গৃহবধূর বড় ভাই সজীব বলেন, ‘বিয়ের পর থেকেই তামান্নাকে স্বামী অত্যাচার করতেন।’
মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল কবির বলেন, ‘নিহতের বড় ভাই সজীব বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছেন।
মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ভূঁইয়া বাড়ি এলাকায় বিয়ের ছয় মাসের মাথায় বিষপানে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। গৃহবধূর স্বজনদের দাবি, যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর-শাশুড়ির গৃহবধূর ওপর নির্যাতন করতেন।
নিহত গৃহবধূর নাম তামান্না আক্তার কনা (২১)। তিনি লাকসামের আনোয়ার হোসেনের মেয়ে।
নিহতের স্বজনেরা জানান, ছয় মাস আগে মনোহরগঞ্জের নাথেরপেটুয়ার অহিদুল ইসলামের ছেলে রাশেদুল ইসলামের সঙ্গে তামান্না আক্তার কনার বিয়ে হয়। স্বামী পেশায় রাজমিস্ত্রি।
গত সপ্তাহে স্বামী বিদেশ যাওয়ার কথা বলে তামান্নাকে বাপের বাড়ির থেকে এক লাখ টাকা নিয়ে আসার জন্য চাপ দেওয়া হয়। তামান্না দাবির কথা তাঁর হতদরিদ্র মা-বাবাকে জানান। মা-বাবা ঋণ করে টাকা দেওয়ার আশ্বাস দেন।
গত দুদিন আগে স্বামীকে নিয়ে তামান্না বাবার বাড়িতে গেলে ২০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা গত রোববার দেওয়ার আশ্বাস দিলে স্বামী তামান্নাকে নিয়ে ফিরে যান। পরে গত রোববার টাকা না দেওয়াকে কেন্দ্র করে স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে তামান্নার কথা-কাটাকাটি হয়। ওই দিন সন্ধ্যায় নিজ ঘরে বিষপান করেছে বলে জানায় স্বামীর পরিবার। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তামান্না মারা যান।
নিহত গৃহবধূর বড় ভাই সজীব বলেন, ‘বিয়ের পর থেকেই তামান্নাকে স্বামী অত্যাচার করতেন।’
মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল কবির বলেন, ‘নিহতের বড় ভাই সজীব বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে