সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের খড় স্তূপ করে রাখায় খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা।
এ ছাড়া মাঠে শ্যালো মেশিন দিয়ে চলছে ধান মাড়াই ও শুকানোর কাজ। এতে ব্যাঘাত ঘটছে খুদে শিক্ষার্থীদের পাঠদানে। দীর্ঘদিন এ অবস্থা চললেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জানান স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ে ২৫০ জনের ওপরে শিক্ষার্থী রয়েছে। খড়ের স্তূপ থাকায় বিদ্যালয়ে সমাবেশ করানো যাচ্ছে না। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। বারবার বলেও বিদ্যালয় মাঠ থেকে খড়ের স্তূপ সরানো যাচ্ছে না।
সরেজমিন দেখা গেছে, উপজেলার মধুপুর ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে থরে থরে খড়ের স্তূপ। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য সামান্য জায়গাও ফাঁকা নেই।
টিফিনের সময় খেলতে না পেরে শ্রেণিকক্ষেই হইচই করছে শিক্ষার্থীরা। এ ছাড়া বিদ্যালয়ের অপরিছন্ন পরিবেশ খুদে শিক্ষার্থীদের মনে বিরূপ সৃষ্টি করবে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, বিদ্যালয়ের আশপাশের ধান কেটে মাঠেই মাড়াই-শুকানোর কাজ করেন রবিউল ইসলাম নামে এক ব্যক্তি ও তাঁর পরিবারের লোকজন। পরে বিদ্যালয় মাঠেই খড়ের বড় বড় স্তূপ করে রেখে দেন তাঁরা। যা বিদ্যালয়ে শিক্ষার পরিবেশকে নষ্ট করছে।
এখান থেকে খড় গবাদিপশুকে খাওয়ানো হয়। বিদ্যালয়ের মাঠে খড় স্তূপ করে রাখায় শিক্ষার্থীদের স্বাভাবিক খেলাধুলা বন্ধ হয়ে গেছে। তবে অভিযুক্ত রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়িতে জায়গা নেই, তা ছাড়া আবহাওয়া খারাপ থাকায় এখানে খড় স্তূপ করে রেখেছি। আজকালের মধ্যেই খড়ের স্তূপ সরিয়ে ফেলব।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা শাজাহান মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের খড় স্তূপ করে রাখায় খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা।
এ ছাড়া মাঠে শ্যালো মেশিন দিয়ে চলছে ধান মাড়াই ও শুকানোর কাজ। এতে ব্যাঘাত ঘটছে খুদে শিক্ষার্থীদের পাঠদানে। দীর্ঘদিন এ অবস্থা চললেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জানান স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ে ২৫০ জনের ওপরে শিক্ষার্থী রয়েছে। খড়ের স্তূপ থাকায় বিদ্যালয়ে সমাবেশ করানো যাচ্ছে না। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। বারবার বলেও বিদ্যালয় মাঠ থেকে খড়ের স্তূপ সরানো যাচ্ছে না।
সরেজমিন দেখা গেছে, উপজেলার মধুপুর ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে থরে থরে খড়ের স্তূপ। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য সামান্য জায়গাও ফাঁকা নেই।
টিফিনের সময় খেলতে না পেরে শ্রেণিকক্ষেই হইচই করছে শিক্ষার্থীরা। এ ছাড়া বিদ্যালয়ের অপরিছন্ন পরিবেশ খুদে শিক্ষার্থীদের মনে বিরূপ সৃষ্টি করবে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, বিদ্যালয়ের আশপাশের ধান কেটে মাঠেই মাড়াই-শুকানোর কাজ করেন রবিউল ইসলাম নামে এক ব্যক্তি ও তাঁর পরিবারের লোকজন। পরে বিদ্যালয় মাঠেই খড়ের বড় বড় স্তূপ করে রেখে দেন তাঁরা। যা বিদ্যালয়ে শিক্ষার পরিবেশকে নষ্ট করছে।
এখান থেকে খড় গবাদিপশুকে খাওয়ানো হয়। বিদ্যালয়ের মাঠে খড় স্তূপ করে রাখায় শিক্ষার্থীদের স্বাভাবিক খেলাধুলা বন্ধ হয়ে গেছে। তবে অভিযুক্ত রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়িতে জায়গা নেই, তা ছাড়া আবহাওয়া খারাপ থাকায় এখানে খড় স্তূপ করে রেখেছি। আজকালের মধ্যেই খড়ের স্তূপ সরিয়ে ফেলব।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা শাজাহান মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে