নাজমুল হাসান সাগর, ঢাকা
ভয়াবহ আগুনের মধ্যেই কয়েকবার দোকানের কাছে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু সঙ্গের মানুষজন তাঁকে আটকে দেন। একপর্যায়ে তাঁকে ধরে এনে বসানো হয় একটি গলিতে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাবিবুর রহমান সেখানেই চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমার আর ঘুইরা খাড়ানোর অবস্থা নাই। পরিবার লইয়া কই যামু।’
রাজধানীতে পুড়ে যাওয়া ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় জিনস প্যান্টের একটি দোকান আছে হাবিবুরের। এ দোকানে তাঁর একজন অংশীদারও আছেন। শুক্রবার বেচাকেনা করে হাবিবুর নিউ পল্টনের বাসায় ফিরেছিলেন রাত সাড়ে ৩টার দিকে। ভোর সাড়ে ৫টার পর মুঠোফোনে খবর পান মার্কেটে আগুন লেগেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে দেখেন চোখের সামনে সব পুড়ছে দাউ দাউ করে। ১৫ লাখ টাকার মালামাল ছিল দোকানে। আর ক্যাশে ছিল নগদ দেড় লাখ টাকা। কিছুই বের করতে পারেননি এই ব্যবসায়ী।
নিজের ভাগ্যকে দোষারোপ করতে করতে হাবিবুর রহমান বললেন, ‘ভাই, এই একটা দোকানের ওপর চারজন স্টাফ (কর্মচারী), আমার আর পার্টনারের ফ্যামিলির (পরিবার) সবাই ভরসা কইরা থাকে। সারাটা জীবনের ইনকাম দিয়া, দিন-রাইত পরিশ্রম কইরা ব্যাবসাডা খাড়া করাইছিলাম। চোখের সামনে সব শ্যাষ হইয়া গেল। না থাকলো ঈদ, না থাকলো ভবিষ্যৎ। আমার তো আর কিচ্ছু নাই। আমি কেমনে আবার শুরু করমু।’
এর মধ্যেই হাবিবুরের এক স্বজন এসে তাঁর পাশে দাঁড়ালেন। তাঁকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে কাঁদতে বললেন, ‘আমার আর কিছুই থাকল নারে ভাই। কিছুই নাই।’ তারপর নিজেকে সামলে নিয়ে আবার বললেন, ‘আমার বাবা-মা, স্ত্রী, এক বছর বয়সী বাচ্চাডা আর ছোট বইনডা আমার ওপর ভরসা কইরা থাকে। ছোট বাচ্চাডা নিয়া চিন্তা করি। আবার বোইনডার পড়ালেহা আছে। আল্লাহ আমারে এত বড় পরীক্ষায় ফালাইলো!’
কান্নার ফাঁকে ফাঁকে আরও অনেক কথাই বলছিলেন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী। সেগুলো অস্পষ্ট। তবে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সবকিছু বদলে যাওয়াটা যে তিনি মানতে পারছিলেন না, সেটা বোঝা যাচ্ছিল স্পষ্টই। কান্না থামিয়ে তিনি আবার বলছিলেন, ‘আমারে তো কেউ ভেতরে ঢুকতে দেয় নাই। আমি দূর থাইকা দেখলাম দোকান পুইড়া ছাই হইয়া গেছে। খালি আমি না ভাই, আমার মতো কম কইরা হইলেও চাইর শ দোকান পুড়ছে। ওরাও আমার মতো কিচ্ছু বাইর করতে পারে নাই। নিজের কথা ভাবি না ভাই। আমার চাইরডা স্টাফ, তাগো চাইরডা পরিবার। হেগো তো ঈদ আছে। হেগো নিয়া ভাবলেও নিজেরে সান্ত্বনা দিতে পারি না।’
আক্ষেপের যেন শেষ নেই হাবিবুরের। করোনার সময় থেকে প্রতিনিয়ত লোকসানের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। সারা বছর যেমন-তেমন, রোজার ঈদকে কেন্দ্র করে যে ব্যবসা হয়, সেই লাভের টাকাটাই পুরো বছরের ব্যবসার সহায়ক হয় বলে জানালেন। তাই ঈদ সামনে রেখে পুঁজিও বিনিয়োগ করেছিলেন সব সঞ্চয় ঝেড়ে-মুছে, ছিল ধারের টাকাও। কিন্তু কিছুই আর অবশিষ্ট রইল না।
আক্ষেপ করে হাবিবুর বলছিলেন, ‘আল্লাহ একি পরীক্ষায় ফালাইলা আমারে। তুমিই বেহতর জানো। আমি এহন পরিবার লইয়া কী করমু!’
ভয়াবহ আগুনের মধ্যেই কয়েকবার দোকানের কাছে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু সঙ্গের মানুষজন তাঁকে আটকে দেন। একপর্যায়ে তাঁকে ধরে এনে বসানো হয় একটি গলিতে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাবিবুর রহমান সেখানেই চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমার আর ঘুইরা খাড়ানোর অবস্থা নাই। পরিবার লইয়া কই যামু।’
রাজধানীতে পুড়ে যাওয়া ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় জিনস প্যান্টের একটি দোকান আছে হাবিবুরের। এ দোকানে তাঁর একজন অংশীদারও আছেন। শুক্রবার বেচাকেনা করে হাবিবুর নিউ পল্টনের বাসায় ফিরেছিলেন রাত সাড়ে ৩টার দিকে। ভোর সাড়ে ৫টার পর মুঠোফোনে খবর পান মার্কেটে আগুন লেগেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে দেখেন চোখের সামনে সব পুড়ছে দাউ দাউ করে। ১৫ লাখ টাকার মালামাল ছিল দোকানে। আর ক্যাশে ছিল নগদ দেড় লাখ টাকা। কিছুই বের করতে পারেননি এই ব্যবসায়ী।
নিজের ভাগ্যকে দোষারোপ করতে করতে হাবিবুর রহমান বললেন, ‘ভাই, এই একটা দোকানের ওপর চারজন স্টাফ (কর্মচারী), আমার আর পার্টনারের ফ্যামিলির (পরিবার) সবাই ভরসা কইরা থাকে। সারাটা জীবনের ইনকাম দিয়া, দিন-রাইত পরিশ্রম কইরা ব্যাবসাডা খাড়া করাইছিলাম। চোখের সামনে সব শ্যাষ হইয়া গেল। না থাকলো ঈদ, না থাকলো ভবিষ্যৎ। আমার তো আর কিচ্ছু নাই। আমি কেমনে আবার শুরু করমু।’
এর মধ্যেই হাবিবুরের এক স্বজন এসে তাঁর পাশে দাঁড়ালেন। তাঁকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে কাঁদতে বললেন, ‘আমার আর কিছুই থাকল নারে ভাই। কিছুই নাই।’ তারপর নিজেকে সামলে নিয়ে আবার বললেন, ‘আমার বাবা-মা, স্ত্রী, এক বছর বয়সী বাচ্চাডা আর ছোট বইনডা আমার ওপর ভরসা কইরা থাকে। ছোট বাচ্চাডা নিয়া চিন্তা করি। আবার বোইনডার পড়ালেহা আছে। আল্লাহ আমারে এত বড় পরীক্ষায় ফালাইলো!’
কান্নার ফাঁকে ফাঁকে আরও অনেক কথাই বলছিলেন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী। সেগুলো অস্পষ্ট। তবে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সবকিছু বদলে যাওয়াটা যে তিনি মানতে পারছিলেন না, সেটা বোঝা যাচ্ছিল স্পষ্টই। কান্না থামিয়ে তিনি আবার বলছিলেন, ‘আমারে তো কেউ ভেতরে ঢুকতে দেয় নাই। আমি দূর থাইকা দেখলাম দোকান পুইড়া ছাই হইয়া গেছে। খালি আমি না ভাই, আমার মতো কম কইরা হইলেও চাইর শ দোকান পুড়ছে। ওরাও আমার মতো কিচ্ছু বাইর করতে পারে নাই। নিজের কথা ভাবি না ভাই। আমার চাইরডা স্টাফ, তাগো চাইরডা পরিবার। হেগো তো ঈদ আছে। হেগো নিয়া ভাবলেও নিজেরে সান্ত্বনা দিতে পারি না।’
আক্ষেপের যেন শেষ নেই হাবিবুরের। করোনার সময় থেকে প্রতিনিয়ত লোকসানের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। সারা বছর যেমন-তেমন, রোজার ঈদকে কেন্দ্র করে যে ব্যবসা হয়, সেই লাভের টাকাটাই পুরো বছরের ব্যবসার সহায়ক হয় বলে জানালেন। তাই ঈদ সামনে রেখে পুঁজিও বিনিয়োগ করেছিলেন সব সঞ্চয় ঝেড়ে-মুছে, ছিল ধারের টাকাও। কিন্তু কিছুই আর অবশিষ্ট রইল না।
আক্ষেপ করে হাবিবুর বলছিলেন, ‘আল্লাহ একি পরীক্ষায় ফালাইলা আমারে। তুমিই বেহতর জানো। আমি এহন পরিবার লইয়া কী করমু!’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে