সম্পাদকীয়
বাউল মানে তো বাউল। ঘরে কি আর মন টেকে। মন উদাস হলেই চলে যান গান গাইতে। গানই যখন ধ্যান-জ্ঞান, তখন স্ত্রী পড়ে থাকেন দূরে।
শাহ আবদুল করিমের জীবনেও ব্যাপারটি ছিল সে রকম। গান গাওয়ার জন্য তিনি চলে যেতেন এদিক-ওদিক। গানের সঙ্গেই ছিল তাঁর সখ্য। তবে সরলা থাকতেন মনের কোণে।
স্ত্রীর নাম নিজেই রেখেছিলেন সরলা। তাঁর ‘কালনীর ঢেউ’ বইয়ে সরলার বর্ণনা ছিল এভাবে, ‘সরল, তুমি শান্ত, তুমি নুরের পুতুল। সরল জানিয়া আমি নাম রাখি সরলা।’
সরলা যখন বেঁচে ছিলেন, তখন বাউল কি বুঝেছিলেন, তাঁকে কতটা অধিকার করে রেখেছেন এই সহজ-সরল মেয়েটি?
বিয়ের পর বাংলা ১৩৯৭ সনে বাউলের ঘরে জন্ম নিয়েছিল একমাত্র সন্তান শাহ নূরজালাল। সেই নূরজালাল তখন পড়াশোনা করছে সিলেটে। সরলা তখন উজানধলায়। বাউল গেছেন সিলেটে গান করতে। সে রকম এক রাতে বাউলের উজানধলের বাড়িতে মৃত্যুবরণ করলেন সরলা। দুদিন পর খবর পেলেন বাউল। একবুক শূন্যতা নিয়ে উজানধলে ছুটে এলেন তিনি। এত দিন গানই ছিল তাঁর সুখ, আনন্দ আর সংসার। সরলা ছাড়া এগুলোর যে কোনো মানে নেই, সেটা বুঝতে পারলেন তিনি। সারা জীবন তিনি সরলাকে সময় দিতে পারেননি। তাই গানে গানে তাঁকে অমর করে রাখলেন। ‘কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা...’, ‘সখী কুঞ্জ সাজাও গো’ গানগুলো আসলে সরলার জন্য।
এক সাক্ষাৎকারে বাউলসম্রাট শাহ আবদুল করিম তো বলেছিলেন, ‘সরলা না থাকলে আমি বাউল আবদুল করিম হতে পারতাম না। সরলা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমার বাউলজীবনের মুর্শিদ জ্ঞান সরলা।’
সূত্র: গোলাম রব্বানী, শাহ আব্দুল করিম স্মারকগ্রন্থ, পৃষ্ঠা ৮৬
বাউল মানে তো বাউল। ঘরে কি আর মন টেকে। মন উদাস হলেই চলে যান গান গাইতে। গানই যখন ধ্যান-জ্ঞান, তখন স্ত্রী পড়ে থাকেন দূরে।
শাহ আবদুল করিমের জীবনেও ব্যাপারটি ছিল সে রকম। গান গাওয়ার জন্য তিনি চলে যেতেন এদিক-ওদিক। গানের সঙ্গেই ছিল তাঁর সখ্য। তবে সরলা থাকতেন মনের কোণে।
স্ত্রীর নাম নিজেই রেখেছিলেন সরলা। তাঁর ‘কালনীর ঢেউ’ বইয়ে সরলার বর্ণনা ছিল এভাবে, ‘সরল, তুমি শান্ত, তুমি নুরের পুতুল। সরল জানিয়া আমি নাম রাখি সরলা।’
সরলা যখন বেঁচে ছিলেন, তখন বাউল কি বুঝেছিলেন, তাঁকে কতটা অধিকার করে রেখেছেন এই সহজ-সরল মেয়েটি?
বিয়ের পর বাংলা ১৩৯৭ সনে বাউলের ঘরে জন্ম নিয়েছিল একমাত্র সন্তান শাহ নূরজালাল। সেই নূরজালাল তখন পড়াশোনা করছে সিলেটে। সরলা তখন উজানধলায়। বাউল গেছেন সিলেটে গান করতে। সে রকম এক রাতে বাউলের উজানধলের বাড়িতে মৃত্যুবরণ করলেন সরলা। দুদিন পর খবর পেলেন বাউল। একবুক শূন্যতা নিয়ে উজানধলে ছুটে এলেন তিনি। এত দিন গানই ছিল তাঁর সুখ, আনন্দ আর সংসার। সরলা ছাড়া এগুলোর যে কোনো মানে নেই, সেটা বুঝতে পারলেন তিনি। সারা জীবন তিনি সরলাকে সময় দিতে পারেননি। তাই গানে গানে তাঁকে অমর করে রাখলেন। ‘কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা...’, ‘সখী কুঞ্জ সাজাও গো’ গানগুলো আসলে সরলার জন্য।
এক সাক্ষাৎকারে বাউলসম্রাট শাহ আবদুল করিম তো বলেছিলেন, ‘সরলা না থাকলে আমি বাউল আবদুল করিম হতে পারতাম না। সরলা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমার বাউলজীবনের মুর্শিদ জ্ঞান সরলা।’
সূত্র: গোলাম রব্বানী, শাহ আব্দুল করিম স্মারকগ্রন্থ, পৃষ্ঠা ৮৬
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে