ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠায় নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। নির্মাণকাজ বন্ধ থাকায় ছাদের রডে মরিচা ধরেছে। আবার কাজ কবে শুরু হবে এ বিষয়ে ঠিকাদার ও উপজেলা এলজিইডির পক্ষে থেকে কিছুই জানানো হয়নি। প্রায় কোটি টাকা বরাদ্দে ভবনের নির্মাণকাজ শুরু হয়েছিল।
সরেজমিন দেখা গেছে, ঠিকদার নিম্নমানের সামগ্রী ও অনিয়মের আশ্রয় নিয়ে গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেন। পরে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এলজিইডি কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। এতে করে যথাসময়ে বিদ্যালয় ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অপর দিকে ১৬ দিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় রডে মরিচা ধরেছে।
গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন খান ও ম্যানেজিং কমিটির সহসভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন, এলজিইডির অর্থায়নে ৯৯ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স ২০২০ সালের মে মাসে নির্মাণকাজ শুরু করে। গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেয়। কিন্তু কাজের মান নিয়ে সন্দেহ হয়। বিষয়টি বরিশাল এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়। পরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাকারিয়া পরিদর্শন আসেন। তিনি এসে দেখেন আট মিলি, চার মিলি ও নুড়ি পাথর দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে নিম্নমানের বড় পাথর দেওয়া হয়েছে। এ ছাড়া ২০ মিলি রডের পরিবর্তে ১৬ মিলি এবং ১২ মিলির পরিবর্তে ১০ মিলি রড় দেওয়া হয়েছে। ছাদ ঢালাইয়ে দুই রডের মধ্যে ছয় ইঞ্চি ফাঁকা রাখার কথা থাকলেও সাড়ে আট ইঞ্চি ফাঁকা রেখে ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হয়, তা দেখে কাজ বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে ঠিকাদার শিমুল হোসেন বলেন, যথাযথ নিয়মানুযায়ী কাজ করা হচ্ছে। তবে পাথর, রড ও কাঠের কিছু সমস্যার বিষয়ের কর্তৃপক্ষ জানালে তা পরিবর্তন করা হয়েছে। ব্যক্তিগত কারণে কিছুদিন কাজ বন্ধ রয়েছে। খুব দ্রুতই যথাযথভাবে কাজ শুরু করা হবে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, বিদ্যালয় ভবনের নির্মাণকাজে সামান্য কিছু ত্রুটি ধরা পড়লে তা ঠিকাদার সমাধান করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
এলজিইডির বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল হুদা বলেন, মূলত ছাদ ঢালাইয়ের সময় কোনো প্রকৌশলী উপস্থিত ছিল না। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরে বরিশালের নির্বাহী প্রকৌশলী ওখানে যান। তখন পাথর ও রডের কিছু অনিয়ম ধরা পড়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠায় নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। নির্মাণকাজ বন্ধ থাকায় ছাদের রডে মরিচা ধরেছে। আবার কাজ কবে শুরু হবে এ বিষয়ে ঠিকাদার ও উপজেলা এলজিইডির পক্ষে থেকে কিছুই জানানো হয়নি। প্রায় কোটি টাকা বরাদ্দে ভবনের নির্মাণকাজ শুরু হয়েছিল।
সরেজমিন দেখা গেছে, ঠিকদার নিম্নমানের সামগ্রী ও অনিয়মের আশ্রয় নিয়ে গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেন। পরে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এলজিইডি কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। এতে করে যথাসময়ে বিদ্যালয় ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অপর দিকে ১৬ দিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় রডে মরিচা ধরেছে।
গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন খান ও ম্যানেজিং কমিটির সহসভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন, এলজিইডির অর্থায়নে ৯৯ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স ২০২০ সালের মে মাসে নির্মাণকাজ শুরু করে। গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেয়। কিন্তু কাজের মান নিয়ে সন্দেহ হয়। বিষয়টি বরিশাল এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়। পরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাকারিয়া পরিদর্শন আসেন। তিনি এসে দেখেন আট মিলি, চার মিলি ও নুড়ি পাথর দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে নিম্নমানের বড় পাথর দেওয়া হয়েছে। এ ছাড়া ২০ মিলি রডের পরিবর্তে ১৬ মিলি এবং ১২ মিলির পরিবর্তে ১০ মিলি রড় দেওয়া হয়েছে। ছাদ ঢালাইয়ে দুই রডের মধ্যে ছয় ইঞ্চি ফাঁকা রাখার কথা থাকলেও সাড়ে আট ইঞ্চি ফাঁকা রেখে ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হয়, তা দেখে কাজ বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে ঠিকাদার শিমুল হোসেন বলেন, যথাযথ নিয়মানুযায়ী কাজ করা হচ্ছে। তবে পাথর, রড ও কাঠের কিছু সমস্যার বিষয়ের কর্তৃপক্ষ জানালে তা পরিবর্তন করা হয়েছে। ব্যক্তিগত কারণে কিছুদিন কাজ বন্ধ রয়েছে। খুব দ্রুতই যথাযথভাবে কাজ শুরু করা হবে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, বিদ্যালয় ভবনের নির্মাণকাজে সামান্য কিছু ত্রুটি ধরা পড়লে তা ঠিকাদার সমাধান করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
এলজিইডির বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল হুদা বলেন, মূলত ছাদ ঢালাইয়ের সময় কোনো প্রকৌশলী উপস্থিত ছিল না। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরে বরিশালের নির্বাহী প্রকৌশলী ওখানে যান। তখন পাথর ও রডের কিছু অনিয়ম ধরা পড়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে