ফেনী প্রতিনিধি
ফেনী সদর উপজেলায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মধুয়াই উচ্চবিদ্যালয়ে প্রতিদিন আট ঘণ্টা করে শ্রেণি কার্যক্রম চালু থাকার কথা থাকলেও চার ঘণ্টা পরই শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন শিক্ষকেরা। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষুব্ধ।
ইতিমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুয়াই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এ ছাড়া ধোনসাহাদ্দা উচ্চবিদ্যালয় ও লেমুয়া উচ্চবিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধেও রয়েছে একই অভিযোগ।
সরেজমিনে দেখা গেছে, গত রোববার বেলা ৩টায় উপজেলার মধুয়াই উচ্চবিদ্যালয় তালাবদ্ধ রয়েছে। এ সময় ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শোনেন চন্দ্র শীল বিদ্যালয় বন্ধের কারণ জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হানিফ এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের ভর্ৎসনা করেন।
স্থানীয় লোকজন জানান, রোববার ওই বিদ্যালয়ে চার ঘণ্টা শ্রেণি কার্যক্রম শেষে বেলা দেড়টায় শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী কাউকে দেখা যায়নি। এক সপ্তাহ ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর ইচ্ছেমতো শিক্ষার্থীদের ছুটি দেন।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জাহিদ বলে, ঠিকমতো শ্রেণি কার্যক্রম না হওয়ায় নির্ধারিত সিলেবাস শেষ করা যায় না। এতে তাদের অনেকটা বেগ পেতে হয়। পরে পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হতে হয়।
এলাকাবাসীর অভিযোগ, মধুয়াই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান ওই এলাকার স্থানীয় বাসিন্দা হওয়ায় নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিশ্রাম করতে বাড়ি চলে যান। তিনি কারও কথা শোনেন না। দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি বিদ্যালয় পরিচালনা করেন।
মধুয়াই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান কয়েক দিন ধরে বেলা দেড়টায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, শিক্ষক স্বল্পতা ও নানা সীমাবদ্ধতার কারণে চার ঘণ্টা শ্রেণি কার্যক্রমের পর বন্ধ করে দেওয়া হচ্ছে।
মধুয়াই উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসান বলেন, বিদ্যালয়ের নির্ধারিত সময়ের আগে বন্ধ করার বিষয়টি তিনি জানতেন না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শোনেন চন্দ্র শীল বলেন, তিনি রোববার আকস্মিক মধুয়াই উচ্চবিদ্যালয়ে গেলে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ দেখতে পান। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় কেন বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে উপস্থিত সবাই বলেন, প্রধান শিক্ষক বেশ কয়েক দিন ধরে বেলা দেড়টার মধ্যে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাড়ি চলে যান। এ সময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের ভর্ৎসনা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দেড়টায় ছুটি দেওয়ার কারণে মধুয়াই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ফেনী সদর উপজেলায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মধুয়াই উচ্চবিদ্যালয়ে প্রতিদিন আট ঘণ্টা করে শ্রেণি কার্যক্রম চালু থাকার কথা থাকলেও চার ঘণ্টা পরই শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন শিক্ষকেরা। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষুব্ধ।
ইতিমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুয়াই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এ ছাড়া ধোনসাহাদ্দা উচ্চবিদ্যালয় ও লেমুয়া উচ্চবিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধেও রয়েছে একই অভিযোগ।
সরেজমিনে দেখা গেছে, গত রোববার বেলা ৩টায় উপজেলার মধুয়াই উচ্চবিদ্যালয় তালাবদ্ধ রয়েছে। এ সময় ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শোনেন চন্দ্র শীল বিদ্যালয় বন্ধের কারণ জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হানিফ এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের ভর্ৎসনা করেন।
স্থানীয় লোকজন জানান, রোববার ওই বিদ্যালয়ে চার ঘণ্টা শ্রেণি কার্যক্রম শেষে বেলা দেড়টায় শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী কাউকে দেখা যায়নি। এক সপ্তাহ ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর ইচ্ছেমতো শিক্ষার্থীদের ছুটি দেন।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জাহিদ বলে, ঠিকমতো শ্রেণি কার্যক্রম না হওয়ায় নির্ধারিত সিলেবাস শেষ করা যায় না। এতে তাদের অনেকটা বেগ পেতে হয়। পরে পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হতে হয়।
এলাকাবাসীর অভিযোগ, মধুয়াই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান ওই এলাকার স্থানীয় বাসিন্দা হওয়ায় নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিশ্রাম করতে বাড়ি চলে যান। তিনি কারও কথা শোনেন না। দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি বিদ্যালয় পরিচালনা করেন।
মধুয়াই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান কয়েক দিন ধরে বেলা দেড়টায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, শিক্ষক স্বল্পতা ও নানা সীমাবদ্ধতার কারণে চার ঘণ্টা শ্রেণি কার্যক্রমের পর বন্ধ করে দেওয়া হচ্ছে।
মধুয়াই উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসান বলেন, বিদ্যালয়ের নির্ধারিত সময়ের আগে বন্ধ করার বিষয়টি তিনি জানতেন না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শোনেন চন্দ্র শীল বলেন, তিনি রোববার আকস্মিক মধুয়াই উচ্চবিদ্যালয়ে গেলে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ দেখতে পান। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় কেন বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে উপস্থিত সবাই বলেন, প্রধান শিক্ষক বেশ কয়েক দিন ধরে বেলা দেড়টার মধ্যে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাড়ি চলে যান। এ সময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের ভর্ৎসনা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দেড়টায় ছুটি দেওয়ার কারণে মধুয়াই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে