ফুলপুর প্রতিনিধি
ফুলপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে (ইউপি) কাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটে বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন দলটির একাধিক নেতা-কর্মী। ফলে তাঁরাই এখন আওয়ামী লীগের জয়ের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন।
উপজেলার ১০ ইউপিতে ৫২ জন চেয়ারম্যান প্রার্থী প্রচার চালাচ্ছেন। তাঁরা পথসভা, জনসভা, উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময়সহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ফলে অনেক ইউপিতে নৌকার বিজয় নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে উপজেলা আওয়ামী লীগ বিদ্রোহীদের সতর্ক বার্তা দিচ্ছে। এমনকি বহিষ্কারও করেছে। কিন্তু অধিকাংশ বিদ্রোহী প্রার্থী তাঁদের অবস্থানে অনড়। তাঁরা জোর প্রচার চালাচ্ছেন।
এদিকে বিদ্রোহী প্রার্থীদের অনেককে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতারাও সমর্থন দিচ্ছেন। এতে সংঘর্ষ ও সহিংসতা বেড়েছে। নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। ভোটের দিনও সংঘর্ষের আশঙ্কা করছেন ভোটারেরা।
টিলাটিয়া গ্রামের ভোটার মোকসেদুল বলেন, ‘যাঁরা যোগ্য এবং মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন তাঁদের ভোট দেব।’
সজীব নামে আরেক ভোটার বলেন, ‘আপদে-বিপদে যিনি পাশে থাকবেন তাঁকে ভোট দেওয়ার চিন্তা-ভাবনা করছি।’
উপজেলার ছন্দরা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম। তাঁর বিপক্ষে রয়েছেন বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম। বওলা ইউপিতে নৌকা নিয়ে ভোটের লড়াইয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ। এখানে বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন হামিদুল্লাহ খান মিন্টু, খলিলুর রহমান, ফরিদ মিয়া ও মাহবুব আলম ডালিম।
বালিয়া ইউপিতে নৌকা পেয়েছেন দিলোয়ার হোসেন মুজাহিদ। আর বিদ্রোহী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল আকন্দ। রূপসী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সুলতান চৌধুরী। তাঁর সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন আমির উদ্দিন। রামভদ্রপুর ইউপিতে দলীয় প্রতীকে নির্বাচন করছেন দুদু মিয়া। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম।
বিদ্রোহী প্রার্থীদের অনেকেই বলেন, বিগত পাঁচ বছর সারা ইউনিয়নের মানুষের কাছে গিয়েছেন তাঁরা। কথা বলেছেন মানুষের সঙ্গে। সুষ্ঠু ভোট হলে বিজয়ী হবেন বলে আশা করেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘দলীয় প্রার্থীদের পক্ষে আমরা কাজ করছি। প্রার্থীদের জয়ী করতে চেষ্টা করছি।’
ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন জানান, উপজেলার ১০ ইউপির সব কটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৮৬২ জন। আর ভোট কেন্দ্র রয়েছে ১০৫ টি। আগামীকাল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ফুলপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে (ইউপি) কাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটে বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন দলটির একাধিক নেতা-কর্মী। ফলে তাঁরাই এখন আওয়ামী লীগের জয়ের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন।
উপজেলার ১০ ইউপিতে ৫২ জন চেয়ারম্যান প্রার্থী প্রচার চালাচ্ছেন। তাঁরা পথসভা, জনসভা, উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময়সহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ফলে অনেক ইউপিতে নৌকার বিজয় নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে উপজেলা আওয়ামী লীগ বিদ্রোহীদের সতর্ক বার্তা দিচ্ছে। এমনকি বহিষ্কারও করেছে। কিন্তু অধিকাংশ বিদ্রোহী প্রার্থী তাঁদের অবস্থানে অনড়। তাঁরা জোর প্রচার চালাচ্ছেন।
এদিকে বিদ্রোহী প্রার্থীদের অনেককে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতারাও সমর্থন দিচ্ছেন। এতে সংঘর্ষ ও সহিংসতা বেড়েছে। নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। ভোটের দিনও সংঘর্ষের আশঙ্কা করছেন ভোটারেরা।
টিলাটিয়া গ্রামের ভোটার মোকসেদুল বলেন, ‘যাঁরা যোগ্য এবং মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন তাঁদের ভোট দেব।’
সজীব নামে আরেক ভোটার বলেন, ‘আপদে-বিপদে যিনি পাশে থাকবেন তাঁকে ভোট দেওয়ার চিন্তা-ভাবনা করছি।’
উপজেলার ছন্দরা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম। তাঁর বিপক্ষে রয়েছেন বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম। বওলা ইউপিতে নৌকা নিয়ে ভোটের লড়াইয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ। এখানে বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন হামিদুল্লাহ খান মিন্টু, খলিলুর রহমান, ফরিদ মিয়া ও মাহবুব আলম ডালিম।
বালিয়া ইউপিতে নৌকা পেয়েছেন দিলোয়ার হোসেন মুজাহিদ। আর বিদ্রোহী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল আকন্দ। রূপসী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সুলতান চৌধুরী। তাঁর সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন আমির উদ্দিন। রামভদ্রপুর ইউপিতে দলীয় প্রতীকে নির্বাচন করছেন দুদু মিয়া। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম।
বিদ্রোহী প্রার্থীদের অনেকেই বলেন, বিগত পাঁচ বছর সারা ইউনিয়নের মানুষের কাছে গিয়েছেন তাঁরা। কথা বলেছেন মানুষের সঙ্গে। সুষ্ঠু ভোট হলে বিজয়ী হবেন বলে আশা করেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘দলীয় প্রার্থীদের পক্ষে আমরা কাজ করছি। প্রার্থীদের জয়ী করতে চেষ্টা করছি।’
ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন জানান, উপজেলার ১০ ইউপির সব কটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৮৬২ জন। আর ভোট কেন্দ্র রয়েছে ১০৫ টি। আগামীকাল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে